গুডরিডসেই এক বন্ধুর রিভিউ দেখে কৌতুহল হয়, পিডিএফ পাওয়া যাচ্ছে দেখে নামিয়ে পরে ফেললাম।
স্বল্প পাতার বই, সাবলীল লেখা খুব তাড়াতাড়িই পড়া হয়ে গেল। ভালোই চলছিল কাহিনী। বর্তমানে কোটিপতি ব্যবসায়ী, মল্লিনাথ, নিজের মেধা ও পরিশ্রমে রাজত্ব ও রাজকন্যা দুইই পেলেন; কিন্তু পনের বছরেরও রাজকন্যা, অনুরাধার মনে জায়গা পেলেন না, উল্টে পেলেন তাচ্ছিল্য আর অবজ্ঞা। অতএব গেলেন বাইরের মেয়েমানুষের কাছেই। এইরকম ই একজন মণিকা। তার সাথে দেখা হওয়ার পর কোনদিকে মোড় নিল মল্লিনাথের জীবন, তাদের সম্পর্কের পরিণতিই বা শেষ পর্যন্ত কি হলো তা জানতে হলে পড়ে ফেলতে পারেন বইটি।