১৮১৫ সালের ৫ মে ট্রিয়ারের এক আইনজীবি পরিবারে বৈজ্ঞানিক কমিউনিজমের জনক কার্ল মার্কসের জন্ম হয়। সামাজিক কর্তব্যের উন্নত চেতনায় পরিচালিত হয়ে মানবজাতির নিঃস্বার্থ সেবার মধ্যে তিনি খুঁজে পান নিজের জীবনের লক্ষ্য। অপরিসীম জ্ঞানপিপাসু, কঠোর সত্যানুসন্ধানী, সংগ্রামী মনোভাব ছিলো মার্কসের। ইউরোপে বৃহদায়তন পুঁজিবাদী শিল্প বিকাশের দরুন কৃষক ও কারুজীবিরা সর্বস্বান্ত হয়ে পড়ে, তারা নির্মম শোষণের কবলে পড়ে এবং উৎপাদনের সমস্ত রকম উপায় থেকে বঞ্চিত হয়ে তারা মজুর-শ্রমিকে পরিণত হয়। ইউরোপের দেশগুলিতে পুঁজিবাদের প্রতিষ্ঠা সূচনা করলো শ্রেণী-সংগ্রামের তীব্রতা। মার্কসকে এসকল বিষয় পীড়া দিতো। মার্কস ছিলেন একজন 'অক্লান্ত পথযাত্রী'। এই অক্লান্ত পথযাত্রীটি তার সৃজনী অনুসন্ধান চালিয়ে যেতে থাকেন। মার্কসের দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে পুঁজিবাদের বিরুদ্ধে এবং প্রতিষ্ঠা করেন সম্পূর্ণ নতুন এক বৈজ্ঞানিক সমাজব্যবস্থা কমিউনিজম।