Jump to ratings and reviews
Rate this book

আই লাভ ইউ

Rate this book

128 pages, Hardcover

First published October 1, 2017

19 people are currently reading
267 people want to read

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
42 (48%)
4 stars
22 (25%)
3 stars
16 (18%)
2 stars
2 (2%)
1 star
4 (4%)
Displaying 1 - 15 of 15 reviews
Profile Image for Jenia Juthi .
258 reviews67 followers
August 22, 2020
আরেএএ হুজুর হয়ে বইয়ের নাম দিলেন 'আই লাভ ইউ'?
বইয়ের নাম শুনে প্রথমে আমিও অবাক হয়ে গেছিলাম,তাও মুহাম্মদ আতীক উল্লাহ স্যারের লেখা বই।এই বইটি কোনো হারাম প্রেম মানে বিবাহ বহির্ভূত ভালোবাসা সম্পর্ক নিয়ে লেখা না।
বর্তমানে হারাম রিলেশন নিয়ে এতো ফ্যান্টাসিতে ভোগে মানুষ, হালাল সম্পর্ক যে তার থেকেও সুন্দর তা ভুলে যায়।
.
পাঠ প্রতিক্রিয়া~
একেকটা গল্প এতো সুন্দর যা বলার বাহিরে। 'ওগো শুনছো' বইটার থেকে এই বইটা সবচেয়ে ভালো লাগছে💫

[এই বই পড়লেই মন চাইবে এক্ষুনি দৌঁড় দিয়ে বিয়ে করি]
Profile Image for Easir Al Saief.
78 reviews6 followers
April 26, 2025
7/10

স্বামী-স্ত্রীর ভালোবাসা, বিবাধ, বিয়ে, বিয়েতে বিপত্তি, সংসার, বিচ্ছেদ সহ বিভিন্ন বিষয়ের উপর ইসলামিক দৃষ্টিকোণ থেকে আলোকপাত করে লেখা গল্পের বই এটি। সাহিত্যিক আঙ্গিকে হয়তো অতোটা উৎকৃষ্ট মনে হবে না। তবে প্র্যাক্টিসিং মুসলিম হিসেবে পড়লে অনেকতাই বোধগম্য হবে।
Profile Image for Mohammad Kamrul Hasan.
360 reviews15 followers
January 27, 2021
📚 বই নিয়ে আলোচনা

"আই লাভ ইউ" একটা বইয়ের নাম।
কী, ভাবছেন তো প্রেমের বই নিয়ে আলোচনা করবো? রগরগে একটা প্রেম কাহিনী থাকবে, সেখানে আরো থাকবে দুনিয়ায় যত সব নিষিদ্ধ রসের কথা! যা শুনে কান গরম হয়ে যাবে!
বিশ্বাস করেন, সব পাবেন বইটাতে। তবে পার্থক্য হলো বইটার প্রতিটা গল্প পড়ার পর আপনার নিজের ভেতরে চিন্তা চেতনায় পরিবর্তন চলে আসবে।
(না আসলে আপনি সত্যিই রোবট, তার জন্য কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী না 😄)

প্রেম স্বর্গীয়, অমৃতের মত যার স্বাদ (শুধু শুনেই গেলাম) অপার্থিব সেই প্রেম। তাই তো বার বার শুধু বলতে ইচ্ছে করে "আই লাভ ইউ"।

আল্লাহর পথে চলাকি সত্যিই অনেক কঠিন কাজ? সহীহ সুন্নাহ মতো জীবনধারণ, আখলাক অনুযায়ী চলা, সুন্দর স্বাভাবিক জীবনধারণ করলে কী আমাদের ভালো হবে, নাকি মন্দ? আর এই সুন্নাহ, আকীদা, আখলাক কী শুধুই আমরা মুসলিমরাই মানবো?
আরে ভাই বাদ দেন কঠিন কঠিন সব কথা। সুন্দর স্বাভাবিক জীবন সবাই চায়। কিন্তু কথা হচ্ছে সবাই যদি চায় তাহলে সমাজের এই বিতিকিচ্ছিরি অবস্থা কেন?
তাই শুধু আমরা না, সকলেই যদি এভাবেই চলি তবে সমাজ নষ্ট হবে না।

ঘরে ঘরে শান্তি কিভাবে আসে শুনবেন? বইটা থেকেই কিছু বলি, কেমন?

