হাসনাত আব্দুল হাই (English: Hasnat Abdul Hye) একজন বাংলাদেশি লেখক এবং প্রখ্যাত ঔপন্যাসিক। তিনি ঢাকা, ওয়াশিংটন, লন্ডন ও কেমব্রিজে লেখাপড়া করেন। তিনি বাংলা একাডেমী পুরস্কার, অলক্ত সাহিত্য পুরস্কার, জগদীশ চন্দ্র বসু পুরস্কার, শের-ই-বাংলা পুরস্কার, এস.এম. সুলতান পুরস্কার, শিল্পাচার্য জয়নুল পুরস্কারে ভূষিত হন।
রেটিং:৩.৫ "এসো আবার এসো,যেই হও,এসো তুমি অবিশ্বাসী, অগ্নি উপাসক, মূর্তি পূজার পাপে পাপী, এসো এসো, যদি শতবার ভেঙে থাকো পাপি স্খলনের প্রতিজ্ঞা, তাও হতাশা আর দুঃখের নয় এই তোরণ এসো,এসো।" -মাওলানা রুমি আসলেই ইস্তাম্বুল তুর্কি আমাকে হাতছানি দিয়ে ডাকছে এসো আমি ইতিহাসের এক ছাত্র এই বই এর ইতিহাস এর এত মারাত্নক ভুল করেছে বলার বাহিরে। সুলতান আবদুল হামিদ কে নিয়ে যা লিখেছেন তা আমাকে বরাবরই ব্যথিত ও লেখক এর উপর ক্ষিপ্ত করেছে ভুলভাল লিখার কারণে লেখকের চোখে ২০০১ সালের তুরস্ক দেখলাম এই বইটাও অনেক ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে তখন যেই অবস্থায় ছিল আজ তার থেকেও অনেক শক্তিশালী তুরস্ক 'আমার ইস্তাম্বুল ' বইয়ে রুমির প্রজন্ম কেন এমন তার উত্তর এই বইয়ে পেয়ে গেছি তখন তুরস্কে কেমালিস্টরা একজন হিজাবী নারী মন্ত্রীকে সংসদ থেকে বের করে দেয় শুধু হিজাব এর কারণে আজ তার মেয়ে হিজাব পরেই বর্তমান সংসদ সদস্য। পশ্চিম সবসময় আপনাকে pure western বানাতে চাবে কিন্তু আপনার রক্তে তো হাজার বছরের এক ধারা বইছে তা আপনি আমি কখনোই westernized করতে পারবো তাই আপনি আর আমি একেক জন "mud blood"এর মতো।