সুনীল গঙ্গোপাধ্যায়এর কাকাবাবু ও সন্তু চরিত্র চেনে না এমন খুব কম মানুষ ই আছেন। তার কাকাবাবু সমগ্র ৪ এবং তার কিছু অসাধারণ গল্প যা কখনোই ভুলতে পারে সম্ভব নয়। যেমন সবুজ দ্বীপের রাজা, আগুন পাখির রহস্য, কাকাবাবু হেরে গেলেন, উল্কা রহস্য, আ চৈ আ চৈ চৈ, কাকাবাবু ও একটি সাদা ঘোড়া, জলদস্যু, বিজয়নগরের হিরে, মিশর রহস্য, হলদে বাড়ির রহস্য ও দিনে ডাকাতি....
বলতে গেলে শেষ হয় না, অসাধারণ সব রোমাঞ্চকর গল্প।
না পড়লে সত্যি মিস করবেন।