সুধীর চক্রবর্তীর কাজ নিয়ে নতুন করে কিছু বলার নেই। লালনকে আরো গভীরভাবে চেনার পাশাপাশি লালনকে নিয়ে ছড়ানো মিথ, কন্ট্রোভার্সি এসব সম্পর্কেও সম্যক ধারণা পাওয়া যায়। লালনকে আমি যেমন বুঝতাম, যেমন চিনতাম, যেমন ভাবতাম, যেমন চাইতাম, তিনি তেমনই। এটা স্বস্তির।