যেকোনো নতুন উদ্যোক্তার যন্ত্রণার আরেক নাম মার্কেটিং। আমাদের দেশে এটি অনেক বড় সমস্যা। কারণ আমাদের উদ্যোক্তারা কষ্টেসৃষ্টে নিজের পণ্য বা সেবাটি কোনো রকমে তৈরি করতে পারেন। বেশির ভাগ বিনিয়োগকারীই তাকে ফিরিয়ে দেন, একটি পর্যায় পর্যন্ত যেতে না পারলে। আবার একটা নির্দিষ্ট মাত্রায় যেতে হলেও তার বিপণনের ব্যাপক প্রয়োজন। মার্কেটিংয়ের ফান্ডের অভাবে বেচারা তখন পড়ে যান বিপদে। এ থেকে উত্তরণের একটা উপায় হলো মার্কেটিংয়ের ব্যাপারটাকে নিজের পণ্য বা সেবার সাথে যুক্ত করে ফেলা। এমনভাবে কাজটা করা, যাতে কম খরচে, এমনকি ন্যূনতম খরচে যেন মার্কেটিং করা যায়। গ্রোথ হ্যাকিং হলো এমন একটি মার্কেটিং-পদ্ধতি, যার সঠিক ব্যবহার, শুধু নবীন উদ্যোক্তা নন, প্রতিষ্ঠিত উদ্যোক্তাদেরও গ্রোথ বাড়াতে সহায়তা করে। কোনো কোনো সময় এটি একেবারে নিঃখরচায়ও করা যায়। এ বইটি সে রকম মার্কেটিং-পদ্ধতির একটা বই। দেশ-বিদেশের নানান উদাহরণ দিয়ে এখানে ব্যাখ্যা করা হয়েছে কীভাবে একজন উদ্যোক্তা তার উদ্যোগের সম্প্রসারণে এই পদ্ধতি ব্যবহার করতে পারবেন। বইটির কলেবর খুবই ছোট। কিন্তু কাজে লাগাতে পারলে এ বইটি হয়ে উঠবে উদ্যোক্তার মার্কেটিংয়ের অব্যর্থ অস্ত্র।
জন্ম চট্টগ্রামে। হাইস্কুলের পড়ালেখাও সেখানেই— সেন্ট মেরিজ, মুসলিম এডুকেশন সোসাইটি ও মুসলিম হাইস্কুল। পরে চট্টগ্রাম কলেজ হয়ে ঢাকার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। দৈনিক সংবাদের সাপ্তাহিক বিজ্ঞান ও প্রযুক্তির ফিচার পাতায় লেখালেখির মাধ্যমে সাহচর্য পেয়েছেন বিজ্ঞান লেখক ও বিজ্ঞান কর্মী আ. মু. জহুরুল হক, আবদুল্লাহ আল-মুতী, শরফুদ্দিন কিংবা এ আর খানের। তাদের অনুপ্রেরণায় নিজেকে বিজ্ঞান জনপ্রিয়করণের কর্মী হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছেন। ১৯৯৫ সাল থেকে ভোরের কাগজে এবং ১৯৯৮ সাল থেকে দৈনিক প্রথম আলোয় বিজ্ঞানবিষয়ক সাপ্তাহিক ফিচার পাতার সম্পাদনা করেছেন। ২০০৩ সালে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদের সঙ্গে থেকে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বে গড়ে তোলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। বর্তমানে তিনি কমিটির সাধারণ সম্পাদক। গণিতের পাশাপাশি বিজ্ঞান ও প্রোগ্রামিং প্রসারের জন্য কাজ করে যাচ্ছেন। তাঁর ‘চাকরি খুঁজব না, চাকরি দেবো’ নামের প্ল্যাটফর্মটা তরুণদের উদ্যোক্তা হতে উৎসাহিত করছে। গণিত আর বিজ্ঞান নিয়ে লেখার পাশাপাশি যুক্ত রয়েছেন ষষ্ঠ থেকে দশম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পাঠ্যপুস্তক রচনা ও সম্পাদনায়। বর্তমানে দৈনিক প্রথম আলোয় যুব কর্মসূচি সমন্বয়কের দায়িত্ব পালন করছেন।
গ্রোথ হ্যাকিং মার্কেটিং হল সনাতন মার্কেটিং এর বিপরীতে গিয়ে আউট অফ দ্য বক্স মার্কেটিং করা।
যেকোনো স্টার্ট আপ এর মূল সমস্যা হল তাদের মার্কেটিং এর জন্য কোন বাজেটই থাকে না।
এ অবস্থায় গ্রোথ হ্যাকিং মার্কেটিং হল তাদের ত্রাতা। কোন বিল বোর্ড, টিভি বিজ্ঞাপন পত্রিকায় বিজ্ঞাপন নয়, আপনার গ্রাহকই হয়ে যাবে আপনার প্রচারের প্রধান মাধ্যম।
