খুব সম্ভবত দেশের প্রথম ফ্যান্টাসি সংকলন। বইয়ে ১০ টি গল্প রয়েছে যার মাঝে তিনটিই উপন্যাসিকার কাছাকাছি। আর রয়েছে একটি উপন্যাসিকা। কুয়াশিয়া, ড্রাগোমির খ্যাত আশরাফুল সুমনের বড় গল্প আলেয়া পাওয়া যাবে বইটায়। সাথে সবশেষে রয়েছে জে কে রোওলিং এর হ্যারি পটার ইউনিভার্সের একটি আর্টিকেলের অনুবাদ। বইয়ের গল্পগুলোর নয়টিই মৌলিক, একটি অনুবাদ গল্প। এবং অবশ্যই সবগুলো গল্পই ফ্যান্টাসি ঘরানার। ফ্যান্টাসি সাহিত্য এখনও বাংলাদেশে খুব জনপ্রিয় নয়। সেদিক থেকে এক সাহসী পদক্ষেপ এই বইটি। ফ্যান্টাসি সাহিত্যের জয় হোক।
গল্প তালিকা:
১। আলেয়া-আশরাফুল সুমন ২। দ্য লিটল টেরর- উইল এফ জেংকিনস/মোহতাসিম হাদী রাফী ৩। কালিনী- বাপ্পি খান ৪। ভ্রম-রাফাত শামস ৫। দানব- শোভন নবী ৬। অভিশাপ-মোহাইমিনুল ইসলাম বাপ্পি ৭। মৃত্যুঞ্জয়- আলভী আল সৃজন ৮। লোশক- সালেহ আহমেদ মুবিন ৯। নিদ্রা- বাপ্পি খান ১০। নেগেটিভ প্রিসেজ- তানহা তারান্নুম ঈমিতা ১১। শ্বদন্ত- রিয়াজুল ইসলাম জুলিয়ান ১২। কুইডিচ ওয়ার্ল্ড কাপ ফাইনালে ডাম্বলডোরস আর্মি-র সদস্যদের পুনর্মিলনী - রীটা স্কিটার (জেকে রোওলিং)/ কৌশিক দেবনাথ)
সালেহ আহমেদ মুবিন পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। ছোটো থেকে বই পড়ার ঝোঁক ছিল, সেটিই একসময় লেখালিখির প্রতি ঝোঁকে পালটে যায়। সেখান থেকেই সূত্রপাত গল্প লেখার। ফ্যান্টাসি এবং ইয়াং অ্যাডাল্ট সাহিত্যে বিশেষ আগ্রহ রয়েছে। সেটি তার অনুবাদ করা বইগুলো দেখলেও আন্দাজ করা যায়। ম্যাগনাস চেইস, দি ইকাবগ বইগুলোর অনুবাদ করেছেন ইতোমধ্যে, নোভেলাইজেশন করেছেন হ্যারি পটার অ্যান্ড দ্য কার্সড চাইল্ড বইয়ের। অনুবাদক হিসেবে যুক্ত ছিলেন এ গেম অব থ্রোনস বইয়ে। এছাড়াও থ্রিলার জনরার সাথেও যুক্ত আছেন ওতপ্রোতভাবে। কাজ করেছেন মৌলিক বই নিয়েও। অবসরে আঁকাআঁকি আর দিবাস্বপ্নে কাটে তার। এই মুহূর্তে কাজ করছেন মৌলিক, অনুবাদসহ একাধিক বই নিয়ে।
বাংলাদেশে ফ্যান্টাসি নিয়ে কাজ খুব কমই দেখেছি। বিশেষ করে ফ্যান্টাসি গল্প সংকলন এই প্রথম। সেই হিসাবে সংকলক এবং লেখকদের অবশ্যই সাধুবাদ প্রাপ্য। বেশ কয়েকটি গল্পই মানসম্মত মনে হয়েছে। সালেহ আহমেদ মুবিন, আশরাফুল সুমন আর রিয়াজুল ইসলাম জুলিয়ান - এই তিনজনের গল্পকে সেরা তিনে রাখব। বাকিগুলোর মধ্যে দুএকটা গল্প একটু দুর্বল মনে হয়েছে। আশা করি ভবিষ্যতে কল্পলোকের পরবর্তী ভলিউমগুলোতে আরও উন্নত কোয়ালিটির গল্প পাওয়া যাবে।
সত্যি বলতে কি, বইটি পড়ে নিজের গল্পটাই সবচেয়ে দুর্বল মনে হয়েছে। আলেয়া, শ্বদন্ত এবং লোশক আসলেই আন্তর্জাতিক মানের ফ্যান্টাসি গল্প হয়েছে। আশা করি এই যাত্রাটা অব্যাহত থাকবে।
বাংলাদেশে এতবড় কলেবরে ফ্যান্টাসি সংকলন নিশ্চিতভাবে এক প্রশংসনীয় উদ্যোগ। হাই ,আরবান থেকে শুরু করে প্রায় সব ধরণের ফ্যান্টাসি গল্প স্থান করে নিয়েছে এ সংকলনে।আর প্রায় সকল ধরণের গল্পই ভিন্ন স্বাদের হওয়ায় আরো ভালো লেগেছে। - গল্পগুলোর কথা বললে বলা যায় সবগুলো গল্পই কম বেশি ভালো লাগলেও সবচেয়ে ভালো লেগেছে "শ্বদন্ত " . মোটাদাগে মিথোলজিক্যাল ফ্যান্টাসি বলা গেলেও আরো কয়েকটা সাব জনরার এলিমেন্ট আছে। আমার মতে এ বইয়ের সেরা গল্প। খুবই ভালো লেখা ,পারফেক্ট ফ্যান্টাসি ফিকশন।সামনে এ ধরণের আরো সংকলনের অপেক্ষায় রইলাম।