অষ্টম জন্মদিনে এক সাথে পাঁচটা বই উপহার দেয় দিদি। এই বইটা সেই পাঁচটার একটা। প্রথম প্রথম বই পড়ার সেই আনন্দ-ভালোবাসার স্মৃতি এক হয়ে আছে যেন এই বই গুলির সাথে।
এই গল্প সংকলনটির মধ্যে 'শাদা কাকাতুয়া' আর 'সবুজ বাড়ির কালো তিতির' এ দুটো গল্পই বেশী ভালো লেগেছিল। বিরল জীব-জন্তু পাচার, পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাবে পশুপাখির বিলুপ্তি সম্পর্কেও প্রথম ধারণা পাই আলী ইমামের লেখনী থেকে।