Jump to ratings and reviews
Rate this book

অনুপমার প্রেম

Rate this book
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (সেপ্টেম্বর ১৫, ১৮৭৬-জানুয়ারি ১৬, ১৯৩৮) জনপ্রিয়তম বাঙালি কথাসাহিত্যিক। বাঙলা ছাড়াও তাঁর লেখা বহু ভারতীয় ও বিদেশী ভাষায় অনূদিত হয়েছে। তিনি কখনও কখনও অনিলা দেবী ছদ্মনামে লিখতেন।
এই উপন্যাসটি একটি মেয়েকে নিয়ে লেখা। একটি চঞ্চল মেয়ের করুণ জীবন বৃত্তান্ত, এই উপন্যাসটি সকল পাঠক হৃদয়কে ব্যাধিত করে তোলে।

53 pages, Kindle Edition

First published September 1, 1917

14 people are currently reading
91 people want to read

About the author

Sarat Chandra Chattopadhyay

319 books936 followers
Complete works of Sarat Chandra (শরৎ রচনাবলী) is now available in this third party website:
http://sarat-rachanabali.becs.ac.in/i...

Sarat Chandra Chattopadhyay (also spelt Saratchandra) (Bengali: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়) was a legendary Bengali novelist from India. He was one of the most popular Bengali novelists of the early 20th century.

His childhood and youth were spent in dire poverty as his father, Motilal Chattopadhyay, was an idler and dreamer and gave little security to his five children. Saratchandra received very little formal education but inherited something valuable from his father—his imagination and love of literature.

He started writing in his early teens and two stories written then have survived—‘Korel’ and ‘Kashinath’. Saratchandra came to maturity at a time when the national movement was gaining momentum together with an awakening of social consciousness.

Much of his writing bears the mark of the resultant turbulence of society. A prolific writer, he found the novel an apt medium for depicting this and, in his hands, it became a powerful weapon of social and political reform.

Sensitive and daring, his novels captivated the hearts and minds of thousands of readers not only in Bengal but all over India.

Some of his best known novels are Palli Samaj (1916), Charitraheen (1917), Devdas (1917), Nishkriti (1917), Srikanta in four parts (1917, 1918, 1927 and 1933), Griha Daha (1920), Sesh Prasna (1929) and Sesher Parichay published posthumously (1939).

"My literary debt is not limited to my predecessors only. I'm forever indebted to the deprived, ordinary people who give this world everything they have and yet receive nothing in return, to the weak and oppressed people whose tears nobody bothers to notice and to the endlessly hassled, distressed (weighed down by life) and helpless people who don't even have a moment to think that: despite having everything, they have right to nothing. They made me start to speak. They inspired me to take up their case and plead for them. I have witnessed endless injustice to these people, unfair intolerable indiscriminate justice. It's true that springs do come to this world for some - full of beauty and wealth - with its sweet smelling breeze perfumed with newly bloomed flowers and spiced with cuckoo's song, but such good things remained well outside the sphere where my sight remained imprisoned. This poverty abounds in my writings."