বই: গ্রোথ হ্যাকিং মার্কেটিং লেখক: মুনির হাসান প্রকাশক: আদর্শ
লেখক পরিচিতি: লেখক মুনির হাসানের জন্ম ২৯ জুলাই, ১৯৬ সালে চট্টগ্রামে। হাইস্কুলের পড়ালেখাও সেখানেই— সেন্ট মেরিজ, মুসলিম এডুকেশন সোসাইটি ও মুসলিম হাইস্কুল। পরে চট্টগ্রাম কলেজ হয়ে ঢাকার বাংলাদেশ প্রকৌশল বিশ্বিদ্যালয়ে। দৈনিক সংবাদের সাপ্তাহিক বিজ্ঞান ও প্রযুক্তির ফিচার পাতায় লেখালেখির মাধ্যমে।
পাঠ প্রতিক্রিয়া: বইটিতে গ্রোথ হ্যাকিং নিয়ে ধারনা, কাজের জিনিস কি, কিভাবে বানাবেন, কোথায় পাবেন, নিজের গ্রোথ হ্যাক করা, প্রচার করা, ভাইরালিটি, গ্রোথ ধরে রাখা সহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
বেশ কাজের কিছু টপিক নিয়ে আলোচনা করা হয়েছে। লেখকের লেখনি খুবই স্পষ্ট। সহজ ভাষায় বইটি লেখা হয়েছে। উদাহরণ এর কারনে বুঝতে সহজ হয়।
উদ্যোক্তা কিন্বা মার্কেটিং নিয়ে যারা কাজ করে তাদের ভালো লাগবে এবং কাজে লাগবে। নতুনদের জন্য অনুপ্রেরণা মূলক বই। আর সাইজে খুব ছোট বই, সহজেই পড়া শেষ হয়ে যাবে।
প্রোডাকশন কোয়ালিটি: বইটি হার্ডবাইন্ডিং এর। মোটা কাগজ ব্যবহার করা হয়েছে। প্রচ্ছদটি বেশ চমৎকার। বুকমার্কিং রিবন দিলে ভালো হতো।
কন্টেন্ট, প্রোডাকশন সব মিলিয়ে বইটা আমার ভালো লেগেছে। পড়তে পারেন, খারাপ লাগবে না, বেশ কিছু জিনিস শিখতেও পারবেন।
সম্পূর্ণ নতুন ধারার একটি বই পড়লাম। ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড বলে কিনা জানি না কিছু কিছু জায়গা বুঝতে একটু কষ্ট হয়েছে। সর্বোপরি গ্রোথ হ্যাকিং মার্কেটিং সম্পর্কে অল্প হলেও কিছু জানতে পেরেছি বলে বইটা ভাল লেগেছে।
গ্রোথ হ্যাকিং মার্কেটিং এই নামটির ব্যাপারে প্রথম জানতে পারি রায়ান হলিডের প্রায় একই নামে লেখা বই থেকে। বইটি কিনবো কিনবো করেও কেনা হয় নাই। মুনির হাসান তাঁর বইয়ে গ্রোথ হ্যাকিং এর ব্যাপারে সংক্ষিপ্ত কিন্তু সহজেই প্রয়োগযোগ্য অনেক পদ্ধতির কথা উল্ল্যেখ করেছেন। বইমেলায় লেখক নিজে এই বাজারজাতকরণের পদ্ধতি প্রয়োগ করে তাঁর বইয়ের সহস্রাধিক কপি বিক্রি করেছেন, যেখানে নন ফিকশন বই ৩০০ কপির বেশি বিক্রি হয় না। গ্রোথ হ্যাকিং মার্কেটিং গতানুগতিক ধারার মার্কেটিং এর সম্পূর্ণ উল্টো ধারণা। এখানে বিজ্ঞাপনের কোন স্থান নেই। আমাদের দেশে উবার এবং ব্যাকপ্যাকব্যাং সহ অনেক প্রতিষ্ঠানই গ্রোথ হ্যাকিং মার্কেটিং করে মুনাফাযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। নতুন উদ্যোক্তা থেকে শুরু করে অভিজ্ঞ উদ্যোক্তারা প্রত্যেকেই মুনির হাসানের এই বই থেকে ভিন্ন ধারার বাজারজাতকরণের কৌশলগুলো সফলভাবেই প্রয়োগ করতে পারবেন।
মার্কেটিং এর পুঁথিগত ধারণাকে না টেনে বিভিন্ন ধরনের কোম্পানির উদাহরণ দিয়ে ব্যাখ্যা করা হয়েছে মার্কেটিং এর নানান কৌশল। আর বইটি পড়ার সময় যখন চিন্তা করছিলাম, তখন মনে হয়েছে সবগুলো কৌশলই একটা নতুন বা স্ট্র্যাগলিং কোম্পানির জন্যে গুরুত্বপূর্ণ।
