রেহনুমা বিনতে আনিস ম্যাম।
প্রিয় একজন লেখিকা।তাঁর লেখা পড়ে জীবন নিয়ে আবার ভাবার ফুরসত পাই।হাসি-কান্না আবেগের দারুন এক মিশ্রণে তাঁর লেখা।
জীবনের সহজ পাঠ বইও তার ব্যতিক্রম না।জীবনের কত ছোট ছোট বিষয় যা আমাদের এড়িয়ে যায়,লেখিকার লেখায় তা ধরা দেয় জীবন্ত হয়ে।সমাজের বড় বড় অন্যায় যা আমাদের আশপাশে হরহামেশা হচ্ছে আমরা তা এড়িয়ে গেলেও লেখিকার লেখায় তা এড়ানোর সুযোগ নেই।
জীবনকে সহজ ভাবে নিতে 'জীবনের সহজ পাঠ' পড়ার,উপলব্ধি করার বিকল্প কি!