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
50 (22%)
4 stars
73 (32%)
3 stars
67 (30%)
2 stars
20 (8%)
1 star
13 (5%)
Displaying 1 - 25 of 25 reviews
Profile Image for Riddhiman.
157 reviews14 followers
December 16, 2017
This is one novel where Sharat Chandra tried to break his stereotypes about the portrayal of women, well to a certain extent. Liked it
Profile Image for Ummul Bashar.
5 reviews
September 4, 2021
সবকিছু ভুলে নিঃস্বার্থ ভাবে চাওয়া মনে হয় শুধু গল্প উপন্যাসেই হয়। আসল ভালবাসা ফেলে বেশিরভাগ মানুষ ই, মিথ্যে মরীচিকার পিছনে ছুটে বেড়ায়।তবে এতসব আসল নকলের ভীড়ে সঠিক মানুষটার খুঁজ পাওয়া দুঃসাধ্যই বটে।পড়তে পড়তে যে কথাটা মনে হচ্ছিল তা হল,"মানুষ তাকেই চায়,যে তাকে চায় না।আবার তাকে যে চায়, সে তাকে চায় না!" উলু বনে মুক্তা ছড়ানোর মত ভুল মানুষকে ভালবেসে অনুপমা তার জীবনের সমস্তটাই যখন হারিয়ে জীবনসমুদ্রে ডুবে যাচ্ছিল,তখন ললিত তার সমস্তটা দিয়ে অনুকে তীরে তুলে নিয়েছে।
অনু যাকে ভালবেসেছে সে অনুকে চায় নি,আবার অনুকে যেই ললিত আপন করে নিতে চেয়েছিল তাকেই যেতে হয়েছে সামাজিক অপমানের ভেতর দিয়ে,সবকিছুর পরেও যখন ললিত আবার অনুপমাকে চায় তখন শুধু এটাই মনে হয়,ভালবাসা জিনিসটাই মনে হয় এমন অদ্ভুত! মান অপমান, সামাজিক অবস্থান, প্রত্যাখ্যান,ক্রোধ সবকিছু ভুলে শুধুমাত্র নির্দিষ্ট মানুষটার সাহচর্যই সমস্তকিছুর উর্ধ্বে হয়ে উঠে!
Profile Image for Jenia Juthi .
258 reviews66 followers
September 13, 2020
শেষে দিয়ে কান্না করালেন না কেনো?
আপনার বই পড়ে কান্না না করলে ভাল্লাগে না।
আমরা যা চাই সবসময় তা আমাদের জন্য মঙ্গল নাও হতে পারে। আবারো বুঝলাম!
Profile Image for Stargirl.
16 reviews
Read
June 18, 2024
“তবে ভিতরে একটা কথা আছে—কাহাকেও ভালবাসিলে মনে হয়, সেও বুঝি আমাকে ভালবাসে; আমাকে কেন বাসিবে না?”




“যাহাকে ভালবাসিত মনে করিত, তাহাকে পাইল না; যে ভালবাসিতে আসিয়াছিল, তাহাকে তাড়াইয়া দিল।”
Profile Image for Fårzâñã Täzrē.
281 reviews20 followers
July 16, 2025
"এমন তো প্রেম হয়
ও ও চোখের জলে কথা কয়
নিজে নিজে জ্ব লে পু ড়ে
ও ও পাষানে বাধে যে হৃদয়"

এগারো বছর বয়সে অনুপমা নভেল পড়তে পড়তে মাথাটা একেবারে বিগড়ে ফেলেছে। সে মনে করল, মনুষ্য-হৃদয়ে যত প্রেম, যত মাধুরী, যত শোভা, যত সৌন্দর্য, যত তৃষ্ণা আছে, সব খুঁজে বেছে বেছে একত্র করে নিজের মস্তিষ্কের ভেতর জমা করে ফেলেছে; মনুষ্য-স্বভাব, মনুষ্য-চরিত্র তার নখদর্পণ হয়েছে। জগতের শেখার পদার্থ আর তার কিছুই নাই; সব জেনে ফেলেছে, সব শিখে ফেলেছে। সতীত্বের জ্যোতি সে যেমন দেখতে পায়, প্রণয়ের মহিমা সে যেমন বুঝতে পারে, জগতে আর যে কেউ তার মতন তেমন সমঝদার আছে, অনুপমা সেটা কিছুতেই বিশ্বাস করতে পারে না।

অনুপমা যাকে মন দিলো সে কিছু জানলো না। না জানুক, কিন্তু অনুপমার প্রেম উত্তরোত্তর বৃদ্ধি পেতে লাগল। অমৃতে গরল, সুখে দুঃখ, প্রণয়ে বিচ্ছেদ চিরপ্রসিদ্ধ। দুই চার দিনেই অনুপমা বিরহ-ব্যথায় জর্জরিত দেহ হয়ে মনে মনে বলল, স্বামী তুমি আমাকে নাও বা না নাও, ফিরে চাও বা না চাও, আমি তোমার চিরদাসী। প্রাণ যায় তাও স্বীকার, কিন্তু তোমাকে কিছুতেই ছাড়ব না। এ জন্মে না পাই, আর জন্মে নিশ্চয়ই পাব; তখন দেখবে, সতী-সাধ্বীর ক্ষুদ্র হৃদয়ে কত বল!

অনুপমা বড়লোকের মেয়ে। সে ঘুরে ফিরে বিরহ-ব্যথা অনুভব করতে লাগল। এলোচুল করে, অলঙ্কার খুলে ফেলে, গায়ে ধুলো মেখে, প্রেমের যোগিনী সেজে, লেকের জলে কখনও মুখ দেখতে লাগল; কখনও নয়ন-জলে ভেসে, কখনও আঁচল পেতে গাছের নিচে শুয়ে হা-হুতাশ ও দীর্ঘশ্বাস ত্যাগ করতে লাগল; খাবারে রুচি নাই, ঘুমের ইচ্ছা নাই, সাজসজ্জায় বিষম বিরাগ, গল্প-গুজবে রীতিমত বিরক্তি—অনুপমা দিন দিন শুকিয়ে যেতে লাগল।


অনুপমার বৌদির জোরাজুরিতে শেষমেশ অনুপমা বলেই ফেললো তার মনে মনে স্বামী হওয়া সেই যুবক পুরুষের নাম। সুরেশ! প্রতিবেশী রাখাল মজুমদারের ছেলে! অনুর মা রাত্রে এ কথা শুনলেন। পরদিন অমনি মজুমদারের বাড়িতে তিনি উপস্থিত হলেন। নানা কথার পর সুরেশের জননীকে বললেন, তোমার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দাও। সুরেশের জননী হেসে বললেন, মন্দ কি! ভাল-মন্দর কথা নয়, দিতেই হবে।

সুরেশের জননী বললেন, তবে সুরেশকে একবার জিজ্ঞাসা করে আসি। সে বাড়িতেই আছে; তার মত হলে কর্তার অমত হবে না। সুরেশ বাড়ি বসে তখন বি.এ. পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছিল—একমুহূর্ত তার এক বছর। তার মা বিয়ের কথা বললেন, সে কানেই তুলল না। জননী আবার বললেন, সুরো, তোকে বিয়ে করতে হবে। সুরেশ মুখ তুলে বলল, তা ত হবেই, কিন্তু এখন কেন? পড়ার সময় ও-সব কথা ভাল লাগে না।

কিন্তু অনুপমার মা নাছোড়বান্দা। মেয়ের সুখের জন্য অর্থের প্রলোভন দেখিয়ে সুরেশের মা বাবাকে রাজি করলেন। অনুপমার বাবাও অমত করলেন না। ধুমধাম করে বিয়ের আয়োজন শুরু হয়েছে। অনুপমা এবার সুখী হবে তো? যার প্রেমে সে পা*গলিনী এবার তার গলায় মালা দিয়ে শুধু বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা বাকি।


ওদিকে দুর্লভ বসু বিস্তর টাকা-পয়সা রেখে পরলোকগমন করলে তার বিশ বছর বয়সী একমাত্র পুত্র ললিতমোহন শ্রাদ্ধশান্তি সমাপ্ত করে একদিন স্কুলে গিয়ে মাস্টারকে বলল, মাস্টারমশায়, আমার নামটা কেটে দিন। মিথ্যে পড়াশুনা কি হবে? যেজন্য পড়াশুনা, তা আমার বিস্তর আছে। বাবা আমার জন্যে অনেক অর্থ রেখে গিয়েছেন।