গ্রাহককে কিভাবে বানানো যায় পণ্যের এডভার্টাইজার, কিভাবে আকাঙ্খিত গ্রাহককে টেনে আনা যায় আবার ধরেও রাখা যায়, ভাইরাল হওয়া কেন সাইন্স, প্রডাক্টের কোয়ালিটি কেন একটা চিরন্তন উন্নয়নশীল প্রক্রিয়া, নিত্য নতুন গ্রাহকের চেয়ে পুরানো গ্রাহক ধরে রাখা কেন গুরুত্বপূর্ণ - এসব ব্যাপার নিয়ে চমৎকারভাবে আলোচনা করা হয়েছে বইটিতে।
ছোট পরিসরে হলেও বইটি অনেক তথ্যবহুল। ব্যবসা যারা করছেন বা, করার কথা ভাবছেন তারা ছাড়াও মার্কেটিং নিয়ে যাদের আগ্রহ তারা বইটি পড়তে পারেন।
Wow. Another awesome book. ALHAMDULILLAH. Slowly but steadily I am being in love with Munir Hasan sir in the case of books. Already I've reviewed his "Emotional Marketing" book. You can check it out.
After reading the book, firstly I am going to say about goodreads. We all review book that we have read in this platform and we think we are doing things for us and I personally love to use goodreads. But after reading the book,n ow I feel that they are not giving us any salary for being their personal marketers 😅. But then again I'll use goodreads Insha'Allah 🙃.
The book is about "the growth Hacking." But what is it?🤔. Suppose, You won a company and you are a new entrepreneur. So you have a little money to grow the company. So you are not going to use "Billboards, newspaper ads, paid advertising etc." But, to grow you have to do marketing. So you have used a way in which, YOUR CUSTOMERS BECAME YOUR MARKETERS for free. And this is called Growth Hacking Marketing.
“This is your life. Do what you want to do and do it often. If you dont like something, change it. If you dont like your job, quit. If you dont have enough time, stop watching TV. If you are looking for the love of your life, stop; they will be waiting for you when you start doing things you love. Stop over-analysing. Life is simple. All emotions are beautiful. When you eat, appreciate every last bite. Life is simple. Open your heart, mind and arms to new things and people, we are united in our differences. Ask the next person you see what their passion is and share your inspiring dream with them. Travel often; getting lost will help you find yourself. Some opportunities will only come once, seize them. Life is about the people you meet and the things you create with them, so go out and start creating. Life is short, live your dream and wear your passion.” - Holstee Manifesto
'Growth Hacking Marketing' renders a brief introduction to the growth hacking concept in Bangla language which can be useful for the rookies. This is comparatively a novel idea which is getting more and more mainstream. Avid learners have to resort to more in-depth texts though and some good references are given at the end of the book. This book is a good read without doubt.
