বাংলাদেশের শিক্ষার্থীদের একটা বিরাট অংশ তাদের শিক্ষাজীবনের শুরুর দিকেই শিক্ষক কিংবা অভিভাবকের কাছ থেকে জানতে পারে যে অঙ্কে তার মাথা ভালো নয়। প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় তারা প্রথম এই কথাটি শোনে, তারপর মাধ্যমিক বিদ্যালয়ে পড়ার সময় এই একই কথা আরো অনেকবার শোনে। তাদের কেউ কেউ নিজেরা অঙ্কে (গণিতে) ভালো হওয়ার চেষ্টা করে, পরিশ্রম করে পরীক্ষার হলে যায়, এবং তারপর পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে না। একসময় শিক্ষার্থীরা আসলেই বিশ্বাস করতে শুরু করে যে, “আমি গণিতে দুর্বল”। এই গণিতে দুর্বলতার বিষয়টি আমাদের শিক্ষার্থীদের আত্মবিশ্বাসে অত্যন্ত নেতিবাচক ভূমিকা রাখে। যখনই যুক্তি-বুদ্ধি প্রয়োগের বিষয় আসে, যখনই গাণিতিক বিশ্লেষণের বিষয় আসে, তখনই তারা ধরে নেয় যে, সেই জিনিসটি তাদের দিয়ে হবে না। তাই তো আমরা হরহামেশাই এমন প্রশ্ন পাই, “ভাই, আমার প্রোগ্রামিং শেখার অনেক ইচ্ছা। কিন্তু আমি তো গণিতে দুর্বল। আমি কি প্রোগ্রামিং শিখতে পারব?”। কেবল প্রোগ্রামিং নয়, বিজ্ঞান ও প্রকৌশলে জাতি হিসেবে আমাদের পিছিয়ে পড়ার অন্যতম কারণ হচ্ছে গণিতে দুর্বলতা কিংবা দক্ষতার অভাব। গণিতে দক্ষতা অর্জন করতে তিনটি জিনিস প্রয়োজন। সেগুলো হচ্ছে পড়া, উপলব্ধি করা ও অনুশীলন করা। গণিত বইতে কেবল অনুশীলনীর প্রশ্নগুলোর উত্তর বা সমাধান করলেই হবে না, বরং বই ভালোভাবে পড়তে হবে। আর পড়ার সময় গল্পের বই কিংবা খবরের কাগজ পড়ার মতো পড়লে হবে না, পড়ার সঙ্গে সঙ্গে কী পড়ছি, সেটি উপলব্ধি করার চেষ্টা করতে হবে। তো আমাদের স্কুলের গণিত বইগুলোতে অনুশীলনী আছে, অনুশীলনীর আগে আলোচনাও আছে (যদিও অনেক শিক্ষার্থীই সেই আলোচনা পড়ে না)। যেই জিনিসটি দরকার, সেটি হচ্ছে সবকিছুকে একই সুতোয় গাঁথা। গণিতের কোন জিনিসটি কেন শিখছি, সেটি কী কাজে লাগছে-এই বিষয়টি
বইটি লেখা হয়ছে তাদের জন্য যারা গনিতকে প্রচন্ড রকম ভয় পাই। যারা ভয়ের কারনে গনিত বই থেকে নিয়ম করে ১০ হাত দূরে থাকে। ক্লাসে স্যারের গনিত পড়া মাথার উপর দিয়ে যায়। ধমকের ভয়ে প্রশ্ন না করে চুপ করে থাকে। গনিত পরিক্ষার আগের রাত বন্ধু-বান্ধব থেকে সাজেশন খুজে মুখস্ত করে কোনো রকম পাস করে বেচে যায়। অনেকে তো গনিত ও বিজ্ঞানের ভয়ে নিজের স্বপ্নও পরিবর্তন করে পেলে। গনিত তাদের কাছে বিশাল রকম অ্যালার্জি। বইটি তাদের জন্যই লেখা। 🤓🤓
📚 যাদের উচ্ছ মাধ্যমিক শেষ তারা বইটিতে কোনো নতুন কিছু শিখতে পারবে না। তবে আগের শিখা জিনিসেই হয়তো নতুন করে শিখবে। গনিতের একেকটা বিষয়কে নতুন ভাবে দেখবে। যারা গনিত কে ভয় পায় তারা হয়তো তো সে ভয়কে জয় করতে পারবে। লেখক গনিতের বেসিক বিষয় গুলোকেই নতুন ভাবে ও সহজ ভাবে বুঝানোর চেষ্টা করেছে। python ও c programming language এর মাধ্যমে কয়েকটা সমস্যা সমাধান করেও দেখিয়েছে। গনিতের একদম বেসিক বিষয় সংখ্যা রেখা, যোগ,বিয়োগ থেকে শুরু করে লগারিদম পর্যন্ত লেখক সহজ ভাবে তুলে ধরেছে। অনেক কিছু সংক্ষেপে, আবার অনেক কিছু বিস্তারিত আলোচনা করেছে। তবে advance কোনো কিছু শিখানো হয় নাই। সবগুলোই বেসিক বিষয় বস্তু যাতে যারা গনিত ভয় পায় তারা যেন সেই ভয়কে জয় করতে পারে।🙂🙂
গণিতের একদম বেসিক বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বেশি ভালো লাগেনি তবে যাদের গণিতের বেসিক দূর্বল তারা পড়তে পারেন। তবে এখানে কিন্তু শুধু আলোচনাই করা হয়েছে তাই ব্যবহারিক প্রয়োগ করতে পারবেন না।
This entire review has been hidden because of spoilers.