মাস্টার চোখ টিপে অল্প হেসে বললেন, তবে আর ভাবনা কি? এইবার চরে খাও গে। এইখানেই ললিতমোহনের বিদ্যাভ্যাস ইতি হলো।ললিতমোহনের কাঁচা বয়স, হাতে বিস্তর অর্থ, কাজেই স্কুল ছাড়া মাত্র বিস্তর বন্ধুও জুটে গেল। ক্রমে তা*মাক, সি*দ্ধি, গাঁ*জা, ম*দ, গায়ক, গায়িকা ইত্যাদি একটি পর একটি করে ললিতমোহনের বৈঠকখানা পূর্ণ করল। এদিকে বাপের কষ্টের জমানো রেখে যাওয়া টাকা তরতর করে জলে পড়তে লাগলো। তার জননী কেঁদে অনেক বোঝালেন, অনেক বললেন, কিন্তু সে তাতে বিচলিত হলো না।

মা*তাল হয়ে রাত বিরেতে ললিত ঘুরতে আসতো অনুপমাদের বাগানে। সেখানেই ভালো লেগে গেল অনুকে। ললিত একটা দুঃসাহসের কাজ করে ফেলল হঠাৎ!

🎉 পাঠ প্রতিক্রিয়া 🎉

শরৎচন্দ্রের লেখা "অনুপমার প্রেম" আমার কাছে না কেমন যেন মনে হলো অতি চালাকের গলায় দ*ড়ি প্রবাদ বাক্যের মতো। কোনো আবেগী গল্প পড়ে এই প্রথম খিলখিল করে হাসলাম খুব মনে মনে। অনুপমাকে না বিশ্বাস করুন আজকালকার কিছু ইঁচড়ে পাকা মেয়েদের মতো লাগলো। বিশেষ করে শুরুতে যা যা ঘটেছিল আর কী।

তবে সবটাই বয়সের দোষ এটা জানি। কিশোরী বয়সে আবেগ অনুভূতি বেশি থাকে। নিজেকে সামলাতে গিয়ে আরো যেন ছড়িয়ে যায় জীবন। এবং তাই মাঝপথে পরিনত অনুকে দেখে আমার হাস্যরসাত্মক লাগেনি। বরং মনে মনে বেচারির জন্য করুনা অনুভব করছিলাম। সময়টা যখন খারাপ যায় তখন আসলেই কাছের কাউকে পাওয়া যায় না। এই নিষ্ঠুর পৃথিবীতে একাই নিজের লড়াইটা লড়তে হয়। পাথরের মত শক্ত হয়ে যায় সেই গোলাপের ন্যায় কোমল হৃদয়টা।

আসলে এই পৃথিবীতে আবেগের কোনো জায়গা নেই জানেন। অনু যখন বুঝতে পেরেছিল এই সত্যিটা তখন তার বয়স যেন হিসাবের থেকেও বেশি বেড়ে গেছে। জীবনের নতুন দ্বার উন্মুক্ত হয়ে আছে তার সামনে। সেই দ্বারে একের পর এক সত্যের রাস্তা খ��লছে আর অনু কাঁ*টার ঘায়ে ক্ষ*তবিক্ষত হচ্ছে।

শরৎচন্দ্রের লেখা ভালো লাগে এই কারনেই যে সামাজিক উপন্যাস কিংবা ছোটগল্প হোক, তিনি দর্পন ধরেন আসল সত্যে। জীবনের যে কত চড়াই উতরাই পেরিয়ে এগিয়ে যেতে হয় তিনি বোধহয় অনুকে দিয়ে শেখালেন আমাদের। সরল সাবলীল লেখা। সাধু ভাষায় হলেও পড়তে অসুবিধা হয় না। ভাষার কাঠিন্য শরৎচন্দ্র সবসময় বর্জন করে এসেছেন তার লেখায়।

ললিতকে নিয়ে একটু কিছু বলি। আসলে এই ছেলেটিকে যত খারাপ ভেবেছিলাম শেষের দিকে সে আমাকে অবাক করলো। আসলে শিক্ষা মানুষকে কতটুকু ভালো হতে শেখায় জানি না তবে এই অল্পশিক্ষিত ছেলেটি মা*তাল হলেও নিজের আচরণে শিক্ষিতদের থেকে বড় পরিচয় দিয়েছে।


"সখী তরা প্রেম করিও না
পিরীত ভালা না"

