What do you think?
Rate this book


115 pages, Kindle Edition
First published January 1, 1922
ভালোবাসাকে কী কুৎসিত চোখে দেখছে আজকাল লোকেরা! মানুষ তো নয় যেন শকুনি! দুনিয়ায় এত পাপ! মানুষ এত ছোট হল কী করে? তাদের মাথার ওপর এমন উদার আসীম নীল আকাশ, আর তারই নীচে মানুষ কী সঙ্কীর্ণ, কী ছোট! সমস্ত দুনিয়াটা — সমস্ত আকাশ উল্টে ভেঙ্গে পড়ো তাদের মাথায়, যারা ভালোবাসার কলঙ্ক আনে, ফুলকে অপবিত্র করে।
কালো মানুষ বড্ডো বেশি চাপা অভিমানী। তাদের কালো রূপের জন্যে তারা মনে করে, তাদের কেউ ভালোবাসতে পারে না! কেউ ভালোবাসছে দেখলেও তাই সহজে বিশ্বাস করতে চায় না। বেচারাদের জীবনে এটাই সবচেয়ে বড় ট্রাজেডি।
পুরুষ নারীর কাছে চিরদিন প্রতারিত হয়ে আসছে। কারণ, তারা বাইরে যত যত বড় কর্মী বিদ্বান আর বীর হোক না কেন, নারীদের কাছে তারা এক নম্বর বোকা, একবারে ভেড়া বনে যায় বললে অত্যুক্তি হয় না।