Not too bad for learning or understanding how growth marketing evolved. Expected more on hack of the growth marketing. Thanks for highlighting in this new topic in Bangla.
গ্রোথ হ্যাকিং নিয়ে আমার আগে কোন ধারণা ছিল না । কিন্তু এই বইটা পড়ার পর কিছুটা হলেও বুঝতে পারছি এর প্রয়োজনীয়তা । গ্রোথ হ্যাকিং মার্কেটিং কোন বিশেষ মার্কেটিং মেথড নয় বরং অনেকগুলো মেথডের সমষ্টি বলা চলে । বিশেষ করে স্টার্টআপ এর ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ যাদের আসলে মার্কেটিং/ বিজ্ঞাপনের পেছনে তেমন কোন বাজেট থাকে না। গ্রোথ হ্যাকিং মার্কেটিং এর প্রথম কথাই হল গ্রাহক কিভাবে টেনে আনা যায় । সেজন্য এই বইয়ে বেশ কিছু সফল স্টার্টআপের উদাহরন দেয়া আছে । এক্ষেত্রে রেগারেল সিস্টেম , ইনভাইটেশন সিস্টেম ইত্যাদি বেশ জনপ্রিয় । গ্রোথ হ্যাকিং এর অন্যতম একটা দিক হল প্রোডাক্ট পুরোপুরি সম্পন্ন হওয়ার আগেই সেটাকে মারকেটে লঞ্চ করা এবং কাস্টমার ফিডব্যাকের সাহায্যে উত্তরোত্তর প্রোডাক্টের বিভিন্ন দিক চেঞ্জ করা । এক্ষেত্রে আপনাকে ফ্লেক্সিবল হতে হবে , রিজিড হলেই কিন্তু বিপদ । প্রথম দিকে শুধুমাত্র কাছের মানুষ / ফ্যানাটিক গ্রাহকদের মধ্যে জিনিসটা পৌছানোর ব্যবস্থা করতে হবে । আপনার জিনিস ভাল হলে তারাই আপনার মারকেটিয়ার হয়ে যাবে । আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হল এক্সিস্টিং কাস্টমার ধরে রাখা । নতুন গ্রাহক থেকে পুরাতন গ্রাহকের কাছ থেকে মুনাফা লাভের আশা সবসময়ই বেশি । সর্বশেষে কথা হল , এমন কিছু বানানো যা মানুষের কাজে লাগে । তাহলেই আপনি সফল হতে পারবেন ।
এরকম আরো অনেক বইয়ের প্রত্যাশা থাকবে লেখকের কাছে
This entire review has been hidden because of spoilers.
যেকোনো নতুন উদ্যোক্তার যন্ত্রণার আরেক নাম মার্কেটিং। আমাদের দেশে এটি অনেক বড় সমস্যা। কারণ আমাদের উদ্যোক্তারা কষ্টেসৃষ্টে নিজের পণ্য বা সেবাটি কোনো রকমে তৈরি করতে পারেন। বেশির ভাগ বিনিয়োগকারীই তাকে ফিরিয়ে দেন, একটি পর্যায় পর্যন্ত যেতে না পারলে। আবার একটা নির্দিষ্ট মাত্রায় যেতে হলেও তার বিপণনের ব্যাপক প্রয়োজন। মার্কেটিংয়ের ফান্ডের অভাবে বেচারা তখন পড়ে যান বিপদে। এ থেকে উত্তরণের একটা উপায় হলো মার্কেটিংয়ের ব্যাপারটাকে নিজের পণ্য বা সেবার সাথে যুক্ত করে ফেলা। এমনভাবে কাজটা করা, যাতে কম খরচে, এমনকি ন্যূনতম খরচে যেন মার্কেটিং করা যায়।
গ্রোথ হ্যাকিং হলো এমন একটি মার্কেটিং-পদ্ধতি, যার সঠিক ব্যবহার, শুধু নবীন উদ্যোক্তা নন, প্রতিষ্ঠিত উদ্যোক্তাদেরও গ্রোথ বাড়াতে সহায়তা করে। কোনো কোনো সময় এটি একেবারে নিঃখরচায়ও করা যায়।
