ঘরের মেঝেতে পড়ে আছে বোনের অর্ধনগ্ন লাশ, সায়ানাইডের বোতল, একটা চিরকুট; চিরকুটে লেখা- 'এ ঘরে ঈশ্বর ছিলো না, মাস্টার দা' ছিলো ।'
ঈশ্বর ছিলো না মাস্টার দা' ছিলো
স্বর্গ ছিলো না নরক আছে
এবং আছে ট্রেন
যে ট্রেন আমাদের নরকে নিয়ে যাবার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু কোথায় সেই নরক? এই নরক কি এই পৃথিবীতেই? ট্রেনের টিকেট কি এই বইয়ের অক্ষরেই লুকিয়ে আছে? আমরা জানি না।