টেনশন টিনা, যে তুচ্ছ কারণে দুশ্চিন্তা করতে করতে হতাশায় ডুবে যায়, বিটলা বান্টি, দুষ্টুমির আড়ালে যার প্রশ্নগুলো চিন্তার খোরাক জোগায়, তুখোড় তন্বী, যে পারদর্শী নানামুখী দক্ষতায়, আর অবাক পৃথ্বী, জগতের সবকিছুতে যে বিস্ময় খুঁজে পায় -ওরা সবাই আজ অসহায় নজিবুল্লাহ মাস্টারের দাপটে। ওদের মনে গণিত নিয়ে হাজারো প্রশ্ন, উত্তর মেলে না কিছুতেই! ওরা তখন আশ্রয় খোঁজে অংক ভাইয়ার কাছে।
কোত্থেকে এলো, কোথায় কাজে লাগে, এটা এমন কেন, অমন নয় কেন, এটা শিখে কী হয়, ওটার মূল ঘটনাটা কী- এমনসব প্রশ্নের উত্তর ‘অংক ভাইয়া’ দিয়ে যান পরম মমতায়।
বাংলাদেশের আয়তন নাকি ক্ষেত্রফল, পেঁয়াজকুচি পদ্ধতিতে গোলকের আয়তন, পিথাগোরাস দিয়ে আইনস্টাইন, ফাংশনের বৃত্তান্ত, পৃথিবীর সুন্দরতম সমীকরণ, ঋনাত্মক সংখ্যার লসাগু-গসাগু, গিটারের গণিত, হাতে কলমে ঘনমূল, সাইন কসের নামরহস্য, লগ এর ভিতরের কথা, অসমতার চিহ্ন – এমন চিন্তাগুলো যদি আপনার মনে কৌতূহল জাগায়, এই বইটি আপনার জন্য!
পৃথিবীতে খুব সম্ভব মানুষকে দুই ভাগে ভাগ করা যায়। যারা খুব উৎসাহ নিয়ে ম্যাথ করে... আর করতে হয় বলে মুখটাকে প্যাচার মতো করে ম্যাথ করে। আমি এই দ্বিতীয় দলেই পড়ি। এই বইটা পড়তে পড়তে মনে হয়েছে ৯/১০ বা ইন্টারে পড়াকালীন সময়ে বইটা হাতে পেলে আরও দারুণ হতো। অনেক ডিটেইলস ব্যাখ্যা আছে, সহজভাবে বুঝানো। খুবই কিউট একটা বই। পুরো বইটাই খুব সহজভাবে লেখা। লেখকের আরেকটা বই পড়েছিলাম গল্পে জল্পে জেনেটিক্স। বায়োলজি এমনিতেই আমার ফেভারিট বিষয়। সেই বইটায় আরও দুর্দান্ত ভাবে কার্টুন এঁকে বিস্তারিত ছিল। এই বইটাও যে সুন্দরভাবে লেখা হবে তাই তো স্বাভাবিক!
৯/১০ বা ইন্টারে পড়ুয়া পোলাপানকে বইটা খুবই উৎসাহ দিবে 🔥🔥
গণিত বা বিজ্ঞান নিয়ে খুব বেশি কাজ হয় নি আমাদের দেশে। তাই এই বিষয়গুলো এখানে আমাদের দেশের ছাত্রছাত্রীদের মনে ভীতির আরেক নাম।
নিউরণে অনুরণন সিরিজ, গণিতের মজা মজার গণিত, ম্যাথোস্কোপ, প্রাণের মাঝে গণিত বাজে সিরিজ সহ আরো বেশ কিছু বই এই অভাব পুরণের চেস্টা করে যাচ্ছে।
এই ভীতি দূর করার জন্য চমক হাসান ও নিজের মতো করে চেস্টা করে যাচ্ছেন। ইউটিউবে তার গণিতের রঙ্গে সিরিজ, ইন্টারনেটের বাইরে পাঠকের কাছে তা পৌছানোর জন্য সেটার উপর আবার "গণিতের রঙ্গেঃ হাসিখুশি গণিত" লিখেছেন৷
এরপরের বছর ২০১৮ সালের বইমেলায় প্রকাশ পায় "অঙ্ক ভাইয়া"৷ যা ২০১৮ এর বেস্টসেলার বইগুলির মধ্যে একটি ছিল। বইয়ে একদল শিক্ষার্থী অঙ্ক ভাইয়ার কাছে তাদের মনের সব প্রশ্ন করতে থাকে এবং অঙ্ক ভাইয়া সেগুলি ব্যাখা করেন। সাহিত্য মান দিয়ে এই বই হিসেব করা যাবে না।