এ বইটি সে রকম মার্কেটিং-পদ্ধতির একটা বই। দেশ-বিদেশের নানান উদাহরণ দিয়ে এখানে ব্যাখ্যা করা হয়েছে কীভাবে একজন উদ্যোক্তা তার উদ্যোগের সম্প্রসারণে এই পদ্ধতি ব্যবহার করতে পারবেন। বইটির কলেবর খুবই ছোট। কিন্তু কাজে লাগাতে পারলে এ বইটি হয়ে উঠবে উদ্যোক্তার মার্কেটিংয়ের অব্যর্থ অস্ত্র।
নিজের যে কোন পণ্যের বিক্রি বাড়ালে হলে, বেশি মানুষের কাছে সেটা পৌঁছাতে হলে মার্কেটিং এর কোন বিকল্প নাই এ কথা সত্য। কিন্তু সমস্যা হল, ঠিক কোন পদ্ধতিতে কিভাবে মার্কেটিং করতে হবে এটা অনেকেই জানেন না।
মার্কেটিং এর একটি চমৎকার পার্ট হল গ্রোথ হ্যাকিং মার্কেটিং। বইটিতে লেখক গ্রোথ হ্যাকিং মার্কেটিং নিয়ে নানা বিষয় আলোচনা করেছেন অনেক সুন্দর ভাবে। কলেবর ছোট হলেও বইয়ের বিষয়বস্তুগুলোকে কাজে লাগাতে পারলে তা যে কোন উদ্যোক্তার জন্যই সুফল বয়ে আনবে বলে বিশ্বাস।
অসাধারণ একটি বই, এককথায় অসাধারণ। সূচীটা যে অনুক্রমে সাজানো হয়েছে সেটা থেকে লেখকের বর্ণনা শৈলী, প্রয়োজন মত উদাহরণের উপস্থাপন, নব্য উদ্যোক্তাদের জন্য টিপস অ্যান্ড ট্রিক্স সব মিলিয়ে বইটি খুবই সুন্দর হয়েছে। এক বসার পড়ে শেষ করা যাবত। কিন্তু শেষ হলেও আরও যেন পড়তে ইচ্ছা হয়, অথচ বইটি কিন্তু কোন দিক থেকেই অসম্পূর্ণ নয়। লেখকের লেখনী এমনই আকর্ষণীয়। ভবিষ্যতে উনার থেকে এরকম আরও বই পাওয়ার প্রত্যাশা রাখলাম।
গ্রোথ মার্কেটিং এর উপর ইংরেজিতে প্রচুর কন্টেন্ট পাওয়া যায়। কিন্তু বাংলা ভাষায় নেই বললেই চলে। তাই বাংলাদেশের উদীয়মান উদ্যোক্তাদের জন্য বইটি খুবই উপকারি হবে ইনশা আল্লাহ। বইটি ঠিক থিওরি বা আলোকবর্তিকা টাইপ কোন বই না। বরং উদাহারণ ভিত্তিক পরামর্শের সংকলন। আর বইটির ভাষা খুব চমৎকার, মুনির স্যারের মুখের কথার মতই সহজবোধ্য। চমৎকার এই বইটির জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ।
নতুন উদ্যোক্তাদের জন্য বেশ চমৎকার কিছু আইডিয়া আছে বইটিতে। বিশেষ করে পণ্যের মার্কেটিং এর জন্য। তবে মুনির স্যার বাংলাদেশি উদ্যোক্তাদের সফল উদ্যোগগুলোকে আরো হাইলাইটস করতে পারতো বলে মনে হয়েছে।
৪ কিংবা ৫ স্টারও দেওয়া যেতো যদি না সবকিছু টেক রিলেটেড না হতো। বইয়ের নামকরণ যথার্থ হতো যদি বইয়ের নাম টেক ইন্ড্রাস্ট্রিতে গ্রোথ হ্যাকিং মার্কেটিং হতো। তারপরও বেশ ভালোই শিখতে পেরেছি। ৩/৫ স্টার।
এই ধরনের বই যতটা ক্লিন বা ডিটেইলড হওয়া উচিত ততটা নয়৷ বেসিক এবং বিগিনার কন্সেপ্ট এর জন্য পড়া যেতে পারে। বাট প্রাক্টিকাল কোন কাজে আসবে বলে মনে হয় না।