বিদেশি কাহিনির মসৃণ ও ভয়াল বঙ্গীকরণের চমৎকার নমুনা হয়ে থাকবে এই বইয়ের নভেল্লাগুলো। তবে মুশকিল হল, আটের দশকের মার্কিন পাঠকের জন্য সেক্স-ভায়োলেন্স-গোর দিয়ে বোঝাই এই লেখাগুলো এখন পড়তে গেলে হয় ধৈর্যচ্যুতি হয়, নয় খেলো লাগে। তবু, বইটা পড়া যায়। একবারের জন্য উপভোগও করা যায়।