Jump to ratings and reviews
Rate this book

চরিত্রের সন্ধানে

Rate this book

144 pages, Hardcover

Published January 1, 2004

4 people are currently reading
58 people want to read

About the author

Soumitra Chattopadhyay

26 books26 followers
Soumitra Chatterjee or Soumitra Chattopadhyay (in Bengali: সৌমিত্র চট্টোপাধ্যায়) is an Indian film and stage actor and poet. He is best known for his collaborations with film director Satyajit Ray, with whom he worked in fourteen films, and his constant comparison with the Bengali cinema screen idol Uttam Kumar, his contemporary leading man of the 1960s and 1970s.

Besides this, he is also a writer.


সৌমিত্র চট্টোপাধ্যায়-এর জন্ম ১৯ জানুয়ারি, ১৯৩৫ কৃষ্ণনগরে। বাবা মোহিতকুমার চট্টোপাধ্যায়, মা আশালতা চট্টোপাধ্যায়। পিতার কর্মসূত্রে ছোটবেলা কেটেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। স্মৃতির মধ্যে মন্বন্তর, স্বাধীনতা। ছোটবেলা থেকেই অভিনয়ে আগ্রহ। সঙ্গে বই-এর প্রতি টান। কলেজ জীবনে শিশিরকুমার ভাদুড়ির সান্নিধ্যলাভ। ১৯৫৯-এ প্রথম ছবি, ‘অপুর সংসার’। অতঃপর, সত্যজিৎ রায়ের চোদ্দোটি ছবিতে অভিনয়। সঙ্গে আরও অজস্র ছবি। ‘পদ্মভূষণ’, ‘সঙ্গীত নাটক আকাদেমি’, এবং সম্প্রতি ‘দাদাসাহেব ফালকে’-সহ একাধিক পুরস্কারে ভূষিত কিংবদন্তি অভিনেতা। মঞ্চেও সমান সক্রিয়। সাম্প্রতিক কালে ‘রাজা লিয়ার’-এর নামভূমিকায় তাঁর অভিনয় সমাদৃত। বাচিক শিল্পেও অপ্রতিম। কবিতা লেখার সূচনা কৈশোরে। যৌবনে নির্মাল্য আচার্যের সঙ্গে ‘এক্ষণ’ সাহিত্যপত্র সম্পাদনা। নানা কাজের ফাঁকে কবিতা রচনা করেন নিয়মিত। প্রয়াণ ১৫ নভেম্বর, ২০২০।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (8%)
4 stars
6 (50%)
3 stars
4 (33%)
2 stars
0 (0%)
1 star
1 (8%)
Displaying 1 - 5 of 5 reviews
Profile Image for Nabila Tabassum Chowdhury.
376 reviews276 followers
July 14, 2021
দু'বাংলা মিলিয়ে এখন ক'জন অভিনেতা আছেন যারা এমনি করে ভাবেন? ক'জন আছেন এমন দ্বায়িত্বশীল, এমন মননশীল?

লেখাগুলো পড়ে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল মাথায়। আর মনে হচ্ছিল এই হতচ্ছাড়া করোনা মহামারী না এলে হয়তো আরও কিছুদিন এই ধরায় দ্যুতি ছড়াতে পারতেন।