আমরা জানি সতীন মানেই দুন্ধুমার লঙ্কাকান্ড সব সময়। আর এক সাথে থাকা! ওরে বাবা, এতো কল্পনারও অতীত।
কিন্তু যদি দেখেন কখনো, এক জন তার, সতীনকে তার মৃত স্বামীর সহায়সম্পদের ভাগ বুঝিয়ে দিচ্ছে, তখন কেমন লাগবে আপনার?
কিন্তু তারপরেই যদি আবার দেখেন ঐ সতীন তার প্রাপ্য সম্পদ ফিরিয়ে দিচ্ছে তার সতীনের নিকট, যাতে সেই সতীনটি ভালোভাবে, সুন্দর ভাবে জীবনধারণ করতে পারে, তাহলে কেমন লাগবে?
ঠিক তাই, এটাতো আমরা মনের কোথাও স্থানই দেই নি, ভাববো কী করে?

ঠিক এমনই সুন্দর এক গল্প " আদর্শ সতীন" নামক গল্পে বলে গেছেন লেখক " মুহাম্মদ আতীক উল্লাহ"
গল্পটিতে উঠে এসছে গভীর তাকওয়া, নৈতিকতা, এবং চমৎকার এক আত্মমর্যাদার ঘটনা। যে কিনা পার্থিব হিংসা, ঈর্ষার ফাঁদে না পড়ে নিজ কর্তব্যে অটুট থেকেছে। কোনো ঝামেলা তো হয়নি বরং রেখে গেছে কঠিন কিন্তু সহজ এক দৃষ্টান্ত।

ভালোবাসা কী, জানেন? ভালোবাসার নাম বিশ্বাস। ভালোবাসার নাম ধৈর্য। ভালোবাসার নাম শান্তি।

ভালোবাসা মানেই নোংরামি নয়। ভালোবাসা মানেই ছেলে মেয়ে ঢ্যাং ঢ্যাং করে রাস্তায় ঘুড়ে বেড়ানো নয়।
ভালোবাসা শেখায় ভদ্রতা। ঊশৃংখলতা নয়।

"দ্বিতীয় বাসর" গল্পেই তো আমরা দেখতে পাই গল্পের প্রধান চরিত্র 'সালেহ'র কাহিনী।
তিনি একজন মাওলানা হয়ে আবার স্কুলের নবম শ্রেণিতে ভর্তি হয়েছে। পড়ছে বিজ্ঞান বিষয় নিয়ে। সালেহর আশেপাশের কিছু মানুষ তাঁকে কটু কথা বলে। যে সে বিজ্ঞান জানে না, অংক জানে না, ইংরেজি জানে না। সে কীভাবে তাদের সাথে কথা বলতে আসে।
সালেহর আত্মমর্যাদা অনেক প্রখর। কথা গুলো তার আঁতে লেগেছিল। তাই সে স্কুলে ভর্তি হয়।

এখন সে কী করে সেখানে নিয়মিত ক্লাস করবে? তার জন্য তো মেয়েরা বেগানা। তবু সে তার আকীদা ঠিক রেখে মন শক্ত করে ক্লাস করে।
কিছুদিন পর দেখা যায়, ছেলেরাই সালেহর সাথে কথা বলছে না। কারন যে মেয়েদের মন পাওয়ার জন্য বাবার পকেট কেটে, টিফিনের পয়সা নিজের পেটে না দিয়ে প্রিয়তমার জন্য খরচ করে, সেই মেয়েরা তাদেরটা খেয়েই ঘুরে ফিরে সালেহর পেছনে লাগে। কি করে সালেহর মন পাবে সেই চিন্তা করেই দিন পার করে। সালেহ কিন্তু তাদের দিকে ফিরেও তাকায় না।

মেয়েদের কেউ কেউ এখন ক্লাসে বোরখা পড়ে আসতে শুরু করে দিয়েছে। কারন তারা কার কাছে যেন শুনেছে সালেহ বিয়ে করলে পর্দাশীল, পরহেজগার, দীনদার মেয়েকেই বিয়ে করবে। ব্যস কাজ সারা।

সালেহ এসব ফিতনা থেকে বাঁচতে লাজ লজ্জার মাথা খেয়ে বাসায় বলে দিলো, সে বিয়ে করবে। এতে তার ঈমান ধরে রাখতে সহজ হবে।
বিয়েও হয়ে যায়। বৌও মনের মত। সংসারও সুখের। কিন্তু সালেহর একটু মাথা গরমের জন্য স্বামী স্ত্রী দুইজনই সে কি নিয়তির কঠিন এক নিয়মের মধ্যে দিয়ে যেতে হয়।
আহা সে কি কষ্ট। সে কি আর্তনাদ। আমি নিজে চোখের পানি ধরে রাখতে পারিনি।
তাইতো মুরুব্বিরা বলেন 'ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না'

গল্পটা পড়ে আমি অন্তত একটা জিনিস শিক্ষা নিয়েছি, সেটা হলো 'যাকে ভালোবাসবো, তাকে শেষ পর্যন্ত রাখার চেষ্টা করে যাবো। তা যদি না পারি তবে ওখানেই সব শেষ' কিন্তু তারপরেও এই লোমহর্ষক কষ্ট আমি জীবনেও মেনে নিতে পারবো না।

চলুন অন্য গল্পে যাই,
এক মহিলা শহরের কাজীর কাছে এসে বললো সে তার স্বামীর সাথে আর সম্পর্ক রাখতে চায় না।
কাজী তার স্বামীকে খবর দিলেন। স্বামী আসলো। তিনি দেখলেন যে বেচারার অবস্থা পুরাই কেরোসিন। মাথার চুল উষ্কখুষ্ক, পরনের কাপড় ময়লা, গায়ে ঘামের গন্ধও আছে।
কাজী সাহেব সব বুঝলেন। তিনি নির্দেশ দিলেন লোকটাকে গোসল করিয়ে পরিষ্কার করে তার নিকট আনতে।

বেশকিছুক্ষণ পর লোকটা এসে তার স্ত্রীর পাশে দাড়ালে স্ত্রী তাকে প্রথমে চিনতেই পারলো না। পরে চিনতে পারেন।

কাজী তখন জিজ্ঞেস করলেন, এখনো কী ছাড়ার চিন্তা মাথায় আছে? স্ত্রি বললেন, না।
কাজী স্বামীকে বলে দিলেন, তুমি যেমন তোমার স্ত্রীকে সুন্দর দেখতে চাও, তেমনই তোমার স্ত্রীরও ইচ্ছে হয় তোমাকে সুন্দর রূপে দেখতে।
..

স্বামী যখন রাগ করে, তখন মাদ্রাসায় টিফিন কেরিয়ারের বাটি আসে চারটা। অন্য সময় আসে তিন বাটি। চার বাটি থাকা স্বত্তেও টিফিন কেরিয়ারের ওজনের রকম বদলায় না। তাহলে কি চতুর্থ বাটি টি খালি থাকে? কিন্তু কেন? ঐ খালি বাটিতে কি আছে৷ আর ঐ বাটি দেখেই হুজুরের মন সাথে সাথে ভালো হয়ে যেত।
কি আছে ঐ রহস্যময় বাটিতে?
"আই লাভ ইউ" গল্পের কাহিনী বিশেষ। আর এই নিদির্ষ্ট গল্প পড়ে আমার সংকল্প পাক্কা করে ফেলেছি ☺



এক কথায় অসাধারণ বই পড়েছি। প্রতিটা গল্প অসাধারণ। আমার মনে দাগ কেঁটেছে যেন গল্প গুলো।
আল্লাহর রাসুলের পথে চলার সহজ কিছু নিয়ম বাতলে দিয়েছেন তিনি বইটিতে।

সহজ সাবলীল ভাবে গল্প বলে গেছেন লেখক "মুহাম্মদ আতীক উল্লাহ"।
বইটি 'মাকতাবাতুল আযহার' প্রকাশনী থেকে প্রকাশিত।

কিছু বানান ভুল আছে। তবে লেখকের একটি কথার সাথে আমার চিন্তা মিলে যা��় দেখে আর ভয় পাচ্ছি না।
তিনি বলেছেন তার গল্প গুলো কোনো সাহিত্যচর্চার জন্য না। সাহিত্য অনেক বড় ব্যাপার। একটা লেখা সাহিত্যের মানদণ্ডে উত্তীর্ণ হতে হলে, তার মধ্যে অনেক প্রসাদগুণ থাকতে হয়। ভাষার চারু - কারু থাকতে হয়, ভাব রসের গভীরতা থাকতে হয়। এই লেখা গুলোতে কিছুই নেই। তাই মনের আনন্দে লেখে যান।
লেখতে থাকেন গড় গড় করে। চিন্তা করেন না ভাষা কেমন হবে, নিয়ম কেমন হবে বা বানান কী হবে।

আমিও তাই করছি। আমি শুধু আপনাদের বইটি সম্পর্কে জানানোর চেষ্টা করছি মাত্র। আমি মূর্খ। আমার ভুল হবেই। কারন আমি ক্লাসের অনিয়মিত ছাত্র।

ধন্যবাদ।
© মোঃ কামরুল হাসান
🕜 রাত ১ঃ৩০ মিনিট - ১০/০৯/২০১৯
📚 বই হোক আপনার, আপনি বইয়ের 📚
Profile Image for Shahariar Ahammed.
93 reviews5 followers
July 13, 2021
খুব উপভোগ্য ছিল। পাঠককে অনেক কিছু শেখাবে বইটি। শব্দের প্রয়োগও অসাধারণ ছিল। লেখকের জীবনের বাস্তবতাকে ফুটিয়ে তোলার নৈপুণ্য দেখে অবাক হতে হয়।
2 reviews1 follower
Want to read
July 2, 2020
পড়তে চাই
This entire review has been hidden because of spoilers.
1 review
January 1, 2022
আই লাভ ইউ
লেখকঃ মুহাম্মাদ আতীক উল্লাহ।
১২৮ পৃষ্ঠার এই বইটি মোট গল্প আছে মোট ১৩ টি।
বইয়ের নাম দেখে বোঝা যায় বইটি রোমান্টিক গল্পের বই বা উপন্যাস। তবে বইয়ে দেয়া রোমান্টিক গল্প গুলো ছিল খুবই সাদামাটা। গল্প গুলো পড়তে যেয়ে মনে হয়েছে মাঝে মধ্যে লেখক লেখার খেই হারিয়ে ফেলেছেন। লেখক নির্দিষ্ট একটা গ্রুপের জন্য লেখাগুলো লিখেছেন বলে মনে হয়েছে, বিশেষত মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীদের জন্য বা এই ধরনের মানুষদের জন্য। গল্পগুলো থেকে কিছু কিছু দাম্পত্য জীবনের টিপস পাওয়া যাবে। তবে আমার কাছে বইয়ের শুরুতে “শুরুর কথা” শিরোনামে কিছু প্যারা আছে, সেটার একটা প্যারার কথাগুলো খুব ভালো লেগেছে। তবে ওভারঅল, মোটামুটি ধরনের একটি বই।
Profile Image for Muhammad Tamimul Ihsan.
30 reviews
July 4, 2022
শাইখ আতীক উল্লাহ [হাফি.]-র বই মানেই শিক্ষণীয় কিছু থাকবেই। আর তার উপস্থাপনার ঢং এতোটাই উপভোগ্য, যারা একমাত্র তার পাঠক তারাই বুঝতে পারবে। বইয়ের নামটা একটু উইয়ার্ড লাগলেও ভিতরের খিচুড়ির মশলার স্বাদ কিন্তু অসাধারণ <3
Profile Image for jfk's_booknest.
179 reviews
April 13, 2025
The author's book are so good that I investigate form A-Z.
However, this bok wasn't any exception.
I've read and loved each and every story in this book.
I love the way the writer can flow with his writing while never drowning his reader in the water.
Just amazing and fascinating!!!
Profile Image for Habibul Hasan Hasib.
18 reviews12 followers
December 12, 2020
- কি অনুভূতি?
- বলব না
- কেন?
- সময়ের আগে পড়ে ফেলেছি
28 reviews
July 18, 2021
এক বসায় বইটি শেষ করেছিলাম।এত অসাধারণ বই শেষ না করে ঘুমাতে পারছিলাম না।রাতের ২:৩০ টার দিকে ঘুমিয়ে ছিলাম বইটি শেষ করে।বইয়ের গল্প কাউকে বললে তারা গল্প শুনেই লেখকের ভক্ত হয়ে যায়।
6 reviews
July 19, 2021
এক কথায় অসাধারণ।
প্রেম না করে বিয়ে করলে বোঝাপড়া হয় না, হ্যান ত্যান আজকাল কত কথায় তো শোনা যায়।
শায়খ আতিকুল্লাহর এই বই তাদের জন্য জবাবস্বরূপ।
Profile Image for Maisha Samiha.
76 reviews73 followers
September 8, 2022
লেখকের শব্দচয়ন প্রশংসনীয়। বইটা সুখপাঠ্য। ভালো লেগেছে।
7 reviews
February 1, 2023
তামীমা গল্পটা বেশি ভালো লেগেছিল। অন্যগুলো মোটামুটি ছিল।
Profile Image for Fojle Rabby.
10 reviews
November 3, 2023
ছোট গল্পে এতো ভূমিকা রাখলে পড়ে মজা কম পাওয়া যায়।
Displaying 1 - 15 of 15 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.