What do you think?
Rate this book


125 pages, Kindle Edition
First published January 1, 1866
"আত্মোপকারীকে বনবাসে বিসর্জন করা যাহাদিগের প্রকৃতি, তাহারা চিরকাল আত্মোপকারীকে বনবাসে দিবে – কিন্তু যতবার বনবাসিত করুক না কেন, পরের কাষ্ঠাহরণ করা যাহার স্বভাব, সে পুনর্বার পরের কাষ্ঠাহরণে যাইবে। তুমি অধম – তাই বলিয়া আমি উত্তম হইবো না কেন?"
"তথাপি সকলে মৃত্যু নিকটে নিশ্চিত করিলেন। পুরুষেরা নিঃশব্দে দুর্গানাম জপ করিতে লাগিলেন, স্ত্রীলোকেরা সুর তুলিয়া বিভিন্ন শব্দবিন্যাসে কাঁদিতে লাগিল। একটি স্ত্রীলোক গঙ্গাসাগরে সন্তান বিসর্জন করিয়া আসিয়াছিল, ছেলে জলে দিয়া আর তুলিতে পারে নাই, - সেই কেবল কাঁদিল না।"
"হৃদয় স্নেহের আঁধার হওয়াতে অপর সকলের প্রতি স্নেহের আধিক্য জন্মিল; বিরক্তিজনকের প্রতি বিরাগ লাঘব হইলো; মানুষ্যমাত্র প্রেমের পাত্র হইলো; পৃথিবী সৎ কর্মের জন্য মাত্র সৃস্টা বোধ হইতে লাগিল; সকল সংসার সুন্দর বোধ হইতে লাগ��ল। প্রণয় এইরূপ! প্রণয় কর্কশকে মধুর করে, অসৎকে সৎ করে, অপূণ্যকে পুণ্যবান করে, অন্ধকারকে আলোকময় করে!"