তবে আমাদের না বুঝে, না জেনে করে আসা গণিত বুঝতে, জানতে এবং আগ্রহ জাগাতে বইটি ভুমিকা রাখবে। আমাদের সাধারন মনের অনেক প্রশ্নের উত্তর এই বইতে রয়েছে। বিষয়গুলি অত্যন্ত সহজ করে ব্যাখা করা। ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত শিক্ষার্থীদের জন্য অত্যন্ত কার্যকরী একটি বই। গণিতের বেসিক নিয়ে যারা আরেকটু উন্নতি করতে চান। তাদের জন্যেও এই বই হেল্পফুল হবে।
ভাবুন, স্কুলের এক ভয়ঙ্কর অঙ্কের মাস্টার যার হাতে ধরা পাকানো বেত। তাঁকে কোনো প্রশ্ন করা তো দূরের কথা, অঙ্ক না বুঝলে তা পুনরায় বুঝিয়ে দেওয়ার জন্য বলা-ই রীতিমতো দুঃসাহসিক কাজ! তাঁর প্রচণ্ড ঝাড়ি খেয়ে ছাত্রের সংজ্ঞা হারানোর মতো ঘটনাও স্কুলে নিত্য-নৈমিত্তিক ব্যাপার, তাঁর কবলে পড়ে গণিত ব্যাপারটা যেনো হয়ে দাঁড়িয়েছে নিয়ম মুখস্থ করে পরীক্ষার হলে গিয়ে উদ্গিরণের মতো! — এমন দৃশ্য কিন্তু খুব একটা বিরল নয়। তেমনি এক কড়া ধাচের গণিত শিক্ষক এই বইয়ের নজিবুল্লাহ স্যার। স্কুলে সবার মতোই নজিবুল্লাহ স্যারের ভয়ে তটস্থ টিনা, বান্টি, তন্বী আর পৃথ্বীরা। গণিত নিয়ে তাদের চোখভর্তি প্রশ্ন, কিন্তু কিছুতেই যেনো এই ‘কেনো’র উত্তর পায় না তারা। তখন তারা আশ্রয় খোঁজে অঙ্ক ভাইয়ার কাছে। বইটিতে গল্পের ছলে উত্তর দেওয়া হয়েছে মোট ৮৯টি প্রশ্নের। গণিতকে ঘিরে ছোটো-বড়ো অনেক প্রশ্ন রয়েছে যেগুলো আমাদের প্রতিনিয়ত ভাবায়— এমনই সব চমৎকার প্রশ্নমালা নিয়ে সুকৌশলে সাজানো হয়েছে বইটি।
চমক হাসান একজন দারুণ প্রতিভাবান মানুষ। উনার সাথে দু- তিনবার দেখা হওয়ার সুবাদে বলতে পারি যে তিনি মানুষ হিসেবেও চমৎকার। । গণিত নিয়ে উনার বিভিন্ন ভিডিও আমার বরাবরই অনেক ভালো লাগে। লেখালেখি করার পাশাপাশি চমক হাসান একজন ইউটুবার ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যক্তিত্ব। কিন্তু তথাকথিত বেস্ট সেলার ইউটুবারদের বইয়ের সাথে তার বইয়ের তুলনা করার সুযোগ নেই। কেউ যদি চমক হাসানের ইউটুবার আর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যক্তিত্ব পরিচয়ের কারণে উনার বইয়ের ব্যাপারে স্কেপটিকাল হয়ে থাকেন তাদের বলব যে গল্পের ছলে গণিতের নানান বিষয় নিয়ে জানতে , বেসিক ক্লিয়ার করতে এবং মজাদার কিন্তু গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্নের উত্তর পেতে কোন প্রকার সন্দেহ ছাড়াই বইটি তুলে নিতে পারেন। সাবলীল বর্ণনায় গল্পের ছলে মজাদার কিছু চরিত্রদের নিয়ে গণিতের অনেক গুরুত্বপূর্ণ বেসিক ক্লিয়ার করা হয়েছে বইতে। Overall, A great read.
