What do you think?
Rate this book


184 pages, Hardcover
First published February 1, 2001
"চৌধুরী সাহেবের মেয়ে রেপড হয়েছে।কে কাকে সম্মান দিতে জানে আর জানে না সে পরে ভাবা যাবে। এই উপন্যাসের শুরুটাই হয়েছে বর্ষণ আর ধর্ষণের মতো দুটি অন্তঃমিলযুক্ত শব্দ দিয়ে। অন্ধ মেয়েটি জ্যোৎস্না দেখার আগের ঘটনা শোনা যাক- প্রফেসর স্বামীটি বাইরে আছে, ঘরে রুগ্ন শাশুড়ি। সোনালী তখন ঘরের বাইরে। তখনি ওরা টেনে হিঁচড়ে নিয়ে যায়, শাড়ির আঁচল গুজে দেয় মুখে যাতে চিৎকার না করতে পারে। সোনালী আর চিৎকার করতে পারে নি; জ্ঞান ফেরার পরে দেখে বৃষ্টি তার সঙ্গী হয়েছে। ততক্ষণে ঘটনার কথা অনেকেই জেনে ফেলেছে। তাহের আসে; প্রফেসর স্বামীটি তখন নিজের সম্মান রক্ষায় ব্যস্ত। স্ত্রীকে আগে পাঠিয়ে দেয় তাহেরের সাথে, তালাকনামা পরে পাঠানো যাবে।
মাধাই টাকা গুনছিল। তার হাত থেমে যায়। আবারো মনে হয় মা বলছে, বাঙালিরা মেয়েদের সম্মান দিতে জানে না।"

পৃথিবী মানুষের হয়নি, ঈশ্বর সবার হয়নি, দেশও লেখকের হয়নি