যাক, আরেকটু যত্নশীল সম্পাদনায় হয়তো কিছু পুনরাবৃত্তি, কিছু খটমটে শব্দ-বাক্য এড়ানো যেত। লেখার সাথে কিছু ছবি থাকলেও বেশ চমৎকার হতো।
Profile Image for Sohan.
274 reviews74 followers
April 7, 2021
চরিত্রের সন্ধানে তাঁর স্মৃতিকথা। লিখেছেন সিনেমা, থিয়েটার, শিল্প ও শিল্পীদের নিয়ে তাঁর ভাবনা ও চেতনার কথা।
Profile Image for Onu Tareq.
29 reviews212 followers
Read
September 17, 2022
‘সত্যজিৎ আর ঋত্বিকের মধ্যে তফাতের কথা সবাই বলেন কিন্তু এদের মধ্যে কতটা যে মিল সেটা কেউ বলেন না। ওঁরা একই জেনারেশনে বিলং করতেন, একই ধরনের আশাবাদ, একই মানবিকতায় বিশ্বাসী। সত্যজিৎ-ঋত্বিকের প্রতিটি ছবিই শেষ হয় আশাবাদে।‘
অভিনয়ের নানা চরিত্রের সন্ধানেই যেন জীবনটা দীর্ঘ জীবন কাটিয়ে দিলেন ওমর অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, নানা আঙ্গিকে দেখেছেন বারবার নিজের অভিনীত চরিত্রগুলোকে, দেশে-বিদেশের চলচ্চিত্রে-মঞ্চে হাজারো জনের অভিনয় দেখেছেন, তুলনা করেছেন, নিজেকে আরও পরিণত করেছেন, দ্বিধাহীন চিত্তে বলেছেন, “ শেষ পর্যন্ত জীবনবোধের উৎকর্ষের বিচারেই তো অভিনেতার বিচার হয়। তাই শেষ বিচারে অভিনেতার চেহারা, গলা, অঙ্গিভঙ্গি মনোহারিত্বের চেয়ে, তাঁর অভিনয় কতটা জীবনের কাছাকাছি, কতটা জীবন থেকে নেওয়া এই প্রশ্নটাই অনেক বড় হয়ে যায়।
‘চরিত্রের সন্ধানে’ গত কয়েক দশকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের চলচ্চিত্র বিষয়ক নানা লেখার সংকলন, প্রথম প্রকাশিত হয়েছিল ২০০৪ সালে, দেড়শ পাতায় ক্ষুদে বইতে নানা স্মৃতিচারণমূলক লেখায় উনার অভিনয় জীবনের শুরু, মঞ্চে শিশির ভাদুড়ির অসামান্য অভিনয় দেখে কিভাবে উৎসাহ পেয়েছিলেন অভিনেতা হবার, কিভাবে তাঁর সাথে একই মঞ্চে অভিনয় করেছিলেন এই সব গল্পের ফাঁকে ফাঁকে উঠে আছে কিভাবে অপুর সংসারের অপু থেকে তিনি অশনি সংকেতের গঙ্গাচরণ হয়ে ওঠেন। কিন্তু নিজের অভিনীত প্রিয় চরিত্র কোনটা এই কালজয়ী অভিনেতার?

সেই প্রসঙ্গে নিজের প্রিয় নানা চরিত্রের কথা বলে যান তিনি, যে প্রতিটা চরিত্রের সাথে জড়িয়ে থাকে দেশ-কাল-ইতিহাসের বিশেষ আবহ। মনে করতেন নিজের সেরা কাজটা হয়তো আরও করা হয় নি, একদিন হবে। অভিনীত চরিত্র আর ভিতরের মানুষের টানাপোড়নে লিখেছিলেন,
“ এমনি একজন পেশাদার চলচ্চিত্রাভিনেতা আমি। আমার সম্ভাবনা আমার অভিনয় করার ক্ষমতা, আমার শ্রম আমি বিক্রি করি- এই আমার পেশা। কিন্তু এই শ্রম বেশিরভাগ বাঙালির সংগ্রাম সংগঠনে কোনো কাজেই আসে না। কারণ আমার শ্রম আমার সৃষ্টিশীলতা যারা কেনে তারা আমার বাসনা, আমার মানসিকতা, আমার আদর্শকে কেনা না। তারা আমার কাছ থেকে আমার অভিনয় করার ক্ষমতাটুকু নিষ্কাশিত করে নেয় এবং তদ্দ্বারা ব্যবসা করে। অতএব, এক সুদীর্ঘ বিচ্ছিন্নতার জন্ম হয় আমার ব্যক্তিত্ব ও আমার স্বাভাবিক বৃত্তিগুলোর মধ্যে। আমার ভাবনা ও আমার কাজের মধ্যে দূরত্ব দুস্তর হয়। ছায়া দীর্ঘতর হয় আমার ও বেশিরভাগ দেশবাসীর মধ্যে। তাদের সত্যিকারের যে জীবন সেখানে আমার কাজ কোনও কাজেই আসে না।“

