অসাধারণ একটি বই এবং অত্যন্ত যুগোপযোগী!! কাফির বা নাস্তিক দ্বারা ইসলামের উপর উত্থাপিত অনেক "অভিযোগে" আজ সর্বক্ষেত্রের মিডিয়া উত্তপ্ত হয়ে আছে। এই বইটিতে এমনই অনেক অভিযোগের বাস্তবরূপ ও অন্তঃসার শূন্যতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়া হয়েছে। প্র্যাক্টিসিং,নন-প্র্যাক্টিসিং মুসলিম, নাস্তিক, কাফির সকলের জন্য বইটি রিকোমেন্ডেড। শুধু তারা ছাড়া যাদের সত্যের প্রতি কোন আগ্রহ নেই। আগ্রহ কেবল আছে জিদ ও হঠকারিতায়!!