এটি নিছক ভ্রমণ কাহিনী নয়। জীবন সংগ্রামে লড়াই করে হার না মানার কাহিনী। এটি যৌবনের জয়গানেরও কাহিনী। সত্তর দশকে তরুণদের আশা-আকাঙ্ক্ষা, চিন্তা-ভাবনা, আনন্দ-বেদনার বিবরণ 'চৌপর দিনভর'। সমুদ্র, জাহাজ, নাবিক নিয়ে এর আগে অনেক বই লেখা হয়েছে। পশ্চিমবঙ্গের অতীন বন্দ্যোপাধ্যায় বেশ কিছু উপন্যাসও রচনা করেছেন। কিন্তু বাংলাদেশে এমন বই এই প্রথম। পাঠককে এই বই নতুনত্বের স্বাদ দেবে, নিয়ে যাবে অচেনা অজানা জগতে, বুঝতে সাহায্য করবে যারা বাংলাদেশ এনেছিল তারা ছিল কী রকম।