Jump to ratings and reviews
Rate this book

লকআপ কিংবা রূপকথার গল্প

Rate this book
প্রচ্ছদ – পার্থপ্রতিম দাস

LOCKUP KINGBA RUPKATHAR GALPA
A COLLECTION OF BENGALI STORIES
BY BINOD GHOSAL

বিনোদ ঘোষালের ছোটগল্প মানে একটু নড়ে চড়ে বসা। লেকজক নিজেও বিশ্বাস করেন যে ছোট গল্প হল সেই ধাক্কা যা নিমেষে পাঠককে খাদের কিনারে দাঁড় করিয়ে দেয়। চূড়ান্ত বাস্তবতা থেকে এক লহমায় নিয়ে যায় জাদু বাস্তবতার জগতে। বাংলা সাহিত্যে ছোটগল্পের ধারাটিকে এই প্রজন্মের যারা বয়ে নিয়ে চলছেন তাদের মধ্যে অবশ্যই বিনোদ একজন। অভিনব ভাবনা এবং গদ্যশৈলীর জন্য বিনোদ প্রথম থেকেই পাঠকের নজর কেড়েছিলেন। তারপর একের পর এক ছোটগল্পে অসংখ্য মণিমানিক্য উজাড় করে দিয়েছেন্তার পাঠকের জন্য। বর্তমান গল্প সংকলনটিতেও পাঠক বিনোদের অনন্য লেখনীর স্বাদ পাবেন।

সূচি -

বিশু ও একটি বর্ষণমুখর রাত্রি
ফতেমা বিবি, দাঙ্গা ও একটি চিতা বাঘের গল্প
বেচু দাসের রূপকথা
নীল রঙের চিঠি
জীবাণূ
পুকুর
বাজি
সোহিনীর ভয়
নটুবাবু
একটি রাতভোরের দৃশ্য
কালোমাটি আর এক্টী রাতের গল্প
ভ্যাকুয়াম ক্লিনার
নিধিরামের ভয় !
শুকদেব ও তার শব্দ
রাখাল দাস লকআপে ঢোকার পর যা ঘটল

144 pages, Hardcover

Published November 12, 2017

30 people want to read

About the author

Binod Ghoshal

38 books26 followers
বিনোদ ঘোষাল-এর জন্ম ২৮ ফেব্রুয়ারি ১৯৭৬ হুগলি জেলার কোন্নগরে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্যে স্নাতক। মফস্‌সলের মাঠঘাট, পুকুর জঙ্গল আর বন্ধুদের সঙ্গে বড় হয়ে ওঠা। ছোটবেলা থেকেই ছবি আঁকা আর অভিনয়ের দিকে ঝোঁক। গ্রুপ থিয়েটারের কর্মী হিসেবেও কাজ করেছেন দীর্ঘদিন। কর্মজীবন বিচিত্র। কখনও চায়ের গোডাউনের সুপারভাইজার, শিল্পপতির বাড়ির বাজারসরকার, কেয়ারটেকার বা বড়বাজারের গদিতে বসে হিসাবরক্ষক। কখনও প্রাইভেট টিউটর। বর্তমানে একটি সংবাদপত্রের সম্পাদকীয় বিভাগে কর্মরত। নিয়মিত লেখালেখি করেন বিভিন্ন পত্রপত্রিকায়। ২০০৩ সালে দেশ পত্রিকায় প্রকাশিত তাঁর প্রথম গল্প। বৃহত্তর পাঠকের নজর কেড়েছিল। বাংলা ভাষায় প্রথম সাহিত্য অকাদেমি যুব পুরস্কার প্রাপক। ২০১৪ সালে পেয়েছেন পশ্চিমবঙ্গ বাংলা অকাদেমির সোমেন চন্দ স্মৃতি পুরস্কার। তাঁর একাধিক ছোটগল্পের নাট্যরূপ মঞ্চস্থ হয়েছে।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (11%)
4 stars
5 (55%)
3 stars
2 (22%)
2 stars
0 (0%)
1 star
1 (11%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for Riju Ganguly.
Author 38 books1,870 followers
December 4, 2017
কেমন লাগল, তা তারাবাজি দিয়েই বোঝালাম। কিন্তু রিভিউ হেথা নয়, অন্য কোথা, অন্য কোনোখানে।
পরবর্তী সংবাদের জন্য সঙ্গে থাকুন।
Profile Image for Illora Chatterjee.
5 reviews1 follower
August 19, 2019
#পাঠ প্রতিক্রিয়া
#লকআপ কিংবা রূপকথার গল্প
#বিনোদ ঘোষাল
অভিযান পাবলিশার
মূল্য ২০০ টাকা

বইtheker উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে হাতে পেলাম সাহিত্যিক বিনোদ ঘোষালের 'লকআপ কিংবা রূপকথার গল্প'বইটি। বইয়ের নামে মোহগ্রস্ত হয়ে নিয়ে এলাম বাড়িতে রূপকথাদের। পড়তে পড়তে ভালোলাগা আর বিস্ময় নিয়ে শেষও করলাম একদিনের ভেতর।

