নামের মধ্যে ‘ঈশ্বর’। অথচ সে আসলে এক কণা। তার মহিমা অপার। সে না থাকলে এই ব্রহ্মাণ্ড হত না আজকের মতন। থাকত না গ্যালাক্সি গ্রহ-তারা পৃথিবী পাহাড়-পর্বত গাছপালা নদীনালা। এমনকী মানুষও। বহু সাধ্যসাধনা- এবং বিপুল ব্যয়ের রাজসূয় আয়োজনের পর- দেখা মিলল সেই কণার। বিজ্ঞানের দুনিয়া জুড়ে জয়জয়কার। গবেষণার উপহার এমন আরও অনেক আবিষ্কারের পাশাপাশি গবেষকদের জীবনও এখানে আলোচিত। কোথায় মিল আলবার্ট আইনস্টাইন এবং সিগমুন্ড ফ্রয়েডের? কেমন ফারাক এডওয়ার্ড টেলার এবং আন্দ্রেই শাখারভের? এক তরুণ গবেষক জীবনের অভিজ্ঞতা থেকে কীভাবে টের পান বিজ্ঞানচর্চা আর সাহিত্যসেবার গূঢ় পার্থক্য? এমনতর নানা বিষয় উঠে এসেছে লেখকের নিপুণ কলমে। এক-একটি রচনায় পাঠকের জন্য রয়েছে নতুন নতুন ভুবন।
মাস্টারপিস একটা বই। প্রতিটা প্রবন্ধ দুর্দান্ত। বাংলায় বিজ্ঞান, বিজ্ঞানী আর তাদের জীবন নিয়ে লেখা সেরা বইগুলোর একটা। হিগস বোসন কণার আবিষ্কার, কোয়ান্টাম মেকানিক্সের রোমাঞ্চকর জগৎ, মহাবিশ্বের সৃষ্টি ও ধ্বংসের টাইমলাইন, দাবার জগতে গ্র্যান্ডমাস্টার আর সুপার কম্পিউটারের লড়াই, পারমাণবিক বোমা, হাইড্রোজেন বোমা আবিষ্কার, বোমা নিয়ে গুপ্তচরবৃত্তি, ফাইনম্যান, ওপেনহাইমার, এডওয়ার্ড টেলার, আইনস্টাইনের মস্তিষ্ক, ক্যালকুলাস নিয়ে লিবনিজ ও নিউটনের গ্যাঞ্জাম, সোভিয়েত হাইড্রোজেন বোমার জনক শাখারভ ও তার মানুষের জন্য লড়াই, ডারউইন ও বিবর্তনবাদ, গ্র্যাভিটেশনাল ওয়েভের খোঁজে মানুষ, ধর্ম বিশ্বাস ও বিজ্ঞানের মুখোমুখি অবস্থান-সহাবস্থান তত্ত্ব, মহাবিশ্বে এলিয়েনের খোঁজ এরকম বিচিত্র বিষয়ের উপর ঝরঝরে ভাষায় লেখা অসাধারণ সব প্রবন্ধ।