পত্রিকায় প্রকাশিত লেখাগুলোকে একত্র করে বই হিসাবে চালিয়ে দেয়াটা সবসময় সার্থক হয়না। পত্রিকার লেখার ফোকাস থাকে সাম্প্রতিক ঘটনা, সমসাময়িকতা; দিনের লেখা পড়ে দিনেই তার পরিসমাপ্তি। কিন্তু বইয়ের ফোকাসটা কিছুটা দীর্ঘমেয়াদি; অনেকদিন ধরে তা শেলফে থাকবে, দুই বছর পরে পাতা উল্টালেও তা বিনা আয়াসে পড়া যাবে ধরে নেয়া যায়। বাংলাদেশের আয়ারল্যান্ডের সাথে খেলা কিংবা বছর পাঁচেক আগেকার কোনও ইংলিশ ক্রিকেটারের আত্মজীবনী সংক্রান্ত খবর যেমন এখন মেলানো যায়না, তেমনি পারিবারিক ক্রিকেট, বাবা ছেলে, ভাই ভাই সংক্রান্ত বিষয়গুলো একাধিক লেখায় এসেছে। কিছু কিছু খাবার গরম থাকতে খেয়ে ফেলাই ভালো, ঠান্ডা হলে সে খাবার খেয়ে শুধু আক্ষেপই বাড়ে।