কল্পবিশ্বের বাছাই করা ১৯ টি কল্পবিজ্ঞান, ফ্যান্টাসি ও হরর গল্পের অনন্য সংকলন।
প্রফেসর শঙ্কুর নতুন অ্যাডভেঞ্চার, ঘনাদার নতুন গল্প, সময় ভ্রমণ, ডায়োস্টোপিক দুনিয়া, মহাকাশ অভিযান, ফিউচারিস্টিক ডেথ গেম, অভিনব অ্যান্ড্রয়েড এবং আরো অনেক কিছু!
কল্পবিশ্ব বাংলা ভাষায় নতুন দিনের কল্পবিজ্ঞান আর ফ্যান্টাসি পত্রিকা। সাধারণ পাঠক থেকে প্রথিতযশা সাহিত্যিক – সকলেই সাদরে অভ্যর্থনা জানিয়েছেন কল্পবিশ্বকে। সারা বছরই তার দেখা পাওয়া যায় ইন্টারনেটে।
আগের বছরের মতো এবারও ওয়েব পত্রিকা থেকে সে হাজির দু-মলাটে বন্দি হয়ে, গত বছরের সেরা লেখাগুলিকে নিয়ে। মৌলিক কল্পবিজ্ঞান, গল্প, বিশ্বসেরা রচনার অনুবাদ, গায়ে কাঁটা দেওয়া হরর... আসর একেবারে জমজমাট।
শুধু কিশোরপাঠ্য নয়, পরিণতমনস্ক রচনারও বাছাই সংকলন। আসুন প্রিয় পাঠক, গড়ে তুলি কল্পনার এক নতুন পৃথিবী।
কল্পবিশ্ব পত্রিকায় বছরজুড়ে প্রকাশিত হয় নানা ধরনের, নানারকম অনুভূতি-উদ্রেককারী প্রচুর গল্প-উপন্যাস। তাদের মধ্য থেকে শুধুমাত্র সেরা কিছু ছোটো গল্প বেছে নিয়েই সাজানো হয়েছে এই সংকলনটিকে। তাতে আমরা পেয়েছি~ ক] ছ'টি অনূদিত কাহিনি; খ] বারোটি মৌলিক আখ্যান— যাদের মধ্যে আছে ভয়ংকর ফ্যান্টাসি, ডিস্টোপিয়ার ক্রূর সম্ভাবনা, সাবলীল কল্পনার উড়ানে ভিনগ্রহীদের সাক্ষাৎ পাওয়ার কাহিনি, শ্বাসরোধী অ্যাডভেঞ্চার, মজাদার মেটা-ফিকশন। সব মিলিয়ে স্পেকুলেটিভ ফিকশনের অনুরাগীদের কাছে এই খণ্ডটিও এক ভূরিভোজের সমতুল। হাতে পেলেই পড়ে ফেলুন, আর মজে যান কল্পবিশ্বের বৈচিত্র্যময় সম্ভারে।