'আয়নার সামনে' বইটি বুদ্ধদেব গুহের ছোটগল্প সংকলন। সবচেয়ে বেশি ভাল্লেগেছে 'গ্রহান্তর' গল্পটি। এই গল্পে আমাদের পূর্ববর্তী জেনারেশনের চিন্তাধারার সাথে আমাদের চিন্তাধারার ফারাক চোখে আঙুল দিয়ে দেখানো হয়েছে। কিছু কন্টেম্পোরারি চিন্তাধারার সাথেও পরিচয় করিছেন লেখক। যেমন অফিসের বড়বাবুর ছেলে তার বাবাকে বলে যে তাকে কেন পৃথিবীতে নিয়ে আসা হয়েছে, সে তো আসতে চায় নি নিজের ইচ্ছেয়। যখন তাকে আনাই হলো তাহলে তার চাহিদাগুলো কেন ঠিকভাবে পূরণ করা হয় না এই তার জিজ্ঞাসা। "ভালোবেসে মানুষ চাঁদে পর্যন্ত যায়, আমি এক হাজার মাইল যেতে পারব না কেন?" কথাটি এ গল্পের হাসি তার পাঞ্জাবী বয়ফ্রেন্ড চাঁদ মালহোত্রার ব্যাপারে তার দাদুকে বলে।
'শিঙার' গল্পটি একটু একঘেয়ে ছিল। কিন্তু এটার সারকথা খুবই ইম্প্রেসিভ মনে হয়েছে।
বাকি গল্পগুলোও যথেষ্ট ভালো ছিল।
মোটের ওপর বলতে গেলে বইটা বেশ লেগেছে।