ভাগ্য ফেরাতে কলকাতা আসে ইরা। মহানগরীর চোখ ধাঁধানো জৌলুস তাকে তাক লাগিয়ে দেয়। কিন্তু শীঘ্রই বুঝতে পারে এখানেও আছে এক অন্ধকার জগত। সে জগতের ডাক অগ্রাহ্য করতে পারে না সে। বোঝার আগে জড়িয়ে যায় সে অনেক পঙ্কিলতায়।
হঠাৎ পরপর দু'টো খুন হয়ে যায়। কাহিনী মোড় নেয় অন্যদিকে। তারপর একে একে বের হতে থাকে নতুন নতুন ঘটনা!
লেখকের পাঠককে আকর্ষণ করার ক্ষমতা আছে, কিন্তু কাহিনীর বর্ণনা খুব খাপছাড়া। দ্রুত প্লটের পরিবর্তন ধরতে সময় লেগেছে বেশ কয়েকবার, যা পড়ার ছন্দ নষ্ট করে দিয়েছে।