দারা, শাহ সুজা, আওরাঙজেব, সম্রাট শাহজাহান এর চার পুত্র। সম্রাট শাহজাহান শয্যাসায়ী হওয়ার পরে শুরু হয় তাদের মধ্যে সিংহাসনে বসা নিয়ে লড়াই। একজন অপরজনের বিরুদ্ধে রণকৌশল আর ষড়যন্ত্রে লিপ্ত হয়ে ওঠে। এ প্লট নিয়েই গড়ে উঠেছে মুঘল গীবত উপন্যাসের কাহিনী। লেখকের কল্পনায় ভেসে উঠেছে সে সময়ের আখ্যান। লেখকের মতে, যেখানে কল্পনা ও বাস্তবতার দূরত্ব মাত্র এক মসলিন সুতা।
এছাড়াও এ উপন্যাসে আলোচনা করা হয়েছে মোঘল সম্রাটদের জাঁকজমক লাগামহীন জীবনযাপন, অবাধ যৌনতা, মুঘলদের খাওয়া দাওয়া আর গুরুত্বপূর্ণ ভাবে ভারতীয় উপমহাদেশের রাজনীতির পালাবদলে মোঘলদের ভূমিকা।
ইতিহাস সবসময়ই গুরুত্বপূর্ণ। বিকৃত না করে, শুধুমাত্র প্লটটা ব্যবহার করে লেখক অনেক সংক্ষেপে গল্পটা ন্যারেট করেছেন। ফিকশন বেজড অন ফ্যাক্ট কথাটা এ উপন্যাসের ক্ষেত্রে ভালোই খাটে। সুখপাঠ্য ছিল। মোঘলদের নিয়ে যারা আগ্রহী অথবা যারা ইতিহাসের একনিষ্ঠ ভক্ত, তাদের জন্য এটা একটা ভালো বই। মোঘল ট্রিলজির পরের পার্ট মুঘল পুরানের অপেক্ষাই থাকলাম।
মোঘল সম্রাট শাহজাহানের শাসনামলের শেষভাগ। চার পুত্র দারা, মুরাদ, সুজা ও আওরঙ্গজেব পারস্পরিক দ্বন্দে লিপ্ত - দিল্লীর সালতানাৎ কে দখল নেবেন এই মর্মে। চার ভাইয়ের মধ্যিকার সম্পর্কের কুৎসিত অন্দরমহল, পরচর্চার নোংরা অভ্যাসের রেশ ধরেই লেখক উপন্যাসের কাহিনী ফেঁদেছেন।
ব্যাপার হচ্ছে, মোঘল সাম্রাজের রসালো ও চটকদার কাহিনীর অন্ত নেই - বাবর থেকে শুরু করে শেষতক! লেখকের মূল উদ্দেশ্য বৃদ্ধ সম্রাট শাহজাহান এবং তার চার পুত্রের মধ্যিকার টানাপোড়ন তুলে ধরা হলেও, লেখক মাঝেমধ্যেই অযাচিত বা অনুপোযুক্ত স্থানে অপ্রাসঙ্গিক গল্প তুলে এনেছেন। অকস্মাৎ মোঘল সম্রাট বাবর, আকবর অথবা জাহাঙ্গীরের এমন কিছু গল্পের অবতারণা করা হয়েছে স্থানে স্থানে, তাতে করে উপন্যাসের মূল কাহিনীটা দানা বাঁধতে পারেনি। সেই সঙ্গে মনে হয়েছে কিছু তথ্যের সত্যতা নিয়ে সন্দেহের অবকাশ আছে, যেমন - বাবরের বিরুদ্ধে সমকামীতার অভিযোগ টেনেছেন লেখক এক চরিত্র বাবুরীর বিরুদ্ধে, যা ঐতিহাসিক সত্য বলে স্বীকার্য নয় (অন্তত আমার জানামতে)।
উপন্যাসটির শুরু থেকেই মনে হয়েছে ক্ষমতার পালাবদল দিয়ে যবনিকা পতন হবে, কিন্তু বাস্তবে লেখক সমাপ্তি টানলেন পালাবদলের বেশ আগেই। সম্ভবত লেখকের পরবর্তী উপন্যাস 'মুঘল প্রয়াণ' এবং 'মুঘল পুরাণ' দুইটিতে পূর্ণচিত্র প্রদর্শিত হবে।
লেখনী বেশ উপভোগ্য। তবে কাহিনী পুরোপুরি দানা না বাঁধা এক তারকা কম দিলাম।
This entire review has been hidden because of spoilers.
Merajul Islam also a self-published author, has published several books on the subject ,
When thinking about gifts that outlast the opening of the wrapping paper, I think about children's literature and the way it unearths new landscapes at every turn of the page.
Below are some selections—really, a carnival of love—from all parts of the world.
They ask us questions that stretch our thinking. How do we have conversations about various cultures, identities, family structures, fears, joys, and our future?
I’ve included books that make me think, and books that make me feel. Enjoy the small curated book list that I wish I had access to when I was growing up. These stories give us insight into so many beautiful lives, some that intersect, and some that move forward, side by side. They are all always moving toward the literary landscape full of acceptance, community, and celebration. https://filmfreeway.com/MerajulIslam
This entire review has been hidden because of spoilers.
নাম দিয়েই বুঝা যায় যে, এই বইটাতে মুঘলদের খারাপ দিক গুলো তুলে ধরা হয়েছে। মুঘল সম্রাটদের অবাধ এবং বিকৃত যৌনতা, নিষ্ঠুরতা, বিশ্বাসঘাতকতা সম্পর্কে লেখা হয়েছে।