প্রায় ৫০ হাজারের মত শিল্পকর্ম তাঁর। খেয়ালি শিল্পীর কাজের বৈচিত্র্য দেখে মুগ্ধ হয়েছি! তাঁর কাজের সময়গুলিকে Blue period, Rose period, African period, Cubism, Neoclassical & Surrealism এ ভাগ করা যায়। Impressionism, Expressionism, cubism, realism, surrealism ইত্যাদি নানা ধরনের স্টাইলে ছবি এঁকেছেন তিনি বিভিন্ন সময়। শুধু চিত্রকর্ম না, ভাস্কর্য, Lithography, সিরামিক ইত্যাদি নানা মাধ্যমে কাজ করেছেন তিনি।
বইয়ের ছবিগুলি সাদাকালো হওয়ায় ছবি দেখতে সাহায্য নিয়েছি wikiart ( https://www.wikiart.org/en/pablo-picasso )এর। ছবিগুলি না দেখলে জানা-বোঝা অনেকটা অসম্পূর্ণ থেকে যেত!