অনুপমার প্রেম তাকে জীবনের চরম শিক্ষা বোধহয় দিতে পেরেছিল। তাই আসলে বুঝেশুনে ফেলা উচিত পা। ভালোবাসার মর্ম বোঝে যে জন, তাকেই দেয়া উচিত মনপ্রাণ।

🎉বইয়ের নাম: "অনুপমার প্রেম"
🎉লেখক: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
Profile Image for Aamen.
30 reviews1 follower
March 3, 2025
I obviously read the story in Bangla- as the first one in Sharatchandra Golpo Shongroho volume I- and it immediately took me back to my high school days, when I had first read works by this author, and fell in love with his prose.

While the whims and motivations of a barely 12 year old Anupama is too foreign to my 21st century sensibilities, the story was still very profound. It had the classic Sharatchandra tinge- real characters, painful yet enduring romance, and a Bengali society incredibly oppressive of women. While I appreciate the author for having had a keen eye on the plight on women in early 20th century Bengal, often venerating them for their interminable sacrifice and suffering, I somehow find it slightly 'icky' as a woman of the 21st century.

The woman in Sharatchandra's works is celebrated for her piety and steadfastness, but it irks me somewhere, because it implies that a woman can only be worthy in the eyes of the author when she sacrifices and suffers. If she instead had chosen her own way, would she have been his beloved heroine?

Maybe I am overthinking this, because he does let Anupama's life be redeemed by an act of societal dishonor in the end, but it is an act visited upon her, and not by herself. In any case, I still loved the story, because it especially exposes the flimsy nature of a woman's fate in pre-independence Bengali society, how its worth can be reduced to nothing in the matter of a day, and affect her life forever after. How honour and dignity are more important than a living breathing feminine life. And how Anupama had once dared to soar beyond the clouds limiting the sky for a woman, and seemingly had to fall down because of it.

In the end, it kind of reinforces the fact that back then, women did not have the right to choose love, but rather only to accept the love that comes their way. Maybe it is the same even today.
Profile Image for Aria Tasnim.
12 reviews
October 22, 2023
সবকিছু ভুলে নিঃস্বার্থভাবে চাওয়া মনে হয় শুধু গল্প উপন্যাসেই হয়। আসল ভালোবাসা ফেলে বেশিরভাগ মানুষই মিথ্যে মরীচিকার পিছনে ছুটে বেড়ায়। তবে এতসব আসল নকলের ভীড়ে সঠিক মানুষটার খোঁজ পাওয়া বড়ই দুঃসাধ্য বটে। পড়তে পড়তে একটা কথাই যে মনে হচ্ছিলো, “ মানুষ তাহাকেই চায়, যে তাকে চায় না। আবার তাকে যে চায়, সে তাকে চায় না।”
উলো বনে মুক্তা ছড়ানোর ভুল মানুষকে ভালোবেসে অনুপমা তার জীবনের সমস্তটাই যখন হারিয়ে জীবন-সমুদ্রে ডুবে যাচ্ছিল, ঠিক তখনই ললিত তার জীবনের সমস্তটা দিয়ে অনুকে তীরে তুলে নিয়েছে।
অনুপমা যাকে ভালোবেসেছে নিজের সবটা দিয়ে সে কিন্তু অনুপমাকে চায়নি, আবার অনুকে যেই ললিত আপন করে নিতে চেয়েছিল তাকেই যেতে হয়েছে সামাজিক অপমানের মধ্য দিয়ে। সবকিছুর পরও ললিত অনুপমাকেই চায়, তখন মনে হয় “ভালোবাসা হয়তো এমনি অদ্ভুত!!!” মান-অপমান, সামাজিক অবস্থান, প্রত্যাখ্যান, ক্রোধ সবকিছু ভুলে শুধুমাত্র নির্দিষ্ট মানুষটার সাহচর্যই সমস্ত কিছুর উর্ধ্বে হয়ে উঠে।
This entire review has been hidden because of spoilers.
Profile Image for jfk's_booknest.
175 reviews
January 26, 2025
It was okay...