মানুষের জীবনের মত বৈচিত্র্য বোধহয় আর কোথাও নেই। আর তা যখন ধরা পড়ে লেখকের চোখে সেটা হয়ে ওঠে এক অসাধারণ মনস্তাত্বিক দলিল। হতে পারে এগুলো সব ছোট গল্প,, কিন্তু এর মনস্তত্ব এতটাই গভীর,এত রং তাতে,এত হৃদয়বৃত্তি এগুলো শুধু পড়েই ছেড়ে দেওয়া যায়না,এই সৃষ্টি বড় ভাবায়। একটা গল্প শেষ করেই অন্য গল্পতে মন দেওয়া যায়না। গল্পের চরিত্র তাড়া করে ফেরে দিনভর।
শেষ হইয়াও হইল না শেষ,এই সূত্র ছাপিয়ে যায় কয়েকটি গল্পে। কয়েকটি গল্পে কিছু প্রাসঙ্গিক স্থূল শব্দের প্রয়োগ করে, সমাজের সাধারণ 'দিন আনি দিন খাই 'মানুষের জীবনযাত্রার বর্ণন করেছেন লেখক। কিন্তু সেই মানুষগুলোর ভেতরে যে শুভবোধ,,যে না পাওয়া, রোজকার দিনগত পাপক্ষয়ে কুয়াশা ঢাকা যে আবেগ, সে তো শুধু লেখকের চোখেই ধরা দেয়। 'ছোট আমি' আর 'বড় আমি'র দ্বন্দ্বে কোন 'আমি' রোজ জেতে,,আর কে নিয়ত চাপা পরে তা খুঁজে ফেরেন লেখক। খুঁজে ও পান। ১৫টি গল্প নিয়ে 'লকআপ কিংবা রূপকথার গল্প' বইয়ে স্পষ্টত দুটো ভাগ,চরম বাস্তব আর সেই বাস্তবে দাঁড়িয়ে স্বপ্ন দেখা।
কয়েকটি গল্প বিশেষ করে না বললে এই পাঠ প্রতিক্রিয়ার কোনো মূল্য নেই। যেমন ,'বিশু ও একটি বর্ষণমুখর রাত্রি 'গল্পে আস্তাকুঁড়ে জীবন পাওয়া আর অনাথ আশ্রমে বেড়ে ওঠা এক পুরুষের অনাস্বাদিত মাতৃদুগ্ধের প্রতি যে পিপাসা,,তা তার কামনা বাসনাকে অবদমন করে দাঁড় করায় শিশু রূপে, কাঙ্খিত নারী শরীর তখন শুধুই মাতৃ রূপেন। এই গল্পটি বোধহয় এই বইয়ের শ্রেষ্ঠ গল্প।

পরের গল্প 'ফতেমা বিবি,দাঙ্গা,ও একটি চিতাবাঘের গল্পে' সাম্প্রদায়িক দাঙ্গার ভেতরেও কোথাও লুকিয়ে থাকে দুই ধর্মের ভালোবাসা আর পারস্পরিক নির্ভরতা। ফতেমা বিবির মাতৃত্ব, আর বাঘিনীর মাতৃত্ব এখানে মিলেমিশে একাকার। সন্তানের জন্য মা মাত্রেই যে জীবনের ঝুঁকি নিতে পারেন তা-ই দেখিয়েছেন লেখক কাহিনীর অন্তিম পর্যায়ে।
আবার 'ভ্যাকুয়াম ক্লিনার' গল্প এক জিগোলোর রোজনামচা।
সেখানে এসে দাঁড়িয়েছেন জীবনযুদ্ধে নিঃস্ব হওয়া এক মা, যিনি জিগোলোর ভেতরে দেখতে পান নিজের মৃত পুত্রকে। গল্পের শেষ মন আর চোখের পাতাকে ভিজিয়ে দেয়।
'পুকুর' গল্প বেশ সুন্দর, সুন্দর 'সোহিনী ভয়' ,যেখানে লেখক থ্রিলার গল্পের ধারা কে ছুঁয়ে যান।

এই বইতে আছে যেমন চরম বাস্তব,,তেমন ই রূপকথার মায়াজাল। তাই এই বইয়ের চরিত্র বেচু পকেটে স্বপ্ন পুরে রাখতে পারে।' বাজি' গল্প বুনতে পারে অন্য পৃথিবীর স্বপ্ন, তুলনায় 'নিধিরামের ভয়' একটু দুর্বল।
বিনোদ ঘোষালের ছোট গল্প মানেই হালকা করে জোরে ধাক্কা মনের ওপর। আর সেখানেই ওনার সফলতা। ছোট গল্পের জগতে ওনার গল্প এক অনন্য মাত্রা নিয়ে আসে বরাবর। বইয়ের প্ৰচ্ছদ খুব মনোগ্রাহী। পাতার মান ও বাঁধাই বেশ ভালো।
যারা ছোটগল্প পড়তে ভালোবাসেন এই বই তাদের ভালো লাগবেই।
Displaying 1 - 2 of 2 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.