শিস ও অন্যান্য গল্প—প্রায় পনেরো বছরের বাছাইকৃত গল্প সংকলন। একে বিষয় ও গল্প বলার ভঙ্গির বৈচিত্র্যময় নথিও বলা যায়। সেই দিকে নজর রেখেই দশটি গল্প ছেঁকে এনে সময়ানুক্রমে সাজানো হয়েছে। বর্তমান থেকে অতীত-মুখী এ পরিভ্রমণে দেখা মেলে দলচ্যুত হিজড়া, মৃত বেশ্যা, সাপ-স্বপ্নের ছুতোয় আনন্দে উদ্বেল সমকামী নারী ও প্রাক্তন মাদকসেবীর সঙ্গে অদ্ভুত বা অতি সাধারণ গৃহী মানুষদের। পরস্পরবিচ্ছিন্ন এ মানুষগুলোর মধ্যে বিরোধ না থাকলেও মিলও নেই। এ অমিলই নতুন ও পুরনো গল্পে গ্রথিত বইটির মূল বৈশিষ্ট্য।
১. শিস ২. আমবাগানের সখা ৩. হাতপাখা ৪. আসতান ৫. আবারও প্রেম আসছে ৬. সাপ, স্বামী, আশালতা ও আমরা ৭. মেকআপ বাক্স ৮.. পাঁচটা কাক ও একজন মুক্তিযোদ্ধা ৯. বোনের সঙ্গে অমরলোকে
Shaheen Akhtar is the author of six short story collections and four novels. She has also edited the three-volume Soti O Swotontora: Bangla Shahitye Nari, about the portrayal of women in Bengali literature, and Women in Concert: An Anthology of Bengali Muslim Women's Writings 1904-1938.
Akhtar's second novel Talaash won the Best Book of the Year Award for 2004 from Prothom Alo, the largest-circulation daily newspaper in Bangladesh. The English translation of the novel was published by Zubaan Books, Delhi, India in 2011.
Novels:
1. Palabar Path nei (No Escape Route), Mowla Brothers, 2000
2. Talaash (The Search), Mowla Brothers, 2004
3. Shokhi Rongomala, Prothoma, 2010
4. Moyur Shinghashon (The Peacock Throne), Prothoma, 2014
শাহীন আখতারের মধ্যে ঔপন্যাসিক সত্তা প্রবল।বইয়ের শুরুর দিকের কয়েকটা গল্প উপন্যাসের লক্ষনাক্রান্ত। দীর্ঘ কাহিনি স্বল্প পরিসরে ডালপালা মেলার সুযোগ পায়নি ভালোমতো।ভালো কিন্তু আমার তেমন ভালো লাগে নাই।"ছোট" গল্পগুলো জমা আছে বইয়ের পরের অংশে। আবারও প্রেম আসছে,সাপ স্বামী আশালতা ও আমরা, মেকআপ বাক্স - দারুণ সব গল্প।গল্পকারের নিজের স্বর, লেখনশৈলী, বিষয়বৈচিত্র, প্রাগ্রসর চিন্তাভাবনা বরাবরই আমাকে মুগ্ধ করে।
শাহীন আখতার উপন্যাসের জন্য যতটা আলোচনায় থাকেন, উনার ছোটগল্প নিয়ে আলাপ সে তুলনায় কমই দেখতে পাই। "ভালোবাসার পরিধি" ভালো লেগেছিল, হতাশ করল না "শিস ও অন্যান্য গল্প"ও। এই বইতে মোট গল্প আছে দশটি, বিষয় বাছাইয়ে প্রত্যেকটি গল্পই খুব আলাদা। নামগল্প "শিস" এ খোঁজ মেলে আমিরন আর মীরার, হলের বাগানে যে মীরা মন্ত্রির রক্ষিতা আমিরনকে দেখে ঝেড়ে শিস বাজিয়েছিল। আছে "আমবাগানের সথা", যেটাতে গল্পকথক র্যাবের হাতে তুলে দিবে তার আমবাগানের সখা বা মাদকের একসময়ের সাপ্লাইয়ার দুলুকে। "আসতান" ব্যক্তিগত ভাবে আমার প্রিয় গল্প, এ গল্প বডি ম্যাসাজার বিন্দুবালার, যে হাতের তালুর মতো চেনে ঢাকা শহরটাকে, আর সকালটা যার শুরুই হয় ঢাকার বড়লোক সব ম্যাডামদের ফোন কলে। "আবারও প্রেম আসছে" একটা খুবই সুন্দর গল্প, এক দলছুট হিজড়া পিকনিক পার্টির এক মাইক্রোবাসে উঠে পড়ে আর সেখান থেকেই এর কাহিনী। এই গল্পটা পড়ার সময় একটু হলেও সুনীলের "অরণ্যের দিনরাত্রির" কথা মনে পড়ছিল। "সাপ, স্বামী, আশালতা ও আমরা" শুধু অসম অর্থনৈতিক অবস্থানের দুই নারীর সমকামী প্রেমের গল্প নয় - তাই এ গল্পের শেষে খুব মায়া জন্মে আশালতা আর "আমরা"র জন্য। মেকাপবক্সের লোভে একদিন বেশ্যাবৃত্তিতে আসা মালার লাশ বড়বোন মল্লিকাকে মর্গ থেকে উদ্ধার করে দাফন করতে হবে, কিন্তু বেশ্যার লাশের যেমন জানাযা হয় না, তেমননি এক টুকরো মাটিও মেলে না সহজে। এই নিয়ে "মেকাপ বাক্স" গল্পটি এগিয়ে যায়৷ বিষয়বস্তুতে আলাদা হলেও প্রতিটি গল্পের ভাষা সচারাচর শাহীন আখতারের স্টাইলই ফলো করে। আলাদা করে তো বলার দরকার নেই, কিন্তু লেখকের বাকি লেখা গুলো জলদিই পড়ে ফেলতে চাই।
দশটি ছোটগল্পের সম্ভারের এই সংকলন শাহীন আখতারের লেখনীর ধার তুলে ধরে, সমকালীন বাঙলা সাহিত্যে ওঁনার অবস্থান সম্বন্ধ্যেও জানান দেয়। কয়েকটা গল্প আমার আগে পড়া হ'লেও আবার ক'রে প'ড়ে বেশ উপভোগ করলাম। 'শিস', 'আমবাগানের সখা', 'আবারও প্রেম আসছে', 'মেকআপ বাক্স' ও 'পাঁচটা কাক ও একজন মুক্তিযোদ্ধা' গল্পগুলো অনবদ্য। তবে বাকি নয়টাকে ছাপিয়ে সবার উপরে দাঁড়িয়ে আছে (আমার মতে) 'তাজমহল' গল্পটি। খুব সাধারণভাবে শুরু হওয়া একটা প্লটকে লেখিকা এমনভাবে বাঁক খাইয়ে সমাপ্তির দিকে নিয়ে গেছেন যে, পাঠকের কাছে গল্পটা পরিসমাপ্তির কয়েকটা দরজা খুলে গেছে- যে, যে দরজায় তা থেকে বেরোতে চায়।
"শিস ও অন্যান্য গল্প" লেখিকার প্রায় পনের বছরের বাছাইকৃত গল্পের সংকলন। একে বিষয় ও গল্প বলার ভঙ্গির বৈচিত্র্যময় নথিও বলা যায়। সেই দিকে নজর রেখেই দশটি গল্প ছেঁকে এনে সময়ানুক্রমে সাজানো হয়েছে।
বর্তমান থেকে অতীত-মুখী এ পরিভ্রমণে দেখা মেলে দলচ্যুত হিজড়া, মৃত বেশ্যা, সাপ-স্বপ্নের ছুতোয় আনন্দে উদ্বেল সমকামী নারী ও প্রাক্তণ মাদকসেবীরর সঙ্গে অদ্ভুত বা অতি সাধারণ গৃহী মানুষদের। পরস্পরবিচ্ছিন্ন এ মানুষগুলোর মধ্যে বিরোধ না থাকলেও মিলও নেই! এ অমিলই ছোটগল্পের এক স্বপ্নীল ভুবনে আপনাকে স্বাগতম জানাবে।
এই বইটির জন্য ব্যক্তিগত রেটিং দেওয়ার লোভ হচ্ছে! ৫ এর মধ্যে ৪দিলাম। ❤️