এখানে শুধু একজন অভিনেতা নয়, একজন যুগন্ধর, সচেতন, মানবতাবাদী মানুষকে আমরা খুঁজে পাই যিনি নিজেকে দহনের মাঝেই ব্যবচ্ছেদ করে সামাজিক দায়বদ্ধতার করা সচেতনতার আলোকে নিজেকে ঋদ্ধ করে চলেছেন, শেষ দিন পর্যন্তও।

নিজের পছন্দের কথা জানিয়েছেন যে সর্বশ্রেষ্ঠ অভিনেতা হিসেবে চার্লি চ্যাপলিনকেই মানেন তিনি, এবং যে সমস্ত অভিনেত্রীদের সাথে কাজ করেছেন তাদের মধ্যে ‘সাবিত্রী চট্টোপাধ্যায়’ শ্রেষ্ঠ। উনার আদর্শ শিশির ভাদুড়িকে নিয়ে লম্বা আলোচনা আছে।

সৌমিত্রর বড্ড ঝোঁক ছিল কারা অন্যের অনুকরণ না করে সম্পূর্ণ দেশী ভঙ্গীতে অভিনয় ঢেলে দিচ্ছেন সেটা লক্ষ্য রাখা, তাই জাঁদরেল অভিনয় কিন্তু হলিউডি অনুকরণ বলে তাদের চেয়ে তুলসী চক্রবর্তীর দেশী অভিনয়কে অনেক গুরুত্ব দিয়েছেন, লিখেছেন তাঁর জীবন কথা। ভানু বন্দ্যোপাধ্যায়, তপন সিংহ, মনোজ মিত্র প্রমুখ নিয়ে স্মৃতিচারণের সাথে সাথে বিস্তারিত আলোচনা করেছেন বাংলা সিনেমায় নতুন শক্তিশালী অভিনেতা উঠে আসছে না কেন, সিনেমা ও থিয়েটার জগতের সমস্যা ইত্যাদি নিয়ে।

অভিনেতার পাশাপাশি মানুষ হিসেবেও যে সৌমিত্র চট্টোপাধ্যায় কতটা সচেতন ছিলেন তার প্রমাণ উনার এই লেখাগুলো।

বইটি প্রকাশ করেছে কলকাতার সপ্তর্ষি প্রকাশন, দাম ১৫০ ভারতীয় রূপী।
Profile Image for Farzana Raisa.
533 reviews239 followers
July 18, 2021
সৌমিত্র চট্টোপাধ্যায় কেবল সুঅভিনেতাই নন, সুলেখকও বটে! তার করা বিভিন্ন চরিত্র, সিনেমা ও স্পেশালি থিয়েটার নিয়ে ভাবনা চিন্তা প্রভৃতি বিষয় উঠে এসেছে এই বইয়ে। এছাড়া কয়েকজন ব্যক্তিবর্গ(শিশির ভাদুড়ি, অনিল, তপন সিংহ, দিলীপ কুমার, সাবিত্রী চ্যাটার্জী, তুলসী লাহিড়ী প্রভৃতি)দের নিয়ে আলোচনাও ছিল। মাত্র ক'দিন আগে পড়া অগ্রপথিকেরা বইটার বেশ কিছু অংশ ছিল এই বইটায়। কিছু অংশের পুনরাবৃত্তি হওয়া সত্ত্বেও ভালো লেগেছে।
Profile Image for Musharrat Zahin.
407 reviews490 followers
November 29, 2025
সুপাঠ্য, অভিনেতা সৌমিত্রের কাজ দেখে যেমন ভালো লাগে, তেমনি তাঁর লেখা পড়েও ভালো লেগেছে।
Displaying 1 - 5 of 5 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.