এক নামে সবাই চেনে তাকে। লিম ওয়ান-জু, ওরফে অ্যাণ্ডি লিম— মহাপরাক্রমশালী এক কোরিয়ান ধনকুবের। সেধে তার সঙ্গে টক্কর দিতে গেছে রানা, তার ফলও পেতে চলেছে হাতে-নাতে। ওর সামনে এখন মেলে ধরা হয়েছে তাসের ডেক, একেকটা তাসে একেক ধরনের মৃত্যুর পন্থা লেখা। সেখান থেকে বেছে নিতে হবে একটা। অস্ত্রের মুখে তাস টানতে বাধ্য হলো রানা। ফলাফল? জ্যান্ত কবর দেয়া হবে ওকে।
কাজী আনোয়ার হোসেন ১৯৩৬ খ্রিস্টাব্দের ১৯ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পুরো নাম কাজী শামসুদ্দিন আনোয়ার হোসেন। ডাক নাম 'নবাব'। তাঁর পিতা প্রখ্যাত বিজ্ঞানী, গণিতবিদ ও সাহিত্যিক কাজী মোতাহার হোসেন, মাতা সাজেদা খাতুন। কাজী আনোয়ার হোসেন সেবা প্রকাশনীর কর্ণধার হিসাবে ষাটের দশকের মধ্যভাগে মাসুদ রানা নামক গুপ্তচর চরিত্রকে সৃষ্টি করেন। এর কিছু আগে কুয়াশা নামক আরেকটি জনপ্রিয় চরিত্র তার হাতেই জন্ম নিয়েছিলো। কাজী আনোয়ার হোসেন ছদ্মনাম হিসেবে বিদ্যুৎ মিত্র নাম ব্যবহার করে থাকেন।
মাসুদ রানা পড়ি না অনেকদিন। শেষ মাসুদ রানা পড়েছিলাম "দুরন্ত কৈশোর"। মূলত রানা না পড়ার কারণ রানা এখন ট্রেজার হান্ট এবং বিভিন্ন দানব ফানব মারিয়া বেড়ায়। "দুরাত্না" পড়ার কারণ দুটো। ১. অনেকদিন পর আরমান ভাই রানা লিখছে। উনার সম্পর্কে ধারণা আছে বএলি ভরসা পাই। উনি ডিফারেন্ট কিছু করার চেষ্টা করেন। ২. আরমান ভাই আগেই বলেছিল এই রানায় আগের রানাকে ফিরে পাওয়া যাবে। তাই ভরসা করে হাতে নিলাম। বলা বাহুল্য বইটা আমাকে নিরাশ করেনি। সেই ওল্ড স্কুল রানা। মেজর রাহাত,সোহেল আর ইলোরার সাথে রানার ফ্ল্যাটিং :D আর অনেকদিন পর রানা সোনা রুপা উদ্ধার ছেড়ে তার এসপিওনাজ জগতে ফিরে এল। কি নেই এতে? কার রেসিং,সুন্দ্রী ললনা,দুর্দান্ত গান ফাইট ।একেবারে পারফেক্ট রানা। পুরাই বিন্দাস লাগলো পড়ে। বইটা ভালো লাগার আরেকটা কারণ মুল বইটার সেট আপ ছিল সেই মান্দাতা আমলের। কিন্তু এমন পারফেক্টিলি আরমান ভাই বইটাকে ব্লেন্ড করেছেন কেউ যদি একটু খোঁজ খবর না নেয় তাহলে বুঝার উপায় নেই । অনেকদিন পর একটা রানা পড়ে মজা পাইছি :D । আর পুরো বইটাই অফিসে বসে শেষ করছি :p
Fantastic! What a last one third of the action fiction. Mr. Rana made the impossible possible in a possibly impossible way! That determination, and ability made him live for more than 450 books. Honestly, this book was all a spy thriller needs to be. It had mystery, investigation, action, awesome heroine, and all. Its a full package of joy, and tension. Also, unlike many other racing car speed thrillers it actually had a car race within!
The writing was smooth as hell, descriptions were on spot, and it was really beautiful. I felt for the antagonist for a while too, he had his reasons. Overall, I have enjoyed reading this one. Good read, recommended for any mystery action spy thriller lover. It will easily entertain a James Bond fan.
টানটান উত্তেজনাকর আরেকটা মিশান MR9 এর। এইবারের প্রতিপক্ষ এক প্রতিহিংসার নেশায় মত্ত উম্মাতাল কোরিয়ান ধনকুবের লিম ওয়ান জু। লিম, ১৯৫০ এর কোরিয়ার নো গান রি ম্যাসাকারের এক সার্ভাইভার। এই এক ম্যাসাকারের বর্ননাই যেকোন গণহত্যা যে কি পরিমান ভয়ঙ্কর হতে পারে, এবং গণহত্যার সার্ভাইভারদের মধ্যে কি পরিমান ট্রমা রেখে যায় তা বুঝিয়ে দেয়।
দুরাত্মা দিয়ে আবারো সেই ভিন্টেজ প্রচ্ছদ ডিজাইনে ফিরে গেলো মাসুদ রানা। প্রচ্ছদে দুই সুন্দরী (কালো বন্দুক হাতে রমনী, যাকে চিনিনা আর, ১৯৬৫ ফোর্ড মাসট্যাং জিটি) মূলতঃ বইটি এইবারের বইমেলা থেকে কিনতে বাধ্য করেছে।