Jump to ratings and reviews
Rate this book

সেরা কল্পবিজ্ঞান

Rate this book
বিশ্বসাহিত্যে কল্পবিজ্ঞানের সূচনা যাঁর হাতে, সাহিত্যের ইতিহাসে তাঁর নাম হয়তো থেকে যেত অন্য এক ক্ষুদ্র পরিচয়ে। নিতান্তই এক কবিপত্নী রূপে এক লাইনের উল্লেখ পেতেন তিনি। কিন্তু কবি পি. বি. শেলির স্ত্রী, শুধু এই পরিচয়ে আজ আর আবদ্ধ নয় মেরি শেলির নাম। যে-লেখা তিনি শুরু করেছিলেন টিন-এজার হিসেবে, যে-লেখা প্রকাশিত হয়েছে তাঁর একুশ বছরে পা দেবার আগে, সেই ‘ফ্র্যাঙ্কেস্টাইন: অর দ্য মডার্ন প্রমিথিউস’ নামের উপন্যাসটি রাতারাতিই দৃষ্টি কেড়ে নেয় সাহিত্যরসিক মহলের, মেরি শেলিকে করে পরিচিত তথা প্রতিষ্ঠিত। বিচ্ছিন্নভাবে কল্পবিজ্ঞানের আভাস রয়েছে এমন রচনা এর আগেও হয়তো প্রকাশিত হয়েছে, তবু সামগ্রিকতার বিচারে মেরি শেলির ‘ফ্র্যাঙ্কেস্টাইন’ উপন্যাসের মধ্য দিয়েই বিশ্বসাহিত্যে কল্পবিজ্ঞান-সাহিত্যের জয়যাত্রার শুরু—এ-কথা আজ বলা যেতে পারে। মেরি শেলির উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয় ১৮১৮ সালে। সেই মুহূর্তে অবশ্য ‘সায়েন্স ফিকশন’ শব্দবন্ধের আবিষ্কার হয়নি। এই শব্দবন্ধের উদ্ভাবক সমালোচক উইলিয়াম উইলসন। ১৮৫১ সালে প্রকাশিত তাঁর একটি গ্রন্থে এই শব্দযুগলের প্রথম ব্যবহার। আর, জুল ভের্ন এবং এইচ. জি. ওয়েলস-এর মতো তুমুল প্রতিভাবান দুই লেখক যে-মুহূর্তে সাহিত্যে তাঁদের স্থায়ী আসন করে নিলেন, সন্দেহ নেই, সেই মুহূর্ত থেকেই সাহিত্যের এক নতুন শাখা রূপে অপ্রতিরোধ্য স্থান করে নিল ‘সায়েন্স ফিকশন’—এই শব্দবন্ধ। ‘সায়েন্স ফিকশন’-এর আদলে তৈরি ‘কল্পবিজ্ঞান’ শব্দটি এখন বাংলা সাহিত্যে সুপরিচিত। শব্দটি যত চেনা, এর সংজ্ঞার্থ অবশ্য ততটা সুনির্দিষ্ট নয় এখনও। কল্পনা ও বিজ্ঞান এই দুই শব্দ মিশেই যে তৈরি হয়েছে কল্পবিজ্ঞান, আঁচ করতে অসুবিধে হয় না। কিন্তু কতটুকু কল্পনা আর কতখানি বিজ্ঞান থাকবে সার্থক কল্পবিজ্ঞানে, কোন্ বিজ্ঞান হবে কল্পবিজ্ঞানের উপাদান—অলৌকিক কাণ্ডকারখানার কল্পিত বৈজ্ঞানিক বিশ্লেষণ, নাকি অনাবিষ্কৃত তবু সম্ভাবনাময় বিজ্ঞানকল্পনা—তার কোনও চূড়ান্ত মীমাংসায় পৌঁছনোর সময় হয়নি এখনও। এর অন্যতম একটা কারণ তত্ত্বগতভাবে হয়তো এই যে, কোনও সৎ সাহিত্যকেই পুরোপুরি সংজ্ঞার্থের গন্ডিতে ধরে রাখা যায় না। চলমান সাহিত্যের ধর্মই হল নিজের পরিধিকে বাড়িয়ে চলা, চেনা ছকটিকে ভুলিয়ে দেওয়া। কোনও সংকলনের নাম যদি হয় ‘সেরা কল্পবিজ্ঞান’ এবং সেই সংগ্রহকে করে তুলতে হয় সার্থকনামা, একটি বিশেষ দৃষ্টিভঙ্গির মাপকাঠিতেই সেক্ষেত্রে করতে হয় কাহিনীর গ্রহণ-বর্জন। এই সংকলনের সম্পাদক অনীশ দেব নিজে যে শুধু কল্পবিজ্ঞানের লেখক তা নয়, পাঠক হিসেবেও পৃথিবীর তাবৎ কল্পবিজ্ঞান-সাহিত্যের সঙ্গে গভীর পরিচয় তাঁর। সর্বোপরি, বিজ্ঞানের পঠনপাঠন তাঁর জীবিকা। তাই, কোন্ বিশেষ দৃষ্টিভঙ্গি থেকে এই সংকলনের গল্প-নির্বাচন তাঁর, প্রথমেই সেকথা স্পষ্ট করে তুলেছেন। কল্পবিজ্ঞান-চর্চার উৎস থেকে আধুনিক কাল পর্যন্ত অগ্রগতির এক সর্বাত্মক পরিচয় তুলে ধরে এই সংকলনের মূল্যবান ভূমিকায় তিনি জানিয়েছেন—‘কল্পবিজ্ঞান কাহিনীতে বিজ্ঞানের প্রত্যক্ষ বা পরোক্ষ বিশেষ নিয়ন্ত্রণী ভূমিকা থাকবে। থাকবে অজানা সম্ভাব্য জগতের কথা, প্রাণীর কথা, আর আগামী দিনের কথা’। এই বিশেষ দৃষ্টিভঙ্গি থেকেই সংকলিত এই গ্রন্থের সাতাশটি গল্প। যার কোথাও শোনা যাবে অলৌকিক গুহার দৈববাণী, কোথাও দেখা যাবে ক্ষণে-ক্ষণে চেহারা বদলানো এক আশ্চর্জন্তুকে। সময়ের গাড়ি কখনও বেড়াতে নিয়ে যাবে ভবিষ্যতে, কখনও রোবট দাবি করবে মানুষের সমান অধিকার। কখনও চোখে পড়বে কাচভুক্ এক অদ্ভুত পোকা, কখনও মনে হবে, কলকাতা ঢেকে গেছে পাঁচ ফুট গভীর তুষারে। বিজ্ঞানের বেড়াজালে বন্দী এ যেন এক আধুনিক আরব্যরজনী। শুধু ‘চিচিং ফাঁক’ বলার অপেক্ষা, একে-একে খুলে যাবে সাতাশটি দরজা। সাতাশজন লেখকের সাতাশ রকম ভাবে সাজানো অন্দরমহল। রোমাঞ্চকর, মায়াময় এক-একটি অদ্ভুত জগৎ। সেই জগতে আশ্চর্য ভ্রমণের আমন্ত্রণ নিয়ে এল এই ‘সেরা কল্পবিজ্ঞান’।

304 pages, Hardcover

First published August 1, 1991

4 people are currently reading
21 people want to read

About the author

Anish Deb

92 books28 followers
Anish Deb (22 October 1951 – 28 April 2021) was an Indian Bengali writer and academic. He was noted for his writings in the science fiction and thriller genre. He received several literary awards including Vidyasagar Award in 2019.

Anish Deb was born in 1951 in Kolkata. He completed his B.Tech. (1974), M.Tech. (1976) and Ph.D. (Tech.) with 1 silver and 2 university gold medals in Applied Physics from the Rajabazar Science College campus of University of Calcutta.

Anish Deb started his writing career in 1968. He also edited a number of collections of popular fictions, novels and detective stories. Some of his notable writings are: Ghaser Sheesh Nei, Saper Chokh, Teerbiddho, Teish Ghanta Shat Minute, Hate Kalome Computer, Bignyaner Dashdiganto, Jibon Jokhon Phuriye Jay.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
5 (29%)
4 stars
8 (47%)
3 stars
4 (23%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 3 of 3 reviews
Profile Image for Riju Ganguly.
Author 37 books1,866 followers
July 25, 2020
প্রাপ্তমনস্ক বাংলা সাহিত্যে কল্পবিজ্ঞান-কে অনেকেই অপাংক্তেয় করে রাখেন। এই ব্যতিক্রমী সংকলনটি সেই ধারণা ভেঙে দেওয়ার জন্য একটি চমৎকার আয়ুধ ছিল। গত শতাব্দীর সেরা বাঙালি সাহিত্যিকদের কল্পবিজ্ঞান রচনার প্রতিনিধিত্বমূলক সংকলন ছিল এটি।
আজকের বাংলায় এই বইটা নিয়ে আলোচনা ও নিবিড়তর পাঠ অত্যন্ত জরুরি। তবে তার চেয়েও জরুরি হল বইটা পড়া।
প্লিজ পড়ুন।
Profile Image for Trisha.
18 reviews19 followers
September 5, 2022
অনেকদিন পর একটা বাংলা বই পড়লাম। আর তাও আমার অন্যতম প্রিয় genre - কল্পবিজ্ঞান !

গল্পগুলো ভালো - খালি বইটা কাদের প্রতি targetted সেটা নিয়ে আমার সন্দেহ আছে। কারণ বেশ কিছু খুদেদের জন্য লেখা গল্প যেমন আছে [কল্পবিজ্ঞানের বদলে কল্পনা-fantasy-ই বলা যায় যেগুলোকে], আবার তেমনি বেশ কিছু গল্পে adult themes রয়েছে। তাই সংকলনটি কাদের উদ্দেশ্যে সে নিয়ে সম্পাদকের ভাবনার খামতি ছিল - এমনটাই মনে হয়।

যেহেতু এটা একটা ছোটগল্প সংকলন গ্রন্থ, আমি প্রত্যেকটা গল্প সম্বন্ধে আমার মতামত ও চিন্তাভাবনা কয়েক লাইনে প্রকাশ করেছি নীচে -

o পলাতক তুফান : (****) নতুন জিনিস জানলাম, তেল দিয়ে সমুদ্রের ঢেউ কমানো যায়, ব্যাপারটা আশ্চর্য হলেও সত্যি। হয়তো এরকম বিপুল পরিমাণে নয় - সেটা অবশ্যই কল্পবিজ্ঞানের ছোঁয়া, কিন্তু theoretically ব্যাপারটা ঠিক। বেশ ভালো লাগলো। [একজন বিজ্ঞানীর লেখা কল্পবিজ্ঞান অবশ্যই বৈজ্ঞানিকই হবে এবং তাই এই গল্পটিতে 'আজগুবি'র পরিমাণ কম আছে! ]

o মামাবাবুর নিদ্রাভঙ্গ: (****) গল্পের twist টা দারুণ।

o ব্যাঘ্র প্রকল্প: (***) গল্পের idea টা ভালো - কিন্তু অল্প সময়ের মধ্যে অনেককিছু হয়ে গেলো বলে মনে হলো। আরেকটু elaborate করলে maybe আরো ভালো হতো।

o চৌহান গুম্ফার দেওতা: (*****) one of the favourites. কোনো আজগুবি ব্যাপার নেই, সত্যি করে science এর application এর ওপর লেখা। এককথায় অসাধারণ।

o জীবন্ত বেতার: (*****) ভিন্নস্বাদের গল্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিভিন্ন জার্মান যন্ত্রপাতির কথা উল্লেখিত হয়েছে এর আগে নানা রচনায়। তাই এই গল্পে আদতে কল্পবিজ্ঞান হলেও যেন অনেকটা বাস্তবমুখীও বটে।

o আশ্চর্জন্তু(****): The classic Professor Shanku! বাংলা sci-fi collection এ শংকু না থাকলে সেটা সম্পূর্ণ হয় না। soft sci-fi বাংলা কল্পবিজ্ঞানের জগতে সত্যজিৎ রায়ের এই সৃষ্টি সত্যিই অনবদ্য। এই গল্পটিও এর ব্যতিক্রম নয়।

o বিচিত্র সেই রামধনু: (**) ভালোই, কিন্তু info-dumping টা একটু বেশি level এই হয়ে গেলো। হয়তো গল্পের কথক একজন আঘাতপ্রাপ্ত বৃদ্ধ ভদ্রলোক, তাই। তবুও... বারকির কথা শুনতে শুনতে একটু bored হয়েই গেছিলাম। as usual... another soft sci-fi short story; philadelphia experiment hoax বলেই ধরা হয় বর্তমানে, কেউ আর এটার কথা তোলেও না, তবে কয়েক বছর আগে অবধি এ নিয়ে অনেক লেখালিখি হতো, তার কথা মনে পড়ে গেল।

o শিলাকান্থ: (*) অনেকটা জুল ভার্নের Journey to the Centre of the Earth এর কথা মনে পড়ল, খালি অল্প পাতার মধ্যে। লেখক অনেকগুলো ঘটনা একটা ছোটগল্পে ঢোকাতে চেয়েছেন, যার ফলে সমস্ত ব্যাপারটাই কেমন incomplete লাগলো।[সুশান্তবাবু আর লেখক, বা অমরেশ আর লেখকের মধ্যে interaction only as a plot device, ভালো লাগেনি সেটা।] in fact, এটা easily একটা বড়গল্প বা ছোটখাটো একটা উপন্যাস হতে পারতো, প্রোফেসর শংকুর মতো। খুব একটা তাই জমলো না।

o অপালা: (***) last এর twist টা expect করিনি! তবে কর্নেল এতকিছু জানলেন কীকরে? জয়ন্তর এই প্রশ্ন স্বাভাবিক, আর তাই তা না করায় একটু আশ্চর্য হলাম। জয়ন্তর ভৌতিক প্রেম হাস্যকর লাগলো, [জানিনা সেটাই ওই subplot টার point কি না]। তবে হ্যাঁ, এই গল্পটায় pacing একদম ঠিকঠাক ছিল। আর details ও, খুব বেশিও না, খুব কমও না - ঠিকঠাক। romance টা এত তীব্র না হলে perfect হতো [seriously, কোনো actual interaction না করা ছায়ামূর্তির প্রেমে কে পড়ে?]একটা ব্যাপার তবে না বলে পারছিনা - গল্পের শুরুতে বিদেশি নামী লেখকদের সম্বন্ধে এরকম লেখার কারণটা কি? [এটা real-life conversation হলে বাদ দিতাম, but এটা fiction, তাই যা লেখা হয়েছে, সবকিছুরই একটা তাৎপর্য আছে।] ব্যাপারটা যেন as usual বাঙালিরা "মাটির মানুষ, প্রকৃতিপ্রেমী" এসব বলে বাংলা sci-fi এর স্বল্প ভান্ডারকে ধামাচাপা দেওয়ার চেষ্টা। [কারণ বাংলায় কোনো asimov-clark নেই।]

o মৃত্যুদূত:(*****) জীবন্ত বেতার আর চৌহান গুম্ফার দেওতার পর আরেকটা গল্প পেলাম finally যেটাকে আমি 5⭐ দিতে পারি। লেখক যে এই বিষয় নিয়ে ভালোমতো research করেছেন, সেটা লেখা থেকেই স্পষ্ট। ১৯৬৭ এর রচনা দেখে আশ্চর্য লাগছে, কারণ এটা The Silent Sea র কথা মনে করিয়ে দিল! exceeded my expectations, অসাধারণ লেখা।

o ডঃ হাইসেনবার্গ আর ফেরেননি: (***) একক মহাকাশযাত্রার ব্যাপারটা কোনোদিনই আমার ঠিক পোষায় না... এত বড় একজন বিজ্ঞানীর অন্তর্ধানকে বিজ্ঞানমহল এত সাধারণভাবে মেনে নিলো কেন? রাইনার কেন তাদের সাথে যোগাযোগ করে ওনাকে খোঁজার চেষ্টা করেনি? রকেট লঞ্চের কথাও শুধুমাত্র তারা কজন জানেন, সেটা আমার বিশ্বাসযোগ্য ঠেকলো না... হয়তো এই প্রশ্নগুলোর উত্তর দিতে গেলে গল্পটা আর ছোটগল্প থাকতো না, উপন্যাস হয়ে যেতো। তাই এসব বাদ দিয়ে বলছি, ভালো লেগেছে।

o চোখ: (*****) definitely one of the better stories of this collection! দুই মনের প্রসঙ্গ আসতে ভাবছিলাম আবার সেই হলিউডের multiple personality disorder নিয়ে আসবেন না কি গল্পে... তো, তা না হয়ে একটা logical ব্যাখ্যা দেওয়ার জন্য লেখককে ধন্যবাদ। লেখার ধরণও ভালো লাগলো।

