আবিষ্কারের অভিযান। কেমন এ অভিযান? কখন থেকে এ অভিযানের শুরু? আমাদের সমাজে এ প্রশ্ন করা বারণ। তবুও প্রশ্ন দিয়েই শুরু। সভ্যতার আদিম যুগ থেকে মানুষ আবিষ্কারের অভিযানে নেশাগ্রস্ত হয়েছে। অবাক হয়ে দেখেছে, গাছে গাছে ঘর্ষণে কীভাবে আগুন জ্বলে ওঠে, আর তারপর নিজেই রপ্ত করেছে আগুন জ্বালাবার কৌশল। শিকারের হাতিয়ার, কৃষির উপকরণ, চাকার আবিষ্কার, ধাতুর ব্যবহার, স্টিম ইঞ্জিন থেকে বর্তমান সভ্যতার উপকরণ—সবকিছুই এ অভিযানের সৃষ্টি।
লেখক এই বইতে নতুন প্রজন্মের কাছে এই ইতিহাসটুকু পৌঁছে দেয়ারই চেষ্টা করেছেন।
দেব্রীপ্রসাদ চট্টোপাধ্যায় (English: Debiprasad Chattopadhyaya) ভারতের কলকাতায় ১৯১৮ সালে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ভারতের একজন প্রখ্যাত মার্ক্সবাদী দার্শনিক। তিনি প্রাচীন ভারতের দর্শনের বস্তুবাদকে উদ্ঘাটন করেছেন। তাঁর লেখাগুলো একাধারে দর্শন ও বিজ্ঞানের সমন্বয়। এছাড়াও তিনি প্রাচীন ভারতের বিজ্ঞানের ইতিহাস ও বিজ্ঞানের পদ্ধতি সম্পর্কেও গবেষণা করেছেন। তিনি ১৯৯৩ সালে কলকাতায় মৃত্যুবরণ করেন।