But seriously, the language was so hard to read and understand.

Can't they write it with simple words so all category of people can understand?

I'm starting to think that's how they communicated in real life.
Profile Image for AbuSaleh Sheikh.
32 reviews
July 1, 2025
অনুপমার প্রেম একটি সংক্ষিপ্ত প্রেমকাহিনী নয়—এটি নারীর ভয়, আশা, সামাজিক বাধ্যতা ও প্রেমের টানাপোড়েনের গভীর পরীক্ষা।
ক্ষুদ্র কিন্তু গভীর প্রভাব রাখে এমন -নারীর বাস্তব বিশ্বাসঘাতকতা ও প্রত্যাশার আকস্মিক সংঘর্ষের গল্প রচনা করেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ।
Profile Image for Akanksha Pathak.
3 reviews2 followers
November 27, 2023
Nice novel

Nice novel
I loved it . Anupama's character is like the character of every teenager girl .
She believes in love at first sight.
Profile Image for Sumiya Arafin.
15 reviews5 followers
January 5, 2024
পড়ার পর একটা লাইনই মাথায় আসলো "যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না  "
14 reviews
March 7, 2025
বইটি আমার তেমন একটা ভালো লাগেনি...প্রথমে খুব ন্যাকামো লেগেছিল...শেষের টুইস্ট টি ভালো ছিল
32 reviews
December 26, 2025
বিদ্যুৎ বিল দিতে গিয়ে লাইনে দাড়ি পড়েছিলাম আগাগোড়া।
Profile Image for নাসিমা জিতু.
35 reviews
January 5, 2026
অনুপমার কী নিদারুণ করুন পরিণতি। ছোটোবেলা থেকেই সে যাকে চেয়েছে, ভালোবেসেছে, তাকে পায় নি। আবার অনুপমাকে যে চেয়েছে, তাকে অনুপমা গ্রহণ করতে পারে নি। দূরে ঠেলে দিয়েছে।
বাবা-মা সবার চিরদিন থাকে না। তাই নাকি নারীর লাগে অভিভাবক।। স্বামী নামক অভিভাবক। অনুপমা তাই চেয়েছে নিজের মনের মানুষকে।
একা এককজন নারীর পথচলা কতটা কঠিন, কিছুটা আঁচ এই বইটি পড়ে উপলব্ধি করতে পারলাম।
Profile Image for ID.
52 reviews1 follower
August 4, 2023
প্রতিলিপি তে পড়েছি গল্পটি। এটি একটি ছোট গল্প।
Profile Image for নীতু.
22 reviews4 followers
July 23, 2023
ছোটগল্প," অনুপমা " নামক একজন মেয়ের বিবাহ পূর্ববর্তী এবং পরবর্তী অবস্থাকে কেন্দ্র করে। শরৎচন্দ্রের অন্যান্য গল্পের তুলনায় কিছুটা দুর্বল মনে হলো কাহিনি যা সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। তবে বইতে কিছু লাইন রয়েছে লেখকের যা কিনা বাস্তবতার সাথে এতোটাই সামঞ্জস্যপূর্ণ যে পাঠকের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য। অল্প সময়ে পড়ে ফেলার মতো একটি বই।
Profile Image for Al Amin Sarker.
45 reviews1 follower
September 8, 2021
#বুক_রিভিউ

