সুবোধ সরকারের জন্ম ১৯৫৮, কৃষ্ণনগরে । চলে এসেছিলে ওপার থেকে । বাবার মৃত্যু যখন তিনি ক্লাস এইটের ছাত্র । প্রথম পড়াশোনা টিন উড়ে যাওয়া প্রাইমারি স্কুলে, কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে এমএ , কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি । কবিতা পড়তে গিয়েছেন আমেরিকা , জার্মানি, ফ্রন্স, রাশিয়া, কানাডা, চেক রিপাবলিক, গ্রিস, তাইওয়ান । পেয়েছেন সাহিত্য আকাদেমি, সম্বলপুর বিশ্ববিদ্যালয়ের গঙ্গাধর মেহের জাতীয় কবিতা পুরস্কার, পশ্চিমবঙ্গ সরকারের বঙ্গভূষণ, ডিলিট পেয়েছেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে, সাহিত্য আকাদেমির ঐতিহ্যবান সাহিত্য পত্রিকা ‘ ইন্ডিয়ান লিটরেচার ’ – এর সম্পাদক । কলকাতার সিটি কলেজে ইংরেজি সাহিত্যের অধ্যাপক ।
সুবোধ সরকারের প্রকাশিত বই
• কবিতা ৭৮ – ৮০ কৃষ্ণনগর ১৯৮০ • ঋক্ষ মেষ কথা কৃষ্ণনগর ১৯৮৩ • একা নরকগামী কোলকাতা প্রতিভাস ১৯৮৮ • মরণোত্তর জল শতাব্দীর মুখ কাকদ্বীপ ১৯৯০ • মরুভূমির গোলাপ অমৃতলোক মেদিনীপুর ১৯৯১ • চন্দ্রদোষ ওষুধে সারেনা প্রতিভাস কোলকাতা ১৯৯১ • আড়াই হাত মানুষ বইপাড়া কোলকাতা ১৯৯৩ • ছিঃ কোলকাতা , আনন্দ পাবলিশার্স ১৯৯৩ ISBN 81-7215-246-9 • রাজনীতি করবেন না , কোলকাতা, প্রতিভাস , ১৯৯৭ • ধন্যবাদ মরীচিকা সেন, কোলকাতা , কথা ও কাহিনী ১৯৯৭ • সব রাস্তা রোমে যায় না , পত্রলেখা , কোলকাতা ২০০১ • ভালো জায়গাটা কোথায় , কোলকাতা, আনন্দ পাবলিশার্স , ISBN 81-7215-916-1 • জেরুজালেম থেকে মেদনিপুর , সৃষ্টি , কোলকাতা ২০০১ • কাল্লু , কোলকাতা , আনন্দ পাবলিশার্স ২০০৩ • কৃত্তিকায় সনেট কেঙারু , সপ্তর্ষি প্রকাশন , কোলকাতা ২০০৩ • শ্রেষ্ঠ কবিতা , দেজ পাবলিশার্স , ২০০৪ • আমি কারো অন্ধকার নই , প্রতিভাস ২০০৪ • মণিপুরের মা , আনন্দ পাবলিশার্স , ২০০৫ • বোমা বানানোর ক্লাস , সপ্তর্ষি প্রকাশন , ২০০৬ • যা উপনিষদ তাই কোরান , আনন্দ পাবলিশার্স , ২০০৬ • প্রতিবাদের কবিতা , দ্বীপ প্রকাশন , কোলকাতা ২০০৭ • প্রেম ও পাইপগান , আজকাল প্রকাশনী , ২০০৮ • চোদ্দ নম্বর ডেডবডি, আনন্দ পাবলিশার্স , ২০০৯ • দ্বৈপায়ন হ্রদের ধারে , আনন্দ পাবলিশার্স, ২০১০ • একটু আসছি , রোরোকে দেখো , সিগনেট, ২০১২ • ঢপের চপ , সিগনেট , ২০১৩ • মেয়েদের টয়লেট এ কি করছিলাম ? , প্রতিভাস , ২০১৩ • কবিতা সমগ্র ১ , আনন্দ পাবলিশার্স, ২০১৪ • সুবোধ VS সুবোধ , প্রতিভাস , ২০১৫ • আমার জীবন, আমার কবিতা ( কবিতা নিয়ে গদ্য ) , প্রতিভাস , ২০১৫ • কবিতা সমগ্র ২ , আনন্দ পাবলিশার্স , ২০১৬ • প্লেটো থেকে পাওলি দাম , কৃতি কারিগর , ২০১৬ • একটি খারাপ বছর , ( উপন্যাস ), প্রতিভাস , ২০১৬
সুবোধ সরকার-এর জন্ম ২৮ অক্টোবর, ১৯৫৮, কৃষ্ণনগরে। শরণার্থী পরিবারের ছেলে। বাবা মারা যান যখন ক্লাস এইটের ছাত্র। ইংরেজি ভাষা ও সাহিত্যের অধ্যাপক, পড়ান সিটি কলেজে। কবিতা পড়তে গিয়েছেন আমেরিকা, ফ্রান্স, জার্মানি, গ্রিস, রাশিয়া, তাইওয়ান, ইস্তানবুল। স্ত্রী প্রয়াত কবি মল্লিকা সেনগুপ্তের সঙ্গে সম্পাদনা করেছেন ‘ভাষানগর’ পত্রিকা। সম্পাদনা: দিল্লির সাহিত্য অকাদেমির ইংরেজি জার্নাল ‘ইন্ডিয়ান লিটরেচার।’ পেয়েছেন সাহিত্য অকাদেমি পুরস্কার (২০১৩), বিনোদনশক্তি চট্টোপাধ্যায় পুরস্কার এবং বাংলা আকাদেমির পুরস্কার। এছাড়াও কবিতার জন্য পেয়েছেন সম্বলপুর বিশ্ববিদ্যালয়ের গঙ্গাধর মেহের জাতীয় পুরস্কার এবং গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি লিট। ২০১৬তে ফুল ব্রাইট ফেলোশিপ নিয়ে আমেরিকার আইওয়া বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন এবং ৩৩টি দেশের কবি লেখকদের সঙ্গে আন্তর্জাতিক লেখক শিবিরে অংশ নিয়েছেন। পুত্র রোরোকে নিয়ে কলকাতার সিরিটিতে থাকেন। পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমির তিনি প্রথম সভাপতি।