Swapankumar 20 GOENDA UPANYAS (A Collection of 20 Detective Novels)
প্রচ্ছদ – অমিত চক্রবর্তী
“শ্রীস্বপনকুমার নামটি একসময় ক্ষুদে পড়ুয়াদের সম্মোহিত করে রেখেছিল। যে পরিমাণ খ্যাতি তাঁর পাওয়ার কথা ততটা তিনি পাননি সম্ভবত সেই সময়ের দুই খ্যাতিমান গোয়েন্দা কাহিনির লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এবং নীহাররঞ্জন গুপ্তর জন্য। তবে এ কথা স্বীকার করতেই হবে যে, শ্রীস্বপনকুমারের গোয়েন্দা দীপক চ্যাটার্জী সমকালে শরদিন্দুর ব্যোমকেশ বা নীহাররঞ্জনের কিরীটী রায়ের চেয়ে কম জনপ্রিয় ছিল না। কালক্রমে অবশ্য শ্রীস্বপনকুমারের জনপ্রিয়তায় অনেক ভাটা পড়েছে। যেসব আকর্ষণীয় গোয়েন্দা কাহিনির সিরিজ লিখে শ্রীস্বপনকুমার জনপ্রিয়তা অর্জন করেছেন তার বেশ কয়েকটিই প্রকাশিত হয়েছিল দেব সাহিত্য কুটীর থেকে। সেরকমই একটি অতি জনপ্রিয় সিরিজ ‘বিশ্বচক্র সিরিজ’। এই সিরিজে শ্রীস্বপনকুমার মোট একশোটি ছোট উপন্যাস লিখেছিলেন। তার থেকে মোট কুড়িটি উপন্যাস এই সংকলনের অন্তর্ভূক্ত করা হয়েছে। তাঁর প্রত্যেকটি উপন্যাসই আকর্ষণীয়, একবার শুরু করলে শেষ না করে পারা যায় না, সুতরাং এই গ্রন্থও পাঠকদের কাছে খুব আদরের হবে, নিঃসন্দেহে বলা যায়। একদা শ্রীস্বপনকুমারের যে খ্যাতি ও জনপ্রিয়তা ছিল, আজ তা নেই। কিন্তু একদিন কাহিনি গ্রন্থনের যে মুন্সিয়ানায় তিনি পাঠকদের সম্মোহিত করে রেখেছিলেন, রচনার সেই জাদুর সঙ্গে আজকের পাঠকদের পরিচয় করিয়ে দেবার জন্যই আমরা এই গ্রন্থ প্রকাশে আগ্রহী হয়েছি।”