o রোনা: (****) অন্যরকম, ভালো।

o অরণ্যের অন্ধকারে: (*****) innovative. character গুলোর নিজস্ব ধরণসরন আছে, তাই শুধু একমাত্রিক "বিজ্ঞানী" character নয় তারা। topic টাও ভালো লাগলো।

o রাক্ষুসে পাথর: (**) এই গল্পটা আমি ছোটবেলায় আরেকটা সংকলনে পেয়েছিলাম, তাই আবার এখানে পেয়ে মজা লাগলো। তবে বিশাল ভালো কিছু লাগলোনা আর... ছোটবেলার সেই magic টা আর এখন পেলাম না।

o হিমশিশু: (****) খুব ভালো, engaging, good pacing.

o সময়: (*****) আর এইজন্যই শীর্ষেন্দু আমার অন্যতম প্রিয় লেখক। অসাধারণ।

o উত্তরণ: (****) ১৯৭৫ এ লেখা দেখে খুব আশ্চর্য হলাম! কারণ এটা detroit become human এর ৪০% plot! robot আর বিজ্ঞানীদের বিতর্কটা পড়তে খুব interesting লাগলো। ভালো লেখা।

o গণেশের দুর্লভ মূর্তি: (****) গল্পটা ভালো, কিন্তু বাংলা অনুবাদ বলে আমি scientific explanation গুলো কিছুই সেরকমভাবে বুঝলাম না... keyword গুলো এরকম খটোমটোভাবে অনুবাদ না করলেই ভালো হতো। তবে unique.

o জাল: (***) খুব একটা impressed হলাম না। army র লোক হওয়া সত্ত্বেও এত আবেগপ্রবণতা ঠিক suitable না। তাই গল্পের প্রথমভাগ যতটা ভালো লাগলো, শেষের ভাগ ততটা ভালো লাগেনি।

o কলকাতায় প্রচন্ড তুষারপাত: (**) concept ভালো, কিন্তু এই কাকা-জ্যাঠারা সবাই বিজ্ঞানী হয়ে বসে থাকে আর আশ্চর্য কান্ড ঘটিয়ে ফেলে - বাংলা কল্পবিজ্ঞান এই trope টা নতুন কিছু না। average.

o জানলার বাইরে শালগাছ: (***) খুব হঠাৎ করেই শেষ হলো গল্পটা - কোনো resolution পাওয়া গেলো না শেষে। আরো দু-এক পাতা expect করেছিলাম।

o কম্পি বড় ভালো মেয়ে: (**) দুটো তারা শুধুমাত্র শেষের plot twist টার জন্য আর চেষ্টার জন্য। ভালো লাগেনি সেরকম।

o মহাশূন্যের মণিমুক্তো: (*****) এতটা dark গল্প এখানে পাবো বলে সত্যিই expect করিনি। অসাধারণ। লেখার মধ্যে দিয়ে frustrated concerned বাবার চরিত্র খুব ভালো ফুটে উঠেছে। খুব ভালো লেখা।

o সিলিকন দ্বীপের পোকা : (***) average, এইরকম হঠাৎ করে দ্বীপে কিছু খুঁজে পাওয়ার গল্পও এর আগে অনেক দেখেছি। common trope.

o রং: (***) typical আড্ডায়-এসে-চমক-লাগানো-গল্প-বলা নিয়ে একটা গল্প, কিছুটা রোনার মতো। তবে আলোর তরঙ্গদৈর্ঘ্য দিয়ে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করার জন্য unique

o হারিয়ে যাওয়া: (*****) শেষ গল্প - তাও আবার সম্পাদকের লেখা। বেশি কিছু expect করিনি, তবে যা পেলাম সেটা সত্যিই ভালো লাগলো। believable worldbuilding - আর গল্পের মূলবার্তাও ভালো।
1 review
December 21, 2025
বেশিভাগ এখনো পড়লাম। রেটিংটা স্পেকুলেশনের ভিত্তিতে - যে বয়সের জন্য লেখা তখন পড়লে কিরম লাগতো।
Displaying 1 - 3 of 3 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.