নাস্তিকতা টার্মটা বাংলাদেশের সাধারণ মানুষের কাছে পরিচিত হলেও এর সম্পর্কে বিস্তারিত জানা-শোনা খুবই কম। সাধারণ ধর্মপ্রাণ মানুষ এদের ঘৃণার চোখেই দেখে। আর যারা আলেম বলে পরিচিত তাদেরও এদের সাথে উঠা-বসা কম। ফলে বাংলাদেশে কিভাবে এই নাস্তিকতা প্রবেশ করলো অথবা এটা কি আগেই ছিলো কিনা এমন অনেক বিষয়ে সহজ ভাষায় উপস্থাপনের চেষ্টা করেছেন লেখক। এদেশি নাস্তিকদের কর্মকান্ডের উপরও আলোচনা করা হয়েছে। কিছু বিষয় আরো গভীরভাবে বিশ্লেষণের দাবী রাখে। যেমন আলেমদের নেতিবাচক ভূমিকা, বিশেষ করে এদেশের গ্রামে-গঞ্জে ওয়াজ-মাহফিল করে বেড়ানো হুজুর, আলেম-ওলামাদের ধর্মের উপর জ্ঞানের দখল কম থাকাই নাস্তিকতা বিকাশে সহায়তা করছে। তাদের নিজেদের বানানো কিচ্ছা-কাহিনী ধর্মের নামি চালিয়ে দেওয়ার প্রবণতা শিক্ষিত মানুষকে দ্বন্ধে ফেলে দেয়। তাদের যুক্তি-নীর্ভর শিক্ষার সাথে হুজুরদের কাহিনী মিলে না। ফলে তৈরী হয় সংশয়।
বইটিতে বানান ভুল বা ছাপার ভুল রয়েছে। চেষ্টা করলে হয়তো আরো বেশি তথ্য নীর্ভর করা যেতো। তবে লেখকের সাবলীলভাবে পুরো ব্যাপারটির অদ্য-প্রান্ত উপস্থাপনা প্রসংশার যোগ্য। এক কথায় বলা যায়, নাস্তিকদের প্রসার এবং কর্মকান্ড সম্পর্কে ধারণা পাবার বইটি বেশ কার্যকর।