একজন মুমিন কীভাবে তাঁর বাস্তব জীবনে আত্মিক উন্নয়নের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে এবং একইসাথে ব্যক্তি, পরিবার, সমাজের প্রতি তাঁর দায়িত্ব পালনের মাধ্যমে তাঁর প্রতিটি কাজকে আল্লাহর সন্তুষ্টি লাভের ছাঁচে গড়তে পারে সে ব্যাপারে চমৎকার দিকনির্দেশনামূলক একটি বই। ছোট্ট একটি বই, কিন্তু সে তুলনায় অসম্ভব সব দামী কথায় ভরপুর। এত স্বল্প পরিসরে একজন মুসলিমের করণীয় নিয়ে এত প্র্যাক্টিক্যাল কথাবার্তা ইতিপূর্বে কোনো বইতে পড়েছি বলে মনে পড়ে না। যে অল্প কয়টি বই পড়ে জনে জনে বিলি করার ইচ্ছা হয়েছে এই বইটি তাঁর মধ্যে একটি। আপনি যদি আপনার বাস্তব জীবনে ইসলাম চর্চা শুরু করে থাকেন এবং নিজের আমল এবং আখলাককে আরো উন্নত করতে চান তবে এই বইটি অবশ্যপাঠ্য হিসেবে রিকমেন্ড করবো।