Ali Imam (আলী ইমাম) is a Bangladeshi children's writer and audio-visual organizer. He written a lots of scientific story, travel story etc. for children.
Imam has written more than 550 books, translated nearly 40. Child psychology, humanism and adventure is found in his writing. A simple style is available. Adventures, science fictions, stories related with historic events are the categories.
Ali Imam was the General Manager of Bangladesh Television and retired from the job in 2006. He is now hosting two popular TV Talk shows in private channels and more concentrating in his forthcoming books.He is Very Famous Familiar Face in Bangladesh about his Workings Experience.
আহা, কি মায়াময় লেখনশৈলী! আলী ইমাম সাহেব অবন ঠাকুরের বেশ বড়সড় অনুরাগী বোঝা যাচ্ছে। ভূমিকা ছাড়াও বইয়ের ভেতরের পাতায় পাতায় উঠে এসেছে অবন ঠাকুরের কথা।
খুব চমৎকার কিছু শিরোনামে বাংলা শিল্প সাহিত্য জগতের কিছু উজ্জ্বল নক্ষত্রের জীবনীকথা লিপিবদ্ধ করা হয়েছে এই বইয়ে। আলী ইমামের ভাষ্যমতে তারা হলেন আলোর পাখি।
ধূসর পুঁথি অধ্যায়টি উৎসর্গিত আব্দুল করিম সাহিত্যবিশারদের নামে। শিশু বয়স থেকে আব্দুল করিমের পুঁথিপ্রেম, অদূরদর্শীতা, কঠোর অধ্যবসায় মন্ত্রমুগ্ধের মতো পড়ে যেতে হয়!
ছোটবেলায় যখন সবাই পাগলা দাশু কিংবা হ-য-ব-র-ল পড়ে আলোকিত মানুষ হবার দীক্ষা নিতো তখন আমি ভীষণ আগ্রহ নিয়ে সুর করে আহসান হাবীবের ঘুমের আগে কবিতা পাঠ করতাম আর ছুটির দিন দুপুরে বইয়ের রঙিন মনকাড়া ছবি দেখে লাগামহীন কল্পনার ঘোড়া ছোটাতাম! তাই আহসান হাবীবের প্রতি আমার আলাদা একটা দুর্বলতা আছে। আলী ইমাম কি চমৎকারভাবেই না আহসান হাবীবের গল্প এঁকেছেন!
আরও আছে ডঃ সালিম আলীর পাখিশিকারি থেকে পক্ষীবিশারদ হয়ে উঠার বিষদ বিবরণ এবং নলিনীকান্ত ভট্টশালীর জীবনগাঁথা। জাতীয় জাদুঘরে প্রায়সময় নলিনীকান্ত ভট্টশালী অডিটোরিয়ামে বিভিন্ন এক্সিবিশন দেখতে যাওয়া হয়। অথচ আগ্রহ নিয়ে কখনও নলিনীকান্তকে জানা হয়ে উঠেনি।নলিনীকান্তকে আলোর পাখিদের দলে ঠাঁই দেবার জন্য আলী ইমামকে কৃতজ্ঞতা না জানালেই নয়!
তবে বিশ্বকবি কিংবা নজরুলের মতো কিছু কিছু আলোর পাখির জীবনী অংকনে লেখক বড় বেশী গতানুগতিক ধারার আশ্রয় নিয়েছেন। হাজার মনিষীর জীবনী বইয়ে যেমন খানিকটা কাঠখোট্টা ভাষায় বিখ্যাতজনদের জীবনবৃত্তান্ত থাকে তেমনি ভাবে লেখা। তাই রেটিং থেকে এক তারা কেটে রাখা হল।