ঈশপ নিছক ছেলে ভোলানোর ব্যাপার না। গত আড়াই হাজার বছর ধরে অটুট তাঁর প্রভাব। আঙুর ফল টক, মিথ্যাবাদী রাখালের গল্প, বেড়ালের গলায় ঘন্টা, একচক্ষু হরিণ বাগধারা হয়ে পাকাপাকি জায়গা নিয়েছে আমাদের রোজকার জীবনে। তবে কী কারণে হত্যা করা হয়েছিলো এই মানুষটিকে! সেই প্রশ্নের জবাব খোঁজার চেষ্টা এই বই।
ঈশপ নিয়ে ধারণা তো খেলার বয়স থেকেই। কিন্তু আজ মনে হলো এতদিন কিছুই জানা ছিল না, শুধু গল্পগুলো বাদে। তাও শুধুই গল্পগুলো আর কিছু না। একটা সময় তো জানতামই না ঈশপ কোনও মানুষের নাম। ভূতের গল্পের মতো ঈশপও ছিল ঈশপের গল্প। তবে ক্লাস এইটে উঠেছি আর বইয়ের প্রতি ঝোঁক বাড়ল। সে সময় ক্লাসে এক স্যর কমপ্লিটিং স্টোরি পড়ার ফাঁকে বলেছিল, এই স্টোরির রাইটার কে জানো? ঈশপ। আর এই ঈশপ যে খুন হয়েছিল তা তো গুনাক্ষরেও ভাবিনি (এই হলো আমার অজ্ঞানতার প্রমাণ)। লেখক এই হত্যার রহস্যই খুঁজে বের করার প্রয়াস করেছেন। আর এই ফাঁকে বলে গেছেন অজানা সব তথ্য ঈশপকে নিয়ে। যদিও লেখকের মতে, বইটায় তাঁর কৃতিত্ব বলতে নিজে লেখা, তথ্য গুলো বিভিন্ন উৎস থেকে নেয়া, তিনি শুধুই নাকি তুলনা করেছেন একের সাথে একের। তবে আমি বলব অসাধারণ একটা কাজ করেছেন। দারুণ একটা বই। বড় ছোট সবার জন্যই অবশ্য পাঠ্য বলেই মনে হয়েছে আমার। প্রচ্ছদটাই বেশ সুন্দর।