গণিত নিয়ে লেখা বাংলাদেশের সেরা বই! এই বইটা একটা উপন্যাস আকারে লেখা, বইতে কিছু চরিত্র আছে, যাদের মাধ্যমে গণিতের অনেক প্রশ্নের উত্তর দেয়া হয়েছে। গণিতের ইতিহাস নিয়েও কিছু লেখা আছে। শিক্ষা ব্যাবস্থার কিছু ত্রুটির কোথাও লেখক উল্লেখ করেছেন এবং তার ফল যে খারাপ তাও বুঝিয়েছেন।
অংক ভাইয়া - গাণিতিক শিক্ষামূলক বই বইটি চমক হাসানের গণিতের বিভিন্ন সাধারণ কিন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এবং বিভিন্ন শর্টকাট শেখানো হয়েছে। কিন্তু বইটি সাজানো হয়েছে একটি খুবই প্��াসঙ্গিক গল্পের মাধ্যমে। গল্পে গল্পে শেখার মত করে যেভাবে লেখক এখানে সহজে বোধগম্য হওয়ার জন্য সাবলীলভাবে বর্ণনা করেছেন গণিত।এই বইটি পড়তে পড়তে পাঠক জানতে পারে গণিতের বিভিন্ন ইতিহাস যেমনঃসংখার ইতিকথা, কিভাবে এল বিভিন্ন সূত্র ইত্যাদি। এছাড়াও গণিত কোথায় কাজে লাগে সেটা নিয়ে সবার মনের সাধারন সন্দেহকে লেখক সম্পূর্ণ মুছে ফেলতে চেষ্টা করেছেন।বইটির চরিত্রগুলোও খুব মজাদার এবং বইটির প্রয়োজনে লেখক যথেষ্ট হাসির খোরাক জুগিয়েছেন।আমার মতে বইটি সবারই পড়া উচিৎ যদিওবা আপনি গণিতকে ভালোবাসেন আর নাই বাসেন।লেখক সুন্দর কিছু বার্তা পাঠকদের মাঝে ছড়িয়ে দিতে চেয়েছেন যার মূলে রয়েছে মানুষকে গণিতের অনুভূতি বোঝানোর বীজ বপন।সবাইকে সহজেই এই বইটি পড়তে পরামর্শ দেওয়া যায়।ধন্যবাদ লেখককে এত সুন্দর একটি বই লেখার জন্য। বাজারমূল্য বইয়ের গায়ে লেখা - ৩০০ টাকা Rating - 8.5/10★ 😊 (আমি তারকা দিতে খুবই কৃপণ তবুও প্রাপ্য)
ছোট কাল থেকে অনেকের গনিত নিয়ে কত রকম প্রশ্ন থাকে।এটা কেনো হলো ঐটা কেনো হলো এই রকম নানা প্রশ্ন।চলক x ধরা হয় কিন্তু a,b,c ধরা হয় না কেনো।এবং কী এখানে রুট কে কেনো রুট বলা হয় আবার √ এর চিহ্ন এমন কেনো হলো।এমন হাজার ধরনের প্রশ্ন।আর আমাদের ছোট কাল থেকে পড়া সূত্র (a+b)^2 এর সম্পর্কে ধারনা বদলে দিবে।গনিত সম্পর্কে ধারনায় পরিবর্তন করে দিবে।ধারুন একটা বই।.!!! 🙂🙂🙂🙂😍
অনেক প্রশ্নের উত্তর জানা হলো। আবার অনেক ব্যাখ্যা গিয়েছে মাথার তিন হাত উপর দিয়ে। তন্বী, পৃথ্বী, বান্টি আর টিনার মতো আমাকেও অপেক্ষা করতে হবে আরেকটু বড় হওয়ার জন্য, যাতে আবার কোনোদিন বইটা পড়লে বাকিসব ব্যাখ্যাও বুঝতে পারি আর উত্তর পাই আরো আরো প্রশ্নের।
আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ চমক হাসান ভাইয়ার লেখা এই বইটি গনিতের এক অসাধারণ বই। বইটিকে কেবল গনিতের বললে ভুল হবে কেননা এতে অত্যন্ত নাটকীয়তার সাথে একটি গল্প তুলে ধরা হয়েছে।
আসলে বইটিতে গনিতের নানা মজার মজার প্রশ্নের উত্তর দেয়া হয়েছে।
যেমনঃ
একটি সংখ্যা ০ থাকলে লসাগু, গসাগু কেমন হয়?
বর্গমূল প্রতীকটি কথা থেকে এলো?
মোটা মার্কার নাকি কলম নাকি পেন্সিলে আঁকা বিন্দু?
x অক্ষকেই কেনো স্বাধীন ধরা হয়?
পিথাগোরাস দিয়ে আইনস্টাইনের সুত্র !
পাইয়ের মান অতঘর জেনে লাভ কি?
সাইন, কস নামগুলো কোথা থেকে এলো?
বইটি পড়ে অনেকের মনে হতে পারে বইটিতে একজন শিক্ষককে খারাপ ভাবে দেখানো হয়েছে, কিন্তু বইয়ের শেষে এসে ইনশাআল্লাহ্ আপনার সেই ধারনা ভুল প্রমানিত হবে।
এরকম আরও নানা প্রশ্নের উত্তর আছে বইটিতে । আলহামদুলিল্লাহ্ আমার জীবনের অন্যতম সেরা বইয়ের একটি হচ্ছে এই বইটি।