র্যাফটার ক্রসিং। এক কালের ক্যাটল টাউন আজ হয়ে গেছে মাইনিং টাউন। তাই মাইনারদের উৎখাত করে আবার গরু ব্যবসা চালু করার জন্যে একজোট হচ্ছে র্যাঞ্চাররা।
এই গোলমালের মধ্যে এক মধ্যরাতে শহরে এসে হাজির হল তুখোড় এক যুবক মাইকেল ব্লেইন । না এসব ঝগড়ায় জড়াতে আসেনি ও - এক হাজার মাইল দূর থেকে ছুটে এসেছে শুধু বৃদ্ধ এলি প্যাটারসনের মৃত্যুর কারন জানতে । জানবে সে, কেন খুনে-ডাকাতদের পাশে কবর হলো নিরীহ লোকটার ।
শহর ছেড়ে কেটে পড়ার পরামর্শ দিলো ওকে শেরিফ। মৃদু হাসলো মাইকেল - কেটে পড়তে আসেনি ও। দারুন আত্মভিমানী, অসহায় কিশোর মাইকেলকে একদিন মমতা ও নিরাপদ আশ্রয় দিয়েছিল এই নির্বিরোধী লোকটি, কোনরকম প্রতিদান আশা না করেই । তাকে হত্যা করে নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে খুনিরা।
শওকত হােসেনের আদি নিবাস চট্টগ্রাম চাকরির সুবাদে বাল্য এবং কৈশোর কেটেছে দেশের বিভিন্ন শহরে। বই পড়ার অদম্য নেশা পেয়েছেন বইপ্ৰেমী মায়ের কাছ থেকে । বলতে গেলে রানওয়ে জিরো-এইট অনুবাদের মাধ্যমে হঠাৎ করেই লেখালেখির শুরু। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্স করেছেন শওকত হােসেন, বর্তমানে একটি বেসরকারি ব্যাংকে কর্মরত।
শান্ত শিষ্ট শহর র্যাফটার ক্রসিং। সুখ সমৃদ্ধি চোখে পড়ার মতন সবার। কিন্তু তারপরেও কিছু যেন একটা ঠিক নেই। এককালে ক্যাটল টাউন ছিল এটি। সময়ের সাথে তা উৎখাত করে মাইনিং টাউন পরিনত করা হয়। সভাবতই রাঞ্চাররা মেনে নেইনি সহজ ভাবে। মাইনার আর র্যাঞ্চারদের সংঘাত বেধে যায়। এই ঝামেলার মাঝে শহরে উদয় হয় এক তরুনের। মাইকেল ব্লেইন। নাহ কোন ঝামেলা করার উদ্দেশ্য নিয়ে আসেনি সে। উদ্দেশ্য তার একটাই ২ বছর আগে মৃত বৃদ্ধ এলি প্যাটারসনের মৃত্যুর কারন জানতে। কেনই বা তাকে বুট হিলে (চোর ডাকাতদের কবর দেওয়া হত) কবর দেওয়া হল তাকে? কিন্তু প্রশ্ন করতে গিয়েই ঝামেলার শিকার হতে হল। শেরিফ যাস্ট তাকে শহর থেকে কেটে পড়ার উপদেশ দিয়ে দিল। কিন্তু ব্লেইন এত সহজে সব মেনে নিলে তো কাহিনী শুরু আগেই শেষ হয়ে যেত। ব্লেইন প্রতিজ্ঞা করে উত্তর তাকে জানতে হবেই এর জন্য যদি পুরো শহরের বিরুদ্ধেও যেতে হয় তাকে তাও সে পিছু পা হবে না । অনুসন্ধান করতে গিয়ে একই সাথে মাইনার আর র্যাঞ্চারদের শ্ত্রুতে পরিনত হল ব্লেইন। জমে উঠে ত্রিপাক্ষিক লড়াই।