মাকড়শার জালের মতো নদী আর খাল, কোনওটা সরু, কোনওটা বিশাল চওড়া, আর তাদের ধার বরাবর একটানা গভীর বাদাবন – এসব নিয়ে সুন্দরবন যেন এক গোলকধাঁধার রাজ্য। আর সেই রাজ্যের অবিসংবাদী রাজা হল বাঘ – রয়্যাল বেঙ্গল টাইগার – সে এতটাই চতুর ও সাবধানী, এতই নিঃশব্দ তার চলাফেরা যে মৃত্যুর আগে কদাচিৎ তার দেখা পায় শিকার। জীবিকার জন্য সুন্দরবনের মানুষজন নদী-খাল-জঙ্গলের ওপরই নির্ভরশীল। তারা মাছ ধরতে যায় নদী-খালে, কাঠ আনতে যায় জঙ্গলে, মউলেরা যায় মধু সংগ্রহে – আর বনের হালহদিস জানা বাউলেরা নিয়ে যায় তাদের পথ দেখিয়ে। প্রায়ই তাদের সাক্ষাৎ হয় বনের রাজার সঙ্গে। গরীব নিরস্ত্র এই মানুষজন শুধু বুদ্ধি আর অদম্য সাহস নিয়ে কীভাবে মোকাবিলা করে বাঘের – তারই সাতটি রুদ্ধশ্বাস গল্প নিয়ে এই বই।