জন্ম ১০ এপ্রিল, ১৯৮১, কলকাতা। স্নাতক, স্নাতকোত্তর এবং পি. এইচ. ডি. তে সেরা ছাত্রের স্বর্ণপদক প্রাপ্ত। নতুন প্রজাতির ব্যাকটেরিয়া Bacillus sp. KM5 এর আবিষ্কারক। বর্তমানে ধান্য গবেষণা কেন্দ্র, চুঁচুড়ায় বৈজ্ঞানিক পদে কর্মরত এবং হাবড়া মৃত্তিকা পরীক্ষাগারের ভারপ্রাপ্ত আধিকারিক। জার্মানী থেকে প্রকাশিত হয়েছে তাঁর লেখা গবেষণাগ্রন্থ Discovering Friendly Bacteria: A Quest (২০১২)। তাঁর কমিকস ইতিবৃত্ত (২০১৫), হোমসনামা' (২০১৮),মগজাস্ত্র (২০১৮), জেমস বন্ড জমজমাট (২০১৯), তোপসের নোটবুক (২০১৯), কুড়িয়ে বাড়িয়ে (২০১৯),নোলা (২০২০), সূর্যতামসী (২০২০), আঁধার আখ্যান (২০২০) ও নীবারসপ্তক (২০২১) এই সব দিনরাত্রি (২০২২), ধন্য কলকেতা সহর (২০২২), আবার আঁধার (২০২২), অগ্নিনিরয় (২০২২), হারানো দিনের গল্প (২০২৪), সিংহদমন (২০২৪), ডিটেকটিভ তারিণীচরণ (২০২৪), আরও একটি প্রবন্ধ সংকলন (২০২৫) সুধীজনের প্রশংসাধন্য। সরাসরি জার্মান থেকে বাংলায় অনুবাদ করেছেন ঝাঁকড়া চুলো পিটার (২০২১)। বাংলাদেশের আফসার ব্রাদার্স থেকে প্রকাশিত হয়েছে ম্যাসন সিরিজের বাংলাদেশ সংস্করণ (২০২২, ২৩), মৃত্যুস্বপ্ন (২০২৪), ডিটেকটিভ তারিণীচরণ (২০২৪) । সম্পাদিত গ্রন্থ সিদ্ধার্থ ঘোষ প্রবন্ধ সংগ্রহ (২০১৭, ২০১৮) ফুড কাহিনি (২০১৯), কলকাতার রাত্রি রহস্য (২০২০) সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষে একাই একশো (২০২২), কলিকাতার ইতিবৃত্ত(২০২৩), বিদেশিদের চোখে বাংলা (২০২৪) এবং কলিকাতার নুকোচুরি (২০২৫)
সম্প্রতি দুই একটা গ্রাফিক নভেল পড়েছি মাত্র। তাছাড়া বিভিন্ন সময়ে কমিক্সও পড়া হয়েছে কিছু। তবে সেগুলির সংখ্যা হাতে গোনা যাবে। এই অল্প কিছু সপ্তাহ হলো দুই একটা মাঙ্গা এবং শুলজ্যের দা পিনাটস পড়া শুরু করেছি। এসবের মধ্যে এই বইটা পড়তে গিয়ে অদ্ভুত পৃথিবীটার দরজা হা করে খুলে গেছে বলা যায়। পড়া শেষ করে এখন বিস্তর কথাবার্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। এত কিছু তো বলা মুশকিল। সংক্ষেপ করার চেষ্টা করি।
বইটা আমার কাছে নানা কারণে সার্থক। কমিক্স নিয়ে ভীষণ কৌতুহল ধরিয়ে দিয়েছে। প্রায় দশক ধরে চলে আসা হলিউডের সুপারহিরো সিনেমার হুজুগের প্রতি বেশ বিরক্ত এই আমাকে দিয়ে ব্যাটম্যানের দা কিলিং জোক পড়িয়েছে। স্পাইডারম্যানের ১০ বছরের কালেকশন ডাউনলোড করিয়েছে। টিনটিনের বক্স সেট সংগ্রহ করিয়েছে। পুনরায় অ্যাস্টেরিক্স খুলিয়েছে। নারায়ণ দেবনাথের কমিক্স সমগ্র সংগ্রহ করা উচিত হবে কিনা ভাবাচ্ছে। সম্প্রতি 'সন্দেশ কমিক্স সমগ্র' খানা হস্তগত করেছি বলে নিজের প্রতিই কৃতজ্ঞ করে তুলেছে। এবং বুঝতে পারছি শীঘ্রই অন্তর্জালে আমাকে দিয়ে দা ইয়েলো কিড, বাস্টার ব্রাউন, কাটসেনজামার কিডস, ক্রেইজি ক্যাট, ভি ফর ভ্যানডেট্টা, বুদ্ধা, আকিরা সহ আরও অনেকগুলি কমিক্স, মাঙ্গা, গ্রাফিক নভেলের খোঁজ করাবে। এবং খোঁজ পেলে সেগুলো পড়িয়ে ছাড়বে।
আমি খুশি। বইটা এবং সর্বোপরি বইয়ের বিষয়বস্তু (অর্থাৎ কমিক্সের ইতিহাস) আজব-ইতর সব জঞ্জালে ভরা এই পৃথিবীতে আমাকে বেশ কতগুলি ঘন্টা গভীর ঘোরের মধ্যে ডুবিয়ে রেখেছে বলে আমি খুশি। এর আগে কোনো বই পড়ে এতগুলি ভবিষ্যতে পাঠযোগ্য বইয়ের সন্ধান পেয়েছিলাম মনে পড়ে না। ডান দিকে ছবি, বা দিকে টেক্সট। অনেক আরাম। ভাগ এবং অধ্যায়ের নামগুলিও যথেষ্ট আকর্ষণীয়। পুরো বই জুড়ে প্রচুর পড়াশোনা এবং শ্রমের ছাপ স্পষ্ট। আর একদম শেষের কালপঞ্জিটা দিয়েও লেখক পাঠকের বেশ উপকার করেছেন। পুরো বইটার একটা 'রিভিশন' হয়ে যায়।
একদম শেষে দুটি সমালোচনা রেখে যাই। পরবর্তী সংস্করণ প্রকাশের আগে আরেকবার প্রুফটা দেখালে খুব ভালো হতো। আর কিছু কিছু ছবির রেজোল্যুশনের উন্নতি হলেও বেশ হয়।
অধমের ২০২২ সালের বইযাপন বোধকরি বিগত তিন বছরের মধ্যে সর্বসেরা। স্বাভাবিকভাবেই পূর্বপঠিত ও নতুন দেদার কমিক্স ও গ্রাফিক নভেল ঘাঁটছি। কমিক্স ও গ্রাফিক নভেলের গঠনতন্ত্র ও ইতিহাসের সাত-সতেরো নিয়েও পড়লুম কয়েকটি বই। কিন্তু আজও উনিশ সালে পড়া, বন্ধুবর কৌশিকের বইটি তুলনাহীন। ও যে ঠিক কতটা পরিশ্রম, কতটা পিন-পয়েন্টেড গবেষণা করে বইটি লিখেছে তা বেগানা পাগল পাঠক বাদ দিলে কারো বোঝা সম্ভব হবেনা। আজ এদ্দিন পরে লিখতে ইচ্ছা করলো।
বাংলা ভাষায় কমিক্স নিয়ে এমন কাজ আজ অবধি হয়নি। কমিক্স ও গ্রাফিক্স একাধিক খণ্ডে চিত্রকাহিনির ইতিহাস ও ভূগোল নিয়ে অনেক কিছু জানিয়েছে। কিন্তু এই একক খণ্ডটি সাহিত্যের এই মাধ্যমটির ইতিহাস বিষয়ে বাংলায় এখনও সেরা রিসোর্স। হ্যাঁ, এর সঙ্গে আপনাকে আরও অনেক কিছু পড়তে হবে, যদি আপনি বিষয়টির গভীরে যেতে চান। কিন্তু কমিক্স জিনিসটার আদি-মধ্য-অন্ত (এযাবৎ) বুঝতে চাইলে এঈ বই দিয়ে শুরু করাই সবচেয়ে ভালো।
কমিকস বা বাংলায় বললে চিত্রকাহিনী। অনেক লোকে এই মাধ্যমকে মূল সাহিত্যের মধ্যে ফেলে না, অনেকে কমিকসকে শুধুমাত্র বাচ্চাদের জন্যই মনে করেন। বাংলাতে নিজস্ব আ্যডাল্ট কমিকস বলে কিছু অস্তিত্বও রাখেনা।এজন্য লোকের এসব মনে করা স্বাভাবিক। এমনকি আমিও এই বই পড়ার আগে কমিকস আর গ্রাফিক্স নোভেলকে আলাদাই ভাবতাম।এখন আমার ভুল ধারণা ভেঙেছে।🌚
বইটিকে "বাংলা সাহিত্যে সর্বপ্রথম কমিক্সকোষ" বলা যেতে পারে...। বইটি আমার "want to read" Listকে ভীষণ ভাবে প্রভাবিত করছে। এমনিতেই আমি মাঙ্গা আর Manhwa র পোকা, তারপর এখন আমার গ্রাফিক্স নোভেল পড়ার আগ্রহও বাড়িয়ে দিয়েছে।😅
বইয়ের শেষে কালপঞ্জি আর বাংলা কমিক্সের তালিকাগুলো দিয়ে পাঠকদের সবথেকে বেশী সুবিধা হয়েছে। হ্যাঁ, তবে কিছু পৃষ্ঠায় ছবিগুলোর লেখা পড়তে অসুবিধা হয়েছে আর লেখকের কাছে আমার একটাই অনুরোধ থাকবে..যাতে লেখক মাঙ্গা নিয়ে আলাদা একটি বই লেখেন, ইংরেজিতে তো পেয়ে যাব, কিন্তু বাংলায় পড়ার স্বাদ আলাদা..🤓
কমিক্স আমার ভীষণ পছন্দের। সেই সুবাদে কিছুদিন আগে এই বইটা বগলদাবা করা। তবে ২০১৫ সালে প্রকাশের পর থেকেই বইটা কেনার পাঁয়তারা করছিলাম, কিন্তু নানান ঝামেলায় হয়ে উঠছিল না। এবার হস্তগত করেই নাওয়া-খাওয়া ভুলে ডুব দিলাম। তিনদিনে শেষ হলো ৫০০ পাতার এই ঢাউস বই।
এতে আছে বিশ্ব কমিক্সের কালানুক্রমিক ইতিহাস, যা বাংলা ভাষায় এই প্রথম লেখা হলো। হরেক রকম কমিক্সের নানান অজানা তথ্যে ভরপুর এর প্রতিটা পাতা, সাথে বিভিন্ন দুর্লভ কমিক্স স্ট্রিপের ছবি। ইয়েলো কিড থেকে শুরু করে হালের যাবতীয় কমিক্স নিয়ে আলোচনা হয়েছে এতে। বইটা লিখতে গিয়ে লেখকের কী পরিমাণ খাটুনি গেছে, ভেবে অবাক হয়েছি বারবার। নিঃসন্দেহে কমিক্সপ্রেমীদের সংগ্রহে রাখার মতো একটা বই।
After reading this , it is guaranted that you wont read comics the same way again . This research paper will keep you at the edge of seat from introduction, just like a hard boiled thriller. You will travel back and forth between various ages. You will feel the urge to go through every tintin book once more , thanks to tons of facts provided by author. For the first time i saw henry speak, also getting a unpublished handa bhonda was really surprising. It's like reading a childhood slam book , all your friends and their words are filled in those 450+ pages. Only thing i found missing is few pages on modern day minimalist internet comic strips like rage , xkcd etc. And maybe some words on meme culture.