বইটিতে খুব সংক্ষেপে 'গবেষণা' বিষয়ে প্রাথমিক আলোচনা করা হয়েছে। মনে করিয়ে দিয়েছে ইংরেজি ' A Very Short Introduction' সিরিজের বইগুলোর কথা। ভালো লেগেছে ‘কিভাবে করতে হবে’ এর পাশাপাশি তাত্ত্বিক কিছু বিষয়ের অবতারণা যা অনায়াসে এড়িয়ে যাওয়া যেতো যেহেতু বইটি মাত্র ৬৩ পৃষ্ঠার। এর বাইরে কোন শব্দের প্রচলিত অর্থ গবেষণার বেলায় ভিন্ন, সেটাও এই অল্প পরিসরেই জানানোর চেষ্টা প্রশংসনীয়। কলেবরে ঋজু হলেও খুব প্রাসঙ্গিক মনে হয়েছে ও কিছু কিছু বিষয়ে সবিস্তারে সহজ করে বোঝানোর প্রয়াস ভালো লেগেছে।