মার্ক্সবাদী ও তাত্ত্বিক মানবেন্দ্র নাথ রায়ের তিনখানা পিচ্চি পিচ্চি প্রবন্ধের ভাষান্তর করেছেন সমরেন রায়।
বৃটিশ পিরিয়ডের জিনিস। বানান বুঝতে ম্যালা কৌশিশ করা লাগল।মার্কসবাদ বিষয়ক হলেও পয়লা নাম্বার প্রবন্ধ মার্কসবাদ খায় নাকি মাথায় দেয় বিষয়ক এলিমেন্টারি লেখাটা ভালো মনে হয়েছে। তাত্ত্বিক এম এন রায় নিজে মার্কসের তাফসির নিয়ে মার্কসীয় চেতনা পুশ করতে অনেক জ্ঞান ঝরান। বাদবাকি প্রবন্ধগুলো গেটিস।