শীর্ষেন্দু মুখোপাধ্যায় একজন ভারতীয় বাঙালি সাহিত্যিক।
তিনি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত ময়মনসিংহে (বর্তমানে বাংলাদেশের অংশ) জন্মগ্রহণ করেন—যেখানে তাঁর জীবনের প্রথম এগারো বছর কাটে। ভারত বিভাজনের সময় তাঁর পরিবার কলকাতা চলে আসে। এই সময় রেলওয়েতে চাকুরিরত পিতার সঙ্গে তিনি অসম, পশ্চিমবঙ্গ ও বিহারের বিভিন্ন স্থানে তাঁর জীবন অতিবাহিত করেন। তিনি কোচবিহারের ভিক্টোরিয়া কলেজ থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। শীর্ষেন্দু একজন বিদ্যালয়ের শিক্ষক হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। বর্তমানে তিনি আনন্দবাজার পত্রিকা ও দেশ পত্রিকার সঙ্গে জড়িত।
তাঁর প্রথম গল্প জলতরঙ্গ শিরোনামে ১৯৫৯ খ্রিস্টাব্দে দেশ পত্রিকায় প্রকাশিত হয়। সাত বছর পরে সেই একই পত্রিকার পূজাবার্ষিকীতে তাঁর প্রথম উপন্যাস ঘুণ পোকা প্রকাশিত হয়। ছোটদের জন্য লেখা তাঁর প্রথম উপন্যাসের নাম মনোজদের অদ্ভুত বাড়ি।
দেব সাহিত্য কুটির থেকে প্রকাশিত এই সুমুদ্রিত সংকলনে স্থান পেয়েছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সেইসব কিশোরপাঠ্য লেখা যারা: ১. কোনোভাবে স্পেসশিপ, ভিনগ্রহী, রোবট, বা কম্পিউটার ব্যবহার করেছে, এবং সেই যুক্তিতে কল্পবিজ্ঞান বলে বিবেচিত হয়েছে। ২. গল্পের অন্যতম চরিত্র হিসেবে গোয়েন্দা বরদাচরণ-কে ব্যবহার করেছে ও সেই যুক্তিতে রহস্য গল্প বলে ধার্য হয়েছে। সুধীজন বুঝবেন, এই বর্গীকরণ নিতান্তই হাস্যকর। শীর্ষেন্দুর একমাত্র কিশোরপাঠ্য কল্পবিজ্ঞান রচনা সম্ভবত 'বনি', যা আনন্দ থেকে প্রকাশিত 'কিশোর উপন্যাস সমগ্র'-তে শামিল হয়েছে। আর কিশোরপাঠ্য রহস্য গল্প শীর্ষেন্দু আদৌ লেখেননি। তিনি যা লিখেছেন তার সবটাই মজা আর অদ্ভুতুড়ে ব্যাপারস্যাপার নিয়ে। তবে এই খোঁচাটুকু বাদ দিলে বইটা পড়তে দিব্যি লাগে। দুর্ভাগ্যের বিষয়, সম্পাদক সমুদ্র বসু পরিশ্রম করে লেখাগুলো সংকলিত করলেও এবং তাদের প্রথম প্রকাশের তারিখ দিলেও প্রকাশস্থল হিসেবে পত্রিকার নাম দেননি। এ বড়োই অদ্ভুত ঠেকল। হাতে পেলে অবশ্যই পড়ুন এবং নিজের ছোটোবেলা ফিরে পান। তবে হ্যাঁ, এই লেখাগুলোর মধ্যে একটাও কল্পবিজ্ঞান বা রহস্য নয়, এটা জানিয়ে রাখলাম।