আহা! এমন মধুর এই বই! এত মধুর আমার মাতৃভাষা! আহা! এই বই আমাকে স্বর্গীয় সুখ দিয়েছে। যদিও এখানে নরকের কাহিনী বর্ণনা করা হয়েছে। তবু এর ভাষাভঙ্গী, ভাষার আশ্রয়ে এর মমতা, অনুভূতির সম্মিলন আমাকে অভিভূত করেছে। শুধু এই একটি বইয়ের জন্য আজকে শত বছর পরও বাংলা ভাষী কোনো পাঠক নিজেকে ধন্য মনে করবেন, তার মুখের ভাষায় এত অসামান্য কাজের জন্য নিজের ভাষার জন্য আনন্দে তার মুখ উজ্জ্বল হয়ে উঠবে।