অনুপমার প্রেম
শরৎচন্দ্র চট্টপাধ্যয়
#spoileralert

উপন্যাসের ���াম থেকেই বুঝা যাচ্ছে, অনুপমাকে ঘিরেই এই গল্প। অনুপমাদের পরিবারে রয়েছে মা-বাবা এবং একটি সৎ ভাই, অনুপমা একই গায়ের সুরেশকে মনে প্রাণে ভালবাসতে থাকে একতরফা ভাবে। সুরেশের সাথে পারিবারিক ভাবে বিয়েও ঠিক হয় কিন্তু সুরেশ বিয়ের রাতেই পালিয়ে যায়। পরে এক বুড়োর সাথে বিয়ে দেয়া হয় অনুপমার। অন্যদিকে অনুপমাকে ভালবাসিত কথাটি বলতে আসিয়ায় বাগানে অনধিপ্রবেশ করার দায়ে তিন বছরের জেল হয় ললিত বাবুর। ললিতর বাবা ছিলেন না, ছিল মা, টাকা পয়সা যা ছিল মদ নেশা করে উড়াইয়া দিতেছিল ললিত। মায়ের আকুতিতে নেশা ছাড়লেও শেষ পযন্ত জেলে যেতে হলো ছোট এক কারণে।
অনুপমা বুড়ো স্বামীসহ বাপের বাড়িতেই থাকত। দুই বছর পরে বুড়ো মরে গেলে বিধবা হয়ে সৎ ভাইয়ের বাড়িতে কোনও রকমে দিনাতিপাত করে যাচ্ছিল অনুপমা। বছর পাচ পরে সৎভাই এক চাকরের সহিত কলংক দিলে, অনুপমা আত্মহত্যার জন্য পুকুরে নামে অনেক চেস্টা করে কিন্তু মৃত্যু কি অত সহজ। পেছন থেকে কে যেন সহসা ডেকে উঠে অনুপমা, তাকে সে চিনতে পারে সে ললিতবাবু। অনুপমা জ্ঞান হারিয়ে ফেলে সেখানেই, টের পেয়ে দেখিলো সে সুসজ্জিত পালংকে শয়ন করিয়া আছে, পার্শ্বে ললিত।
Profile Image for A. M. Faisal.
76 reviews20 followers
June 11, 2020
অনুপমার প্রেমে কাহিনী ট্র্যাজিক হয়েও ঠিক সুখী পরিণতির কারণে রসোত্তীর্ণ হতে পারে নি। কিছুটা ব্যঙ্গাত্মক করতে যেয়েও কেন যে শরৎ বাবু হঠাৎ সিরিয়াস দিকে মোড় নিলেন, সেটা তিনিই বলতে পারবেন। ছোট গল্পই বলা ভাল।
নারী চরিত্রের ক্ষেত্রে শরৎবাবুর ছাঁচ থেকে আলাদা হিসেবে শুরু হয়েও শেষে এসে সেই একই রকম চেহারা বেরিয়ে আসাতে কিছুটা আশাহত হতে হয়েছে।
Profile Image for Nuhash.
221 reviews8 followers
October 18, 2022
অনুপমার প্রেম

অনুপমা যে নারীর ছিল আত্মগড়িমা আর ভালবাসার সজীবতার অংশ রূপে ফুটে উঠেছেন। নভেল পড়ে সে বুঝে নিয়েছে ভালবাসা কী? কিন্তু ভালবাসা ডে তার সর্স্বস কেড়ে নিবে সে জানতে পারে নি। এমনি এক ভালবাসার বর্ণনা দিয়েছেন লেখক।
Profile Image for Pritom Kumar.
22 reviews2 followers
January 12, 2020
মোটামুটি ধাঁচের গল্প নিয়ে বইটা । অনুপমা নামক সহজ সরল বালিকার প্রেম কাহিনী এবং জীবনের নানা ঘাত প্রতিঘাতের কাহিনী বর্ণিত হয়েছে। খুব বেশি অন্তদ্বন্দ্ব বা হাই ক্লাইমেক্স ছিল না কখনওই ।
Profile Image for Imran Shorif Shuvo.
86 reviews33 followers
November 20, 2022
দর্শককে শেষ মুহূর্ত পর্যন্ত আকৃষ্ট করে রাখতে পারঙ্গম, ক্লাসিক শরৎচন্দ্র! <3
Profile Image for Dr. Suman Gope.
2 reviews
February 4, 2023
"যাহাকে ভালবাসিত মনে করিত, তাহাকে পাইল না; যে ভালবাসিতে আসিয়াছিল, তাহাকে তাড়াইয়া দিল।" 🍁
Displaying 1 - 25 of 25 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.