ধরণঃ স্মৃতিচারণ মূলক
দীর্ঘ ৩০ বছর পর জন্মভূমিতে ফিরে এসে, ফেলে আসা বন্ধু-বান্ধব, খেলাধূলা, লুকোচুরি ইত্যাদি খোঁজতে গিয়ে কল্যাণী, গল্পের মূল চরিত্র, তাঁর ছেলে দীপনকে সাথে নিয়ে যে স্মৃতিচারণ করেছে, তা আমার মতো যারা স্মৃতিকে আঁকড়ে ধরতে চায় তাদের সবচেয়ে পছন্দের একটা বই হবে।
পড়ার সময় অনেকগুলো ভেবে চিন্তে রেখেছিলাম, একটা ভালো রিভিউ দিব বলে,কিন্তু...!
বইটিতে অসাধারণ কোন কাহিনী নেই, কল্যাণী তাঁর ফেলে আসা দিনগুলোকেই বারবার তুলে ধরতে গিয়ে কয়েক মুঠো মাটি ব্যাগের ভেতর রেখে দেওয়া, ব্রহ্মপুত্র নদী নিয়ে ছেলের সাথে গল্প করা, টিউবওয়েলের পানি খেতে চাওয়া, গাছকে জড়িয়ে ধরে কান্না করা, শৈশবের বান্ধবীকে জড়িয়ে ধরার ইচ্ছে সবগুলো ছোট্ট ছোট্ট বিষয়ই অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছে।