কল্পবিজ্ঞান লেখায় স্তানিসোয়াভ লেম এর জুড়ি মেলা ভার৷ এই বইতে লেম এর দুটি বড়ো গল্পের অনুবাদ রয়েছে৷ লেম এর লেখনীর সঙ্গে, দর্শনের সঙ্গে পরিচিত হবার জন্য অবশ্যই বইটা পড়া দরকার। অনুবাদ যথাযথ, কিন্তু কিছু বাংলা পরিভাষার ক্ষেত্রে ইংরেজিটাও রেখে দিলে ভালো হতো, কিছু জায়গায় বিরতিচিহ্নের এদিক-ওদিক আছে। এই ভুলগুলো যত শীঘ্র সম্ভব ঠিক করা দরকার।