শোকে দুঃখে বিধ্বস্ত মারুফ হায়দার খান কান্নায় ভেঙ্গে পড়লো - রুকু, ওকে বাড়ি থেকে সরাও। ও মানুষ নয়। পিশাচ! বিশ্বাস করে না রুকু। ফুটফুটে নিষ্পাপ শিশু মৌ। লন্ডভন্ড হয়ে যাচ্ছে একটি সুখের সংসার। বর্ষারাতে মারুফদের সোনারগাঁয়ের বাড়িতে কেন একটি শিশু জন্ম দিয়ে উধাও হয়ে যায় অচেনা এক বিদেশিনী? পুরনো পল্টনের তেতলার খালি ফ্লাটের জানালায় বাচ্চা মেয়ে পলির ভয়ার্ত মুখ, আব্বু - আব্বু। মৌ আমার পেছনে। প্রতি মুহুর্তে সংঘটিত হচ্ছে ভয়াল ঘটনা।