এক ভাতিজিকে একটু পরে বইটা উপহার দিব। তার আগে মনে হল, নিজে পড়ে নেই। অনেকদিন পর ঈশপের গল্প পড়লাম! ছোটবেলায় আমার ঈশপের গল্পের বইটাতেও অনেক ছবি ছিল। হারিয়ে গেছে কোথাও! কিন্তু, এটা পড়তে ইচ্ছে করার মূল কারণ, এর লেখক শৈলেন ঘোষ। অনেক অনেক বছর পর 'বনসবুজে' ঘুরে আসলাম! এই বইটার বোনাস হচ্ছে শেষ পৃষ্ঠায় ঈশপ কিভাবে ঈশপ হয়েছিলেন তা নিয়ে এক পৃষ্ঠায় চমৎকার একটি গল্প। শীতের দুপুরটা আরেকটু মায়াময